বর্তমান সময় সোনার দাম কত টাকা ভরি তার উপরে সম্পূর্ণ নির্ভর করছে দুই আনা সোনার আংটির দাম। ১ আনা, ২ আনা, ৩ আনা এবং ৪ আনা দিয়ে খুব সহজে সুন্দর ডিজাইন সহ আংটি তৈরি করা যায়। এক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায়। যার মূল্য ক্যারেট অনুযায়ী অনেক বেশি কম এবং বেশি হয়ে থাকে।
বাংলাদেশের বেশিরভাগ মানুষ ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে আংটি তৈরি করতে বেশি পছন্দ করে। এমনকি বাজেট অনুযায়ী অনেকেই ১৮ ক্যারেট এবং ২১ ক্যারেট সোনা দিয়ে ২ আনা এবং ৪ আনা দিয়ে খুব সহজেই সুন্দর ডিজাইন সহ সোনার আংটি তৈরি করে থাকে। শুধুমাত্র আজকের আলোচনায় ২ আনা সোনার আংটির দাম কত টাকা তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
২ আনা সোনার আংটির দাম কত
ছেলেদের অথবা মেয়েদের ২আনা সোনা দিয়ে সাধারণ ডিজাইন সহ অনেক ভারী ডিজাইন দিয়ে সোনার আংটি তৈরি করা যায়। দুই আনা সোনার আংটির দাম ভিন্ন রকম হতে পারে, যদি ২২ ক্যারেট সোনা দিয়ে আংটি তৈরি করা হয়। এ ক্ষেত্রে ২ আনা সোনার আংটির দাম একটু বেশি হবে।
আবার ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট ২ আনা সোনার আংটির দাম তার থেকে কম হবে। অর্থাৎ ২২ ক্যারেট ২ আনা সোনার আংটির দাম ১৫০১০ টাকা। এবং ২১ ক্যারেট দুই আনা সোনার আংটির দাম হবে ১৪৩২৭ টাকা।
এবং ১৮ ক্যারেট দুই আনা সোনার আংটির দাম হবে ১২ হাজার ২৮০ টাকা। পূর্বে নূন্যতম ২ আনা সোনার আংটির দাম ছিল ৭ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ সোনার দামের পরিবর্তনের সাথে সাথে ২ আনা সোনার আংটির দাম ও অনেকটা পরিবর্তন হয়েছে।
২ আনা সোনার আংটির দাম কত টাকা ২০২৪
আংটি তৈরি করতে গেলে অবশ্যই সোনার দোকানে আপনাকে যেতে হবে। যদি দুই আনা সোনা দিয়ে আংটি তৈরি করতে চান এক্ষেত্রে সবার পূর্বে হলমার্ক অনুযায়ী সোনার দাম জেনে নিন। এবং পরবর্তীতে ২ আনা সোনার আংটির ওজন পরিমাপ করুন। তবে আমরা জানি এক ভরি স্বর্ণের ওজন ১১.৬৬৪ গ্রাম। এক্ষেত্রে ২ আনা সোনার ওজন হবে ১. ৪৫৮ গ্রাম।
অর্থাৎ ১. ৪৫৮ গ্রাম সোনা দিয়ে আপনি খুব সহজে বিভিন্ন ডিজাইনের আংটি তৈরি করে নিতে পারেন। তবে এর দাম ন্যূনতম ১১ হাজার থেকে শুরু করে ১৩০০০ টাকা। এছাড়া ২ আনা সোনার মধ্যে কিছুটা সোনা কম ব্যবহার করে ৭ থেকে ৮ হাজার টাকার মধ্যে একটি সোনার আংটি তৈরি করে নিতে পারেন। অতএব দুই আনা সোনার আংটির দাম সংক্ষেপে উল্লেখ করা হলো।
- ২২ ক্যারেট ২ আনা সোনার আংটির দাম ১৫০১০ টাকা ।
- ২১ ক্যারেট ২ আনা সোনার আংটির দাম হবে ১৪৩২৭ টাকা।
- ১৮ ক্যারেট দুই আনা সোনার আংটির দাম হবে ১২২৮০ টাকা।
গত এক মাস পূর্বে ২২ ক্যারেট দুই আনা সোনার আংটির দাম ছিল ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। এবং ১৮ ক্যারেট এবং ২১ ক্যারেট ২ আনা সোনার মূল্য ছিল এর থেকেও কিছুটা কম ছিল। প্রতিনিয়ত বাংলাদেশের সোনার মূল্য পরিবর্তন হয়। সেই অনুযায়ী আংটি এবং বিভিন্ন জুয়েলার্স এর দামের পরিবর্তন হয়।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে এই পোস্ট থেকে বিস্তারিত এক ভরি সোনার দাম সহ ২ আনা সোনার আংটির দাম কত বিস্তারিত জানতে পেরেছেন। এ পোস্ট আপনাদের কাছে উপকৃত মনে হলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ
আরও দেখুনঃ আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশ
Pingback: আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশ 2024