আমরা যেমন বাবাকে ভালোবাসি, তেমনি পৃথিবীর সকল সন্তানেরা তাদের বাবাকে ভালোবাসে। বাবা হচ্ছে পরিবারের প্রধান। তার উপরেই সকল দায়িত্ব থাকে। বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করার মতো নয়। বাংলাদেশে বছরে ১ দিন বাবা দিবস পালন করা হয়। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের মানুষ বাবা দিবস পালন করে থাকে। অনেকে বাবা দিবসে বাবাকে শুভেচ্ছা জানাতে চান, কিন্তু কবে এই দিবস তা জানেন না।
বাবা দিবস এই দিন টি প্রথমে বাংলাদেশে পালন করা হয় নি। আবার পৃথিবীর সকল দেশ বাবা দিবস উযদাপন করেনি। এই বাবা দিবস ১৯০৮ সাল থেকে পালন করা হয়। তখন শুধুমাত্র আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার পালন করা হতো। এর পর এর সম্পূর্ণ রাজ্য এই দিবস পালন করা হয়। চলতি বছর ১৬ই জুন রোজ রবিবার বাবা দিবস পালিত হবে।
বাবা দিবস ২০২৪
আমরা সবাই বাবাকে ভালোবাসি, যার কারণে অনেকে এই দিনে বাবা কে খুশি করার চেষ্টা করি। বাবা দিবসে বাবাকে শুভেচ্ছা জানালে বা তাকে কিছু উপহার দিলে হয়তো মনেক খুশি হবেন। তাই ২০২৪ সালে কবে বাবা দিবস পালন করা হবে তা জানা অনেক জরুরি। বাবা দিবস কবে ২০২৪ তা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রতি বছর ভিন ভিন্ন দিনে এই দিবস পালন করা হয়। আসছে জুন মাসের ১৬ তারিখে পালন করা হবে ২০২৪ সালের বাবা দিবস ।
বাবা দিবস কবে 2024
ধীরে ধীরে সমগ্র প্রথিবি জুড়ে বাবা দিবস পালনের সংস্কৃতি বেড়েই চলেছে। এই দিন টি প্রতি বছর সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে। যার কারণে এই দিবস কে বিশ্ব বাবা দিবস বলা হয়েছে। সারা বিশ্ব একই সাথে নি নিজে দেশে বিভিন্ন ভাবে এই দিন টি উদযাপন করে থাকে। বাবা দিবস বছরে মাত্র এক বার উদযাপন করা হয়। তবে এর কোনো নির্ধারিত তারিখ নেই। তবে এই দিন সাধারণত প্রতি জুন মাসে পালন করা হয়ে থাকে।
২০২৪ সালে জুন মাসের ১৬ তারিখে বাবা দিবস পালন করা হবে। গত ২০২৩ সালের ১৮ই জুন এই দিবস পালন করা হয়েছে। সেই হিসেবে দেখা যাচ্ছে প্রতি বছর ১ বা ২ দিন করে বাবা দিবস পালনের দিন এগিয়ে আসছে। ২০২৪ সালেও জুন মাসে বাবা দিবস পালন করা হবে। তবে তারিখ টি আরও এগিয়ে আসবে।
বিশ্ব বাবা দিবস কবে ২০২৪
বাংলাদেশের মতো অন্যান্য দেশেও বাবা দিবস পালন করা হয়। এর কোনো নির্ধারিত তারিখ দেওয়া নেই। যেকোনো বছরের জুন মাসের ৩য় সপ্তাহের রবিবারে এই দিবস পালিত হয়ে থাকে। ২০২৪ সালে বিশ্ব বাবা দিবস পাওন করা হবে জুন মাসের ১৬ তারিখে। পরবর্তিতে অর্থাৎ ২০২৫ সালের বিশ্ব বাবা দিবস হবে ১৫ই জুন। এভাবে এক থেকে ২ দিন করে এই দিন টি এগিয়ে আসবে।
শেষ কথা
বাবা দিবসে যে শুধু ছেলে-মেয়েদের দায়িত্ব থাকে সেটা নয়। আপনারা যারা বাবা আছেন, তাড়াও সন্তানদের জন্য নতুন কিছু করর চেষ্টা করবেন। এই দিনে সকল বাবাদের সন্তানদের প্রতি অনেক দায়িত্ব থাকে। সর্বপরি সবাই মিলে সুন্দর ভাবে বাবা দিবস পালন করবেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই পোস্ট থেকে বাবা দিবস কবে ২০২৪ কবে সেটিও জানতে পারলেন।