বাবাকে নিয়ে স্ট্যাটাস ২০২৪

একজন মানুষের জীবনে বাবা নামক মানুষটির অবদান ‍কখনোই বলে শেষ করা যাবে না। বাবা নামক মানুষটি একটি বট গাছের মতো। যা মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তানদের কে ও পরিবার কে নিঃস্বার্থভাবে ছায়া দিয়ে থাকে। কেমন বাবা নামক এই শব্দটি উচ্চারণ করলেই মনের ভিতর এক অসীম শক্তি ও নিরাপত্তার জায়গা তৈরি হয়।

প্রত্যেক বাবা নামক মানুষটি তার সকল সন্তানের জন্য অনুপ্রেরণা, পথপ্রদর্শক, আদর্শ শিক্ষা, সকল বিপদ থেকে রক্ষা, ও বিপদের ঢাল হিসেবে পাশে থাকেন। বাবা নামক মানুষটা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে। অর্থাৎ বাবা নামক মানুষরা আমাদের জীবনের সব থেকে বড় একটি উপহার।

হয়তো কারো কারো জীবনে এই বাবা নামক মানুষটি নেই। আবার থাকলেও কখনো বাবাকে ভালোবাসি কথাটি বলতে পারিনি। তাই যারা বাবা কে ভালোবেসে বাবাকে নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করছেন। তাদের জন্য আজকের এই পোস্টে চমৎকার কিছু স্ট্যাটাস তুলে ধরা হয়েছে।

বাবাকে নিয়ে স্ট্যাটাস

প্রতিটি সন্তানের জীবনে বাবা হচ্ছে অসীম ভালোবাসার প্রতীক। এবং সকল বিপদ-আপদের ঢাল। তাই প্রত্যেকের উচিত বাবাকে যথাযথ সম্মান করা এবং তাদেরকে অনেক বেশি ভালোবাসা। যখন বাবা নামক মানুষটি আমাদেরকে ছেড়ে চলে যান। তখনই আমরা বুঝতে পারি জীবন কতটা কঠিন ও নির্মম।

তাই পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল এবং সন্তুষ্টি অর্জনে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। তারা বেচে থাকাকালীন তাদেরকে অনেক ভালোবাসা উচিত। তাই যারা ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বাবাকে নিয়ে স্ট্যাটাস অনলাইনে এসে অনুসন্ধান করছেন।

তারা চাইলে আমাদের এই পোস্ট থেকে এ বছরের সবথেকে সেরা এবং বাছাই করা বাবাকে নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন। যে স্ট্যাটাস গুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করার জন্য এখানে তুলে ধরা হয়েছে।

০১
ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে-
সারা জীবন ভালোবেসে যান তিনিই হলেন বাবা।
০২
বাবা শব্দের ব্যাখ্যা এক লাইন নয়,
একটি বইয়েও লেখে শেষ করা যাবে না।

০৩
বাবারা হাসে না,
তারা পরিবারের মুখে হাসি ফোটায়।

০৪
জীবনে বাবার গুরুত্ব অপরিসীম-
বাবা মাত্র দুটি শব্দ হলেও এর বিশালতা অনেক বড়।

০৫
সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা।
একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান।

বাবাকে মিস করা নিয়ে স্ট্যাটাস

একজন সন্তানের ভবিষ্যতের পথ প্রদর্শক হিসেবে, জীবনের প্রতিটি ধাপে ধাপে লড়াই ও সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে যেতে বাবার গুরুত্ব অপরিসীম। প্রত্যেক বাবারা তাদের সন্তানকে নিঃস্বার্থভাবে ভালবেসে যায়। কিন্তু বেশিরভাগই সন্তানেরা বাবার ভালোবাসা বুঝে উঠতে পারে না।

প্রতিটা সংগ্রামের পিছনে ও লক্ষ্য অর্জনের পিছনে বাবার গুরুত্ব যে কতটা, তা বলে বোঝানো যাবে না। তবে আমরা অনেক সময় আমাদের বাবাকে অনেক মিস করে থাকি। কিন্তু কখনোই তাদেরকে আমাদের মনের কথা ও ভালবাসার কথা বলা হয়ে ওঠে না।

তবে আপনি চাইলে বিভিন্ন স্ট্যাটাস এর মাধ্যমে আপনার মনের ভালোবাসার কথাগুলো প্রত্যেক বাবার কাছে জানিয়ে দিতে পারেন। তাই বাবাকে নিয়ে মিস করা বেশ কিছু স্ট্যাটাস আজকের এই পোস্টে তুলে ধরা হয়েছে।

০১
পৃথিবীতে প্রতিটি সন্তান তার বাবাকে খুব ভালোবাসে
কিন্তু মুখে বলতে পারে না যে বাবা তোমাকে ভালোবাসি।

০২
পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন-
যে কখনও পিতার ভালবাসা পায়নি।
০৩
বাবাকে ভালোবাসতে পিতৃ দিবস বা কোনো স্পেশাল ডে লাগেনা।
প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই বাবাকে ভালোবাসা যায়।

০৪
বাবার হাতের ছোঁয়া আর কখনো অনুভব করা যাবে না,
কেবল স্মৃতি হিসেবে থাকবে তার স্নেহের অমলিন স্পর্শ। ❤️

০৫
প্রতিটি সন্ধ্যায় তোমার অপেক্ষায় থাকি, বাবা।
জানি, তুমি আর কখনো ফিরবে না,
তবুও এই পাগল মন যে মানতে চায়না। 🌅😞💔

মা বাবাকে নিয়ে স্ট্যাটাস

প্রতিটি মানুষের জীবনে মা বাবা হচ্ছে সবথেকে বড় সম্পদ। মা বাবা ছাড়া যেন পুরো দুনিয়াটা অন্ধকার লাগে। প্রতিটি মানুষের জীবনে বাবা মায়ের সবচেয়ে বড়ো অবদান রয়েছে। এবং মা-বাবা হল সেই বৃক্ষ, যার শীতল ছায়া তলে নিশ্চিন্তে এবং শান্তিতে বসবাস করতে পারি।

পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না। মা বাবার ভালোবাসা সন্তানের জন্য অপরিসীম। তাই অনেকে মা-বাবাকে মিস করে বিভিন্ন কথা মনে করে থাকেন। ফলশ্রুতিতে বিভিন্ন সামাজিক মাধ্যমে মা-বাবাকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করা হয়ে থাকে।

তাই মা-বাবাকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের স্ট্যাটাস এবং কথা সংগ্রহ করতে চাচ্ছেন। তারা যে উল্লেখ করা এ বছরের বাছাই করা মা বাবাকে নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করুন। এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

০১
“আমরা আমাদের মা- বাবাকে যে ভালবাসা
এবং সম্মান দেই তা আমাদের কাছে দশগুণ হয়ে-
এমনভাবে ফিরে আসবে যা আমরা কল্পনাও করতে পারি না।”

০২
“মা-বাবা হল সেই বৃক্ষ, যার শীতল ছায়ায় আমরা সবাই সুখে-শান্তিতে থাকি।”

০৩
যতক্ষণ বাবা এবং মা এর ছায়া তার সন্তানের উপর থাকে,
ততক্ষণ তারা তাদের সন্তানের সামান্যতমও ক্ষতি হতে দেন না…!!

০৪
পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়।
সেটা হল মা-বাবার নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাস।
০৫
যে ব্যক্তি তার পিতামাতাকে সর্বদা সম্মান করে,
সে ব্যক্তি চাইলেও কখনো অসুখী থাকতে পারে না।

মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

একজন মানুষের বাবা না থাকার যে কষ্ট তা কোন ভাষা ও শব্দের মাধ্যমে লিখে প্রকাশ করা সম্ভব নয়। প্রতিটা বাবা আমাদের জীবনের এমন একজন মানুষ যিনি আমাদের সুরক্ষা, আশ্রয়স্থল ও ও বেঁচে থাকার সম্ভল।

তাই যখন কারোর বাবার অভাব অনুভূত হয়, তখন জীবনের নানা ক্ষেত্রে অসহায়ত্ব ও শূন্যতা খুব স্পষ্টভাবে দেখা দেয়। তাই যখন একজন বাবা তার সন্তানদেরকে ছেড়ে চিরকালের জন্য ছেড়ে চলে যায়।

তখন প্রতিটা সন্তানের যে হাহাকার ও কষ্ট তো কখনোই মুখের কোন ভাষার মাধ্যমে বলে বোঝানো সম্ভব হয় না। নিরবে কান্না ছাড়া আর কোন উপায় থাকে না। তবে কষ্টকে লাঘব করতে ও বাবার স্মৃতিকে মনে করতে অনেকেই বাবাকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস অনুসন্ধান করে থাকেন। তাই কিছু স্ট্যাটাস নিচে তুলে ধরা হলো।

০১
বাবার হাতের ছায়ায়, কেটে গেছে সারা জীবন,
আজ হাতছাড়া হয়ে গেছে সেই ছায়া,
এখন মনে হচ্ছে যেন থেমে গেছে আমার জীবনের সময়ের গতি। 😞⏳💔

০২
বাবা তোমাকে হারিয়েছি সেই কত দিন-
তবুও তোমাকে হারানো বেদনা ভুলতে পারিনা।
০৩
বাবা, তুমি ছিলে আমার গর্ব, বাবা, তুমি ছিলে আমার অনুপ্রেরণা।
বাবা তুমি চলে গেলেও, আমি তোমার স্বপ্ন পূরণ করব। 💪🌟❤️

০৪
বাবা ছাড়া দুনিয়া অন্ধকার যার বাবা নাই-
সেই জানে দুনিয়াটা কত কষ্ট দেয়।

০৫
মনে পড়ে বাবার সেই শক্তিশালী হাত, যা আমার ছোট্ট হাত ধরে সারা পৃথিবী দেখিয়েছিল।
আজ সেই হাত স্পর্শ করার তীব্র ইচ্ছায় হৃদয় কাঁপছে।
মিস ইউ বাবা, তোমাকে খুব মনে পড়ছে আজ। 💔🌍❤️

প্রবাসী বাবাকে নিয়ে স্ট্যাটাস

প্রতিটা বাবার এক একটি পরিবারে অনেক দায়িত্ব ও বোঝা থাকে। তাই অনেকের বাবা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কর্মের উদ্দেশ্যে প্রবাসে পাড়ি জমিয়ে থাকেন। তাই আমি বলব থেকে প্রবাসী বাবা এক একজন সাহসী যোদ্ধা।

যিনি পরিবার ও সন্তানদের জন্য একাগ্র চিত্তে পরিশ্রম করে থাকেন। যে পরিশ্রমের মধ্যে কোন সার্থকতা নেই, রয়েছে শুধু সন্তানদের প্রতি ভালোবাসা। তাই যে সকল ব্যক্তির বাবা প্রবাসে বসবাস করছেন।

এবং তাদেরকে অনেক বেশি মিস করছেন। তারা চাইলে এখান থেকে বেশ কিছু স্ট্যাটাস নিয়ে পড়তে পারেন অথবা  আপনার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রবাসী বাবাকে নিয়ে সুন্দর একটি স্ট্যাটাস শেয়ার করতে পারেন।

০১
বাবা নামক মানুষটা দূরে থাকলেও মনে হয়,
বাবার হাতটা সবসময় আমার মাথায় আছে।

০২
প্রবাসে কতই না কিছু পাওয়া যায়,
কিন্তু বাবার কোলে ঘুমের মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না।
০৩
প্রবাসের আকাশে চাঁদ যতই উজ্জ্বল হোক না কেন,
আমার মনে বাবার মুখটা সবচেয়ে উজ্জ্বল।

০৪
“যতদূরই থাকো,
তোমার শিক্ষা ও ভালোবাসা সবসময় আমাদের পাশে। #প্রবাসী”

০৫
“বাবা, তুমি দূরে থেকেও আমাদের স্বপ্ন দেখাচ্ছো।
তোমার জন্য এক নতুন ভোর। #প্রবাসী

বাবা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

প্রতিটা সন্তানের কাছে এক একটি বাবা হচ্ছে হিরো। বাবা হচ্ছে একটি বাড়ির ছাদ এবং বট গাছের মতন। যার মূল্য কোন কিছু দিয়ে পরিশোধ করা যায় না। পৃথিবীতে যার বাবা নেই সেই বুঝে বাবার মূল্য কতটা।

তাই বাবা নামক শব্দটি শুনলে মনের ভিতর অফুরন্ত ভালোবাসা ও অদম্য সাহসের প্রতীক হিসেবে ফুটে ওঠে। দিনশেষ আমাদের প্রত্যেকের জীবনে বাবা নামক মানুষটির গুরুত্ব অপরিসীম।

তাইতো ভালোবেসে অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বাবাকে নিয়ে বিভিন্ন কথা ও স্ট্যাটাস শেয়ার করেন। যে স্ট্যাটাস এবং ক্যাপশনে বাবার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শিত হয়।

০১
বাবারা অনেক বাস্তববাদী হয়,
তাই সন্তানদের কোন সমস্যা হলে তারা খুব সুন্দরভাবে সমাধান করে দিতে পারেন।

০২
আমার বাবা আমাকে আমার স্বপ্ন দিয়েছিলেন।
তাকে ধন্যবাদ, আমি একটি ভবিষ্যত দেখতে পাচ্ছি।

০৩
দুনিয়ার সবকিছু বদলাতে পারে,
কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না।
০৪
আল্লাহর সবচেয়ে অমূল্য এবং মূল্যবান উপহার হল- বাবার ভালোবাসা।

০৫
যে মানুষটি আমার সুখের জন্য বিশ্বের মুখোমুখি হওয়ার সাহস করেন,
তিনি হলেন আমার বাবা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top