বাংলাদেশের অনেক মানুষ পাখি পালন করে থাকে। কেউ বাসা বাড়িতে ১টা থেকে ২টা বাজরিগার পাখি পালন করে। আবার কিছু মানুষ খামার করার জন্য অনেক গুলো বাজরিগার পাখি কিনে থাকে। এই বাজরিগার পাখি দেখতে অনেক সুন্দর হয়। এবং অল্প কিছু দিনের মধ্যেই তারা ডিম দেওয়া শুরু করে দেয়। বর্তমান সময়ে এই বাজরিগার পাখির ব্যবসা করে অনেকই সহজেই আয় করতেছে। আজকে আপনাদের কে বাজরিগার পাখির সম্পর্কে বিভিন্ন তথ্য জানাবো। আরো জানাবো বাজরিগার পাখির দাম কত ২০২৪? সঠিক তথ্য জানতে হলে আমাদের পোষ্ট পড়তে থাকুন।
বাজরিগার পাখির দাম
অনেকেই আছে বাজরিগার পাখি পালন করতে চায়। আপনি চাইলে এই বাজরিগার পাখির খামার করতে পারবেন। অনেক মানুষ এখন এই বাজরিগার পাখির খামার করে অনেক লাভবান হয়েছে। বর্তমানে আপনারা বাজরিগার পাখি পালনের জন্য দাম খুঁজে থাকেন। বাজরিগার পাখি বিভিন্ন জাতের হয়। আজকে আপনাদেরকে বিভিন্ন বাজরিগার পাখির দাম সম্পর্কে জানাবো। এবং বাজরিগার পাখির খামার করার পদ্বতি জানাবো। আমার এই লেখা ফলো করলে আপনি অল্প সময়ের মধ্যেই খামার করে লাভবান হতে পারবেন।
বাজরিগার পাখির খাবার দাম
আমরা অনেকেই আছি পাখি পালন করি খামার করে থাকি। কিন্তু পাখির খাবার এর সঠিক দাম জানিনা। পাখির খাবার কিনতে গেলে দোকানে দাম বেশি দিয়ে কিনে আনতে হয়। আজকে আপনাদেরকে পাখির খাবারের সঠিক দাম জানাবো।
- চিনা ১ কেজি ৩০ টাকা
- কাউন ১ কেজি ৩৫ টাকা
- তিশি ১ কেজি ৮৫ টাকা
- গুজিতিল ১ কেজি ৯০ টাকা
- কুসুমফুল ১ কেজি ৮৫ টাকা
- সুর্যমূখী ১ কেজি ৯০ টাকা
- ক্যানারি সিড ১ কেজি ১৩০ টাকা
- হ্যামসসিড ১ কেজি ২৭০ টাকা
বাজরিগার পাখি কত দিন পর পর ডিম দেয়
বাজরিগার পাখি যারা পালন করেন। এবং এই বাজরিগার পাখির খামার করার কথা ভাবতাছেন। তাদের কে জানাবো বাজরিগার পাখি কত দিন পর পর ডিম দেয়? এবং কয়টা করে ডিম দিয়ে থাকে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এই বাজরিগার পাখি প্রতি দুই মাসে গড়ে ১ বার করে ডিম দিয়ে থাকে। এবং ১ দিন পর পর ডিম দেয়। মোট ৭ টা থেকে ৮ টা ডিম দিয়ে থাকে।
শেষ কথা
আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোষ্ট পড়েছেন। আমরা আপনাকে বাজরিগার পাখির দাম কত এবং বাজরিগার পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছি। বাজরিগার পাখির খামার করতে হলে কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বাজরিগার পাখির চিকিৎসা ও খাবার এর তালিকা সুন্দর ভাবে জানিয়েছি। ইতি মধ্যেই পোষ্ট টি পড়ে বাজরিগার পাখি সম্পর্কে বিস্তারিত জেনেছেন। ধন্যবাদ