নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস ২০২৪

বিবাহ বন্ধন মানব জীবনের এক পবিত্র এবং গভীর সম্পর্ক। যে সম্পর্কের মধ্য দিয়ে দুটি হৃদয়, দুটি পরিবার এবং দুটি জীবনের এক অভিন্ন যাত্রা শুরু হয়। এবং বছরের পর বছর দুটি হৃদয় ও স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকার মাধ্যমে বিবাহ বার্ষিকী পালন হয়। ঠিক সেই সকল স্বামী স্ত্রীর বিবাহ বার্ষিকীর দিন একটি বিশেষ উদযাপনের মত।

কারণ বিবাহ বার্ষিকী পালন করার মধ্য দিয়েই মনে করিয়ে দেয় স্বামী স্ত্রীর অটুট বন্ধন, ভালোবাসা এবং পবিত্র সম্পর্কের কথা। এছাড়াও এই বিবাহ বার্ষিকী একটি সম্পর্কের গভীরতা এবং একে অপরের প্রতি ভালবাসা, বিশ্বাস জন্ম দিয়ে থাকে।

তাইতো ভালোবাসার মানুষের সাথে কাটানো সুন্দর মুহূর্তকে উপলব্ধি করতে এবং উদযাপন করতে অনেকে স্মৃতি মধুর বিবাহ বার্ষিকী পালন করে থাকেন। তাই আপনিও যদি আপনার বিবাহ বার্ষিকী পালন করতে চান। তাহলে এই পোস্টে উল্লেখিত চমৎকার কিছু নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করুন।

নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

প্রতিটা ব্যক্তির বিবাহ বার্ষিকীর দিনটা অনেকটা উদযাপনের মত হয়। এবং প্রতিটা ব্যক্তির জন্য তাদের বিবাহ বার্ষিকী টা একটি বিশেষ দিন হয়। কারণ এই দিনটির মধ্য দিয়ে অনেকেই একটা নতুন বছর এবং দিনে শুরু করে থাকেন। পুরনো সব ভুলে গিয়ে নতুন করে ভালোবাসা ও স্বপ্ন বুনে থাকেন।

এটি এমন একটি দিন, যে দিনটিতে দুটি হৃদয় একসঙ্গে পথচলার অঙ্গীকার করেছিল। জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্নার মাঝেও হাত না ছাড়ার অঙ্গীকার করা হয়ে হয়েছিল। পূর্বের বছরের মত আজকের দিনটিও বিশেষ ভালোবাসার দিন।

যে দিনটিতে নতুন করে অঙ্গীকার, নতুন করে স্বপ্ন দেখা, ভালোবাসা এবং বিশ্বাস স্থাপন করা হয়। তাই আপনার সেই গুরুত্ববহ দিনটিকে কয়েকটি নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস মাধ্যমে আরো স্মৃতি মধুর করতে পারেন। এবং সেই স্ট্যাটাস গুলো চাইলে বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন। তাই পছন্দ মত স্ট্যাটাসগুলো সংগ্রহ করুন।

০১
সময় কিভাবে চলে গেল, বুঝতেই পারিনি।
তবে এই সময়জুড়ে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য,
তোমাকে জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী!
০২
“যতদিন বাঁচবো, ততদিন তোমার হাত ধরেই হাঁটবো।
বিবাহ বার্ষিকী শুভ হোক! #বিবাহবার্ষিকী”

০৩
আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সাথে জুড়ে নেই…
আমাদের মনটাও জুড়ে আছে একে অপরের সাথে…
কারণ আমরা শুধু স্বামী-স্ত্রীই না..আমরা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু….
শুভ বিবাহবার্ষিকী.. –

০৪
সৃষ্টিকর্তা এই সম্পর্কটি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলেছেন।
আজকের দিনেই আমরা এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম।
বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।

০৫
তুমি আমার সেরা বন্ধু, আমার প্রেমিকা, আমার জীবনসঙ্গী।
আজীবন এভাবে থেকো আমার সাথে দোয়া করি।
আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও। শুভ বিবাহ বার্ষিকী. 🌺💞🌟

বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা

প্রতিবছর বিবাহ বার্ষিকী উপলক্ষে প্রত্যেক স্বামী এবং স্ত্রী একে অপরকে সারপ্রাইজ বা খুশি করার উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করে থাকে। স্বামী স্ত্রীকে নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে থাকে। আবার স্ত্রী স্বামীকে বিবাহ বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে থাকে।

তাই আপনি আপনাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে যারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিবাহ বার্ষিকী নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করতে চাচ্ছেন। তারা তাদের নিচে উল্লেখিত বাছাই করা সব থেকে সেরা নিজের বিবাহ বার্ষিকী নিয়ে ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন।

০১
জীবনের প্রতিটি পথে তুমি আমার পাশে ছিলে।
তোমার সাথে থাকার জন্য আমি কৃতজ্ঞ।
আমাদের বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা, আমার সঙ্গী।

০২
আমরা এত বছর একসাথে থাকার পরও,
আমি তোমার মতো একজন পাগলকে কীভাবে ভালোবাসি তা নিজেও বুঝি না!

০৩
তোমাকে পেয়ে আজ আমি কতটা খুশি,
তা কিভাবে বোঝাবো জানি না। তুমি আমার হৃদয়ের মণিকোঠায় রয়েছো।
আমি তোমাকে সারাজীবন রাখবো, ইনশা আল্লাহ।
শুভ বিবাহ বার্ষিকী!

০৪
আজকের এই দিনেই, আমি জীবনের এক অনন্য উপহার পেয়েছিলাম।
তাই আজকের দিনটি আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
শুভ বিবাহ বার্ষিকী!
০৫
আমি নিজেকে ভাগ্যবান মনে করি,
কারণ আমার সবচেয়ে ভালো বন্ধু ও আত্মার সঙ্গী হিসেবে পেয়েছি তোমাকে।
আমি তোমাকে ভালোবাসি।
শুভ বিবাহ বার্ষিকী!

বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ

প্রতিটা স্বামী স্ত্রীর জন্য বিবাহ বার্ষিকীর দিনটি একটি বিশেষ দিন। বিবাহ বার্ষিকীর দিনটি একসাথে সুন্দর মুহূর্ত উপভোগ করার দিন। তবে সুন্দর একটি দিন অতিবাহিত করার অন্যতম মাধ্যম হতে পারে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা মেসেজ।

যে মেসেজের মাধ্যমে তার স্ত্রী অথবা স্বামীকে অনেকটাই খুশি করতে পারেন। তাই এরকম চমৎকার এবং বাছাই করা কয়েকটি বিবাহ বার্ষিকী নিয়ে শুভেচ্ছা মেসেজ তুলে ধরা হয়েছে।

০১
আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর জিনিস,
যা আমি করার সিদ্ধান্ত নিয়েছিলাম তা হলো,
আমার জীবন এবং হৃদয় তোমার সাথে গত বছরের এই দিনে ভাগ করে নিয়েছিলাম।
Happy Anniversary dear. 🌸💫❤️

০২
তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
এই অর্জন নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই।
শুভ বিবাহ বার্ষিকী. 🌈🏆❤️
০৩
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য মূল্যবান।
আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার পাখি।

০৪
💔━•তুমি আমার সেরা বন্ধু, আমার প্রেমিকা, আমার স্ত্রী, আমার সবকিছু।
তোমাকে পাওয়ায় আমি সত্যিই ভাগ্যবান।
শুভ বিবাহ বার্ষিকী!💔▦═══████═══▦💔

০৫
তোমার চোখের দিকে তাকালে, আজও মনে হয় প্রথম দেখার মতো।
তোমার প্রেমে আমি চিরবিদ্ধ। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়তমা!

বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক

ইসলামে বিবাহ বার্ষিকী পালন করা নিয়ে কোন আদেশ এবং উপদেশ নেই। তবে যে কোন ব্যক্তি চাইলে খুবই সাদামাটা পাবে স্বামী স্ত্রী দুজনে স্মৃতিচারণ হিসেবে বিবাহ বার্ষিকী পালন করতে পারবেন। তবে এই বিবাহ বার্ষিকীর দিনটিকে কখনোই অবশ্য পালনীয় বিষয় মনে করা যাবে না।

তবে যারা খুবই সিম্পল এবং সাধারণভাবে ইসলামিক কথাবার্তা দিয়ে বিবাহ বার্ষিকীর একটি স্ট্যাটাস দিতে চান। তাদের জন্য নিচে উল্লেখিত সকল স্ট্যাটাস গুলো একদম সেরা হতে পারে। তাই যারা বিবাহ বার্ষিকী নিয়ে বিভিন্ন ধরনের ইসলামিক স্ট্যাটাস অনুসন্ধান করছেন। তারা নিচে লক্ষ্য করুন।

০১
হে আল্লাহ, আমাদের সম্পর্ককে আপনার সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম বানিয়ে দিন।
আমাদের ভালোবাসা যেন চিরকাল আপনার রহমতে সিক্ত থাকে।
শুভ বিবাহ বার্ষিকী!”

০২
দাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য উৎসর্গ করতে চাই।
হে আল্লাহ, আমাদের সম্পর্ককে জান্নাতের পথে পরিচালিত করুন।
শুভ বিবাহ বার্ষিকী!
০৩
আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমাদের বিবাহের আরেকটি বছর পূর্ণ হলো।
হে আল্লাহ, আমাদের এই সম্পর্ককে আরো মজবুত করুন এবং জান্নাত পর্যন্ত নিয়ে যান।
শুভ বিবাহ বার্ষিকী!

০৪
হে আল্লাহ, আমাদের সম্পর্ককে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুন।
আমাদের জীবনে সুখ ও শান্তি নাযিল করুন।
শুভ বিবাহ বার্ষিকী!”

০৫
আলহামদুলিল্লাহ, বিবাহিত জীবনের আরেকটি বরকতময় বছর পূর্ণ হলো।
হে আল্লাহ, আমাদের সম্পর্কের মধ্যে আপনার রহমত বজায় রাখুন এবং
আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন।
শুভ বিবাহ বার্ষিকী!

বিবাহ বার্ষিকী শুভেচ্ছা বার্তা

বিবাহ বার্ষিকী পালন করা কোন অত্যাবশকীয় কাজ নয়। তবে একে অপরকে খুশি করার উদ্দেশ্যে আপনারা চাইলে বিবাহ বার্ষিকী নিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। নিজেদের বিবাহ বার্ষিকী পালন করতে শুভেচ্ছা বার্তা ব্যবহার করতে পারেন।

অথবা আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের মাঝে কারোর বিবাহ বার্ষিকী থাকলে তাদেরকেও নিচে উল্লেখিত শুভেচ্ছা বার্তা গুলো জানাতে পারেন। তাই আপনার পছন্দমত বিবাহ বার্ষিকী নিয়ে শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করুন এবং বাছাই করুন।

০১
শুভ বিবাহ বার্ষিকী!
তোমাদের জীবনে প্রতিটি দিন যেন প্রেম, সুখ আর আনন্দে ভরে থাকে।
ভালোবাসা ও বন্ধুত্বের এই সুন্দর বন্ধন চিরকাল অটুট থাকুক।
তোমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য রইলো শুভকামনা।

০২
তোমাদের বিবাহ বার্ষিকীর এই বিশেষ দিনে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।
তোমাদের ভালোবাসা যেন চিরকাল অটুট থাকে এবং সুখের আলোয় আলোকিত হয়।
শুভ বিবাহ বার্ষিকী!
০৩
তোমাদের বিবাহ বার্ষিকীতে হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
তোমাদের ভালোবাসার গল্প যেন চিরদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকে।
জীবনের প্রতিটি ধাপ একসাথে অতিক্রম করে সুখে-শান্তিতে থাকো।
শুভ বিবাহ বার্ষিকী!

০৪
তোমাদের সুখী দাম্পত্য জীবন যেন প্রতিদিন নতুন নতুন আনন্দে পূর্ণ হয়।
ভালোবাসা আর শান্তিতে ভরে থাকুক তোমাদের হৃদয়।
শুভ বিবাহ বার্ষিকী!

০৫
শুভ বিবাহ বার্ষিকী!
তোমাদের সম্পর্কের শক্তি ও বিশ্বাস যেন আরও দৃঢ় হয়।
ভালোবাসার মিষ্টি রঙে রাঙানো হোক জীবনের প্রতিটি মুহূর্ত।
তোমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য অনেক অনেক শুভকামনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top