বন্ধু নিয়ে স্ট্যাটাস 2024

বন্ধু নামক মানুষটা আমাদের প্রত্যেকের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বন্ধু হলো মানব জীবনের সবথেকে মূল্যবান একটি উপহার। যার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিসীম। বিশেষ করে জীবনের কঠিন মুহূর্তে, সঠিক নির্দেশনা পেতে, সাহস জোগাতে বন্ধুর গুরুত্ব অপরিসীম।

একটা বন্ধুত্বের সম্পর্ক শুরু হয় সেই শৈশবকাল থেকে যার স্থায়িত্ব যেন মৃত্যুতেও শেষ হয় না। একটি পরিবারের পর আমাদের হাসি, কান্না, সাফল্য এবং ব্যর্থতা একটি বন্ধুই ভাগ করে দেয়। এটি এমন একটি সম্পর্ক, যার কাছে নিজের মনের কথা খুবই স্বাচ্ছন্দে ও নির্ভয়ে বলা যায়।

তাই বন্ধু হচ্ছে আমাদের জীবনের সেই অঙ্গীকার, যা একাকিত্বের অনুভূতি ও গভীর বিষন্নতা দূর করে। তাই মানব জীবনে বন্ধুত্ব অপরিসীম। যদি আপনার ভালো একজন বন্ধু থাকে তাহলে অবশ্যই তাকে উদ্দেশ্য করে বন্ধু নিয়ে স্ট্যাটাস ফেসবুক সহ সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

বন্ধু নিয়ে স্ট্যাটাস

নিজের একাকীত্ব দূর করতে, অভিজ্ঞতা ও সফলতা অর্জনে বন্ধুর গুরুত্ব অপরিসীম। একটা বন্ধুত্বের সম্পর্কে কোন স্বার্থপরতা নেই। রয়েছে হাজার পরিমাণ বিশ্বাস। তাই আমরা আমাদের জীবনের সুন্দর মুহূর্তকে সহজে তখনই উপভোগ করি।

আমাদের অনুভূতি, আবেগের কথা, ব্যর্থতার কথা একজন বন্ধুর কাছে নির্ভয়ে শেয়ার করি। বন্ধু সম্পর্কটা অনেক দামি একটা সম্পর্ক। তবে অবশ্যই এই সম্পর্কের মধ্যে মর্যাদা, ভালোবাসা ও সম্মান থাকতে হবে। আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো একজন ভালো বন্ধু আছে।

তাই প্রত্যেকের উচিত সেই বন্ধুকে যথাযথ সম্মান করা, বন্ধুর বিপদে পাশে থাকা। তার মনের কথাগুলো শোনা। তবে আপনার যদি একজন ভালো বন্ধু থাকে। তাহলে অবশ্যই তাকে নিয়ে তার সম্মানে বন্ধু নিয়ে স্ট্যাটাস এখান থেকে সংগ্রহ করুন। এবং তাকে উদ্দেশ্য করে বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন।

০১
🔐বন্ধুত্ব এমন ভাবে টিকিয়ে রাখ-
যেন কয়েক যুগ পরেও বলে ওরা সত্যি ভালো বন্ধু ছিল।✨

০২
🌈কিছু রাত স্বপ্নের,, কিছু স্মৃতি কষ্টের,,কিছু সময় আবেগের,
কিছু কথা হৃদয়ের,,কিছু মানুষ মনের,, কিছু বন্ধু চিরদিনের..।🖤

০৩
🌻ভালোবাসা তো কয়েক বছরের জন্য কিন্তু বন্ধুত্ব সারা জীবনের জন্য..🖇️✨
০৪
এমন একটা দিন আসবে, কখন আনন্দের মুহূর্তে আর হবে না প্যারা,
তখন কপালে হাত দিয়ে ভাববো, আমার বন্ধুরাই ছিল সেরা..

০৫
বন্ধু তো এমন হওয়া উচিত,
জীবন শেষ হয়ে যাবে কিন্তু ভুলে যাবে না,,,,।🍒✨

বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন

পরিবারের পরে নিজের জীবনের কঠিন পরিস্থিতিকে সামলে দিতে ও কঠিন পরিস্থিতির সহায়ক হিসেবে বন্ধুর গুরুত্ব অপরিসীম। কারণ একজন ভালো বন্ধু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ও অমূল্য উপহার। যা জীবনকে সার্থক ও সফল করে তোলে।

বন্ধুদের সাথে কাটানো মুহূর্তের সব থেকে আনন্দের স্মৃতিময় হয়ে থাকে। একজন ভালো বন্ধুর ঋণ কখনোই পরিশোধ করা যায় না। কারণ বন্ধুর সম্পর্কটা রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি দামি।

আমরা বন্ধুকে নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজের সাথে বন্ধুরছবি, ক্যাপশন ও স্ট্যাটাস শেয়ার করে থাকি। যে স্ট্যাটাসে উল্লেখ থাকতে পারে বন্ধুকে নিয়ে ভালোবাসার কথা, বন্ধুত্বকে সম্মান করার কথা। তাই বাছাই করা কয়েকটি বন্ধু নিয়ে স্ট্যাটাস নিচ থেকে সংগ্রহ করুন।

০১
💜বন্ধু যদি একবার বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গ ছেড়ে দিন-
কারণ যে আপনার বিশ্বাসের দাম দিতে পারেনি সে কখনো আপনার বন্ধু হয়নি।🖤

০২
বন্ধু যতই ভুল করুক বন্ধুকে কখনো ভোলা যাবে না,
বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যাকে কখনো ছাড়াও যাবে না,
কারণ ফুল যতক্ষণ নষ্ট না হবে ওই ফুলের গন্ধও ততক্ষন যাবে না..✨

০৩
যদি বন্ধুত্বও সত্যি হয় তাহলে শুধু টাকা পয়সা নয় দুনিয়ার-
কোন কিছুই বন্ধুত্বের সম্পর্ককে আলাদা করতে পারে না।

০৪
একটি গান ৫ মিনিটের জন্য..একটি সিনেমা ৩ ঘন্টার জন্য..
একটি দিন ২৪ ঘন্টার জন্য.. বাট একটি ভালো বন্ধু সারা জীবনের জন্য..
০৫
এক বছরে দশটা বন্ধু বানানোর সহজ-
কিন্তু একটা বন্ধুকেদশ বছর টিকিয়ে রাখা খুব কঠিন।🖤

স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস

স্বার্থপর বন্ধুরা সবসময় নিজের জন্য সম্পর্ক গড়ে তোলে। তাদের নিজ প্রয়োজনে অন্যদের সাথে চলাফেরা করে। এবং নিজের স্বার্থের আঘাত লাগলে পিছপা হতে দ্বিধাবোধ করেন না।

হাজার বন্ধুত্বের বন্ধনে যখন স্বার্থপরতা এসে পড়ে, তখন সেই সম্পর্কের কোন মূল্যই থাকেনা। স্বার্থপর বন্ধুরা তাদের নিজের সুখ কেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। তারা বিশ্বাস ভঙ্গ করে।

একটা বন্ধুত্বের সম্পর্কে স্বার্থপরতা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। স্বার্থের সম্পর্ক রাখা বড়ই কঠিন। তাই স্বার্থপর বন্ধুকে উদ্দেশ্য করে স্ট্যাটাস ফেসবুক সহ সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

০১
“যে বন্ধু কেবল তোমার প্রয়োজনে তোমার কাছে আসে,
সে বন্ধু নয়, স্বার্থপর ব্যক্তি।”

০২
“সত্যিকারের বন্ধু তোমার সুখে-দুঃখে তোমার পাশে থাকবে।
স্বার্থপর বন্ধু কেবল তোমার সুখের সময় তোমার সাথে থাকবে।”
০৩
⭕⭕স্বার্থপর মানুষ সবকিছুতেই ব্যবসা খুঁজে,
সবকিছুতেই তাদের লাভ লসের হিসাব। 💔

০৪
বন্ধু মানে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু সব বন্ধু এক রকম হয় না।
কিছু বন্ধু থাকে যারা কেবল নিজের সুখের জন্য চিন্তা করে।
এই স্বার্থপর বন্ধুরা আপনার জীবনে বিষ ছড়িয়ে দিতে পারে।

০৫
🌞•━🌿
স্বার্থপরদের কোন দেশ জাতি ধর্ম হয় না-
এদের একটাই পরিচয় ‘নিজের জন্য বাঁচা’।🔴▦

বন্ধু নিয়ে স্ট্যাটাস বাংলা

জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ও উপহার হচ্ছে একজন ভালো বন্ধু। একজন ভালো বন্ধু জীবনের হাজার সমস্যা সমাধান। হাসির সময়, কান্নার সময়, এমনকি বিপদের সময় এই বন্ধু নামক মানুষটি সব সময় পাশে থাকে।

বন্ধুত্ব হল পরিবারের বাইরে অন্য আরেকটি পরিবার। এই বন্ধুত্বের মাধ্যমেই আমরা আমাদের কঠিন সমস্যাকে সহজ করতে পারি। নানাবিদ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি। তাই বন্ধুকে নিয়ে ও বন্ধুত্ব নিয়ে আপনাদের কি স্ট্যাটাস সামাজিক মাধ্যমে উল্লেখ করা যেতেই পারে।

০১
আমাদের বন্ধুত্বটা এমনইকত অভিমান,
কত ঝগড়া তবুও দিনশেষে সেইআবার আগের আমরা..!!🥰

০২
ডিয়ার বেস্ট ফ্রেন্ড, চাইনা কোন এক্স,,চাইনা কোনো নেক্সট,
আমার ভালো থাকার জন্য তোরাই বেস্ট🌻🍒

০৩
বন্ধুত্ব এমন ভাবে টিকিয়ে রাখ যেন কয়েক যুগ পরেও বলে,
ওরা সত্যি ভালো বন্ধু ছিল।

০৪
✨🌸প্রতিটা ছেলের’ই এমন কিছু বন্ধু থাকে-
যাদের সে নিজের ভাইয়ের মতো ভালোবাসে!🫶⚡💫
০৫
💖বন্ধুত্ব খনো হারায় না,
হারিয়ে যাই সেই মানুষটি, যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না 💖

বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস

মানুষের জীবনের সবথেকে ভালো সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব। তবে এ বন্ধুত্ব হতে পারে প্রকৃত বন্ধু আবার হতে পারে শত্রু। তবে সকলেই বন্ধু হওয়ার যোগ্যতা রাখেনা, সবাই সবার বন্ধু হতে পারে না।

আমাদের আশেপাশে অনেক মুখোশধারী বন্ধু রয়েছেন। যারা উপকারী থেকে ক্ষতি করে বেশি। বন্ধু নামক শত্রুরা ভয়ংকর হয়ে থাকে বেশি। বন্ধুত্ব নিয়ে ঠিক তখনই কষ্ট হয়। যখন বন্ধুত্বের সম্পর্ক স্বার্থপরতায় পরিণত হয়।

বন্ধুত্ব হয় ধোঁকাবাজ, আবার কখনো হয় বিশ্বাসঘাতক। তাই যারা বন্ধুত্ব নিয়ে কষ্টের স্ট্যাটাস অনুসন্ধান করছেন। নিজের মনের কষ্টকে অন্যের কাছে শেয়ার করতে চাচ্ছেন। তারা এখান থেকে বাছাই করা কয়েকটি কষ্টের স্ট্যাটাস সংগ্রহ করুন।

০১
বাংলায় একটা প্রবাদ আছে, “সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়।
দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়।
তাই একটি ভালো বন্ধুত্বের জন্য অবশ্যই দুইজন ভালো মানুষ প্রয়োজন।

০২
নিজের কষ্টের মুহূর্তগুলোতে একজন বন্ধু পাওয়া সত্যিই সৌভাগ্যের।
সে যেন ছায়ার মত আপনার পাশে এসে বসবে।
আর বলবে সব ঠিক হয়ে যাবে। ‌

০৩
তুমি জীবনের সবার সাথে বন্ধুত্ব করতে পারবে না।
জীবনে একজন ভালো বন্ধু পাওয়া কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়।
যে একজন ভালো বন্ধু হারায় সেই জানে তার ব্যথা কতটুকু।

০৪
বিশ্বাস যখন ভেঙে যায়,
Sorry কিংবা ক্ষমা করো শব্দটি তখন হাঁস্যকর শোনায়,
বিশ্বাস অনেক বড় একটা জিনিস,
বিশ্বাসের উপর সব ধরনের সম্পর্ক গড়ে ওঠে।

০৫
জীবনের সবাই অন্তত একবার হলেও নিজের বন্ধুর কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়-
অথবা অপমানিত হয়। এটা খুবই দুঃখজনক। এমন বন্ধুত্বের চেয়ে একা থাকা শ্রেয়।

বন্ধু নিয়ে ফেসবুক স্ট্যাটাস

বন্ধুত্ব জীবনের অবিচ্ছেদ একটি সম্পর্ক। বন্ধুত্বের কোন সময়সীমা নেই। বন্ধুত্বের সম্পর্কটা কখনো শেষ হয় না। তো চাইলেই এই সম্পর্কটাকে আলাদা করে দিতে পারে না। সুখে এবং দুখে সবসময় এই প্রিয় বন্ধুকেই কাছে পাওয়া হয়।

কোথাও ঘুরতে গেলে সাথে বন্ধু থাকে, কোথাও আড্ডা দিতে গেলে বন্ধু থাকে, বিপদের পাশে এই বন্ধুই এগিয়ে আসে। তাই প্রত্যেকের উচিত বন্ধুকে বন্ধুত্বের কথা জানিয়ে দেওয়া।

বন্ধুত্বের ভালোবাসা প্রকাশে তাকে উদ্দেশ্য করে ফেসবুকে সুন্দর একটি স্ট্যাটাস দেওয়া। অথবা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের বন্ধুত্বের কথা অন্যের কাছে শেয়ার করা।

০১
তুমি তখনই সফল যখন তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো-
একজন বন্ধু পাশে থাকবে।🌻🍒

০২
হৃদয়ের কাছে থাকা বন্ধুগুলো যদি-
বিশ্বাসঘাতকতা করে কলিজাটা ছিড়ে চলে যায়।

০৩
শুধু এই জীবনে নয় এর পরে যদি কোন জীবন থাকে-
তাহলে আমি যেন তোরই বন্ধু হয়ে থাকতে পারি।✨
০৪
জীবন চলার পথে অনেক সম্পর্ক তৈরি হয়।
কিন্তু সেসব সম্পর্কগুলো থেকে সবচেয়ে দামি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব।

০৫
জীবনের এক সঠিক বন্ধু পাওয়া যায় স্কুল জীবনে।
আর এক সঠিক বন্ধু পাওয়া যায় কর্ম জীবনে।

কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস

ছোট এই জীবনে একজন ভালো বন্ধু অক্ষরে যেন বন্ধু পাওয়া জীবনের সবচেয়ে বড় একটি উপহার। একজন কলিজার বন্ধু বড় একজন ভাইয়ের সমান।

সুখে দুঃখে এমনকি যেকোন বিপদে একজন কলিজার বন্ধু কোন প্রকার স্বার্থ ছাড়াই এগিয়ে আসে। প্রতিটা মানুষের জীবনের বন্ধুত্বের সম্পর্কটা রক্তের সম্পর্ক থেকেও মূল্য।

আপনার কোন কলিজার বন্ধু থাকলে তাকে উদ্দেশ্য করে সুন্দর একটি স্ট্যাটাস আপনারা সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন। অথবা তার ইনবক্সে সুন্দর একটি স্ট্যাটাস এখান থেকে সংগ্রহ করে পাঠিয়ে দিতে পারেন।

০১
🐰হারিয়ে যাক সবকিছু তবু ও তুই আমার পাশে থাকিস..🦋😇🖤
🖤 তোকে ছাড়া আমার জীবনটা অন্ধকার ❤️
০২

একজন ভালো কলিজার বন্ধু জীবনের শ্রেষ্ঠ উপহার।
যে উপহারটা সবার কপালে থাকে না।

০৩
বন্ধু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লকার যেখানে আপনি দুনিয়ার-
সব কিছু বলতে পারেন নির্দ্বিধায়, বন্ধু পৃথিবীর সবচেয়ে দামি ব্যাংক-
হুট করে পকেট থেকে টাকা বের করে নিতে পারেন।

০৪
︵🙃কলিজার বন্ধুদের সাথে আড্ডা গুলো,
জীবনের বড়ো আনন্দের মুহূর্ত,
যা কখনো ভুলে থাকা যায় না।🥺😘
০৫
তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top