দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস ২০২৪

দেশ ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করলেই সবার পূর্বেই নিজের পরিবার, প্রিয়জন, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের কথা মনে পড়ে। কারণ সকলেই জানে দেশ ছেড়ে চলে যাওয়ার মাঝে কতটা কষ্ট থাকে। তবে নিজের এবং পরিবারের ভাগ্য পরিবর্তন ও উন্নত জীবন যাপনের জন্য অনেকেরই বাধ্য হয়ে নিজ দেশ পরিত্যাগ করতে হয়।

যারা দেশ ছেড়ে চলে যায়, তাদের বেশিরভাগই মনের ভিতর অনেক কষ্ট এবং অনুভূতি লুকিয়ে রাখেন। যেগুলো তারা বিভিন্নভাবে কষ্ট এবং অনুভূতিকে অনেকের কাছে প্রকাশ করার চেষ্টা করে থাকে। তবে বেশিরভাগই লক্ষ্য করা যায় অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস শেয়ার করেন।

তাই আপনি যদি দেশ ছেড়ে নতুন চলে যাচ্ছেন। এবং প্রিয়জন ও বন্ধুবান্ধব দেরকে উদ্দেশ্য করে নিজের মনের কথা ও দেশ ছেড়ে চলে যাওয়ার কথা জানাতে চান। তাহলে আজকের এই সম্পূর্ণ পোস্ট থেকে চমৎকার এবং বাছাই করা দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন।

দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস

প্রকৃত যোদ্ধা হচ্ছেন তারাই, যারা দেশ, প্রিয়জন, পরিবার ও বন্ধুবান্ধব কে ছেড়ে প্রবাসে বসবাস করছেন। তবে যারা নতুন করে প্রবাসে চলে যাচ্ছেন এবং দেশ ছেড়ে বিদায় নিতে যাচ্ছেন। প্রকৃতপক্ষে সেই দেশ ছেড়ে চলে যাওয়া ও বিদায়ের সময় টা অনেকটা কষ্টের।

তাই দেশ ছেড়ে যে সকল ভাইয়েরা জীবিকার উদ্দেশ্যে, নিজ পরিবার, প্রিয়জন ও বন্ধুবান্ধবদেরকে ছেড়ে চলে যায়। তাদের মনের ভিতর যে কষ্ট, হাহাকার লুকায়িত থাকে। যা তাদের ছাড়া সে কষ্ট কেউ বুঝতে পারে না। তবে নিজের মনের কষ্টকে কিছুটা হালকা করতে অনেকেই দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস শেয়ার করে থাকেন।

তাই আপনিও চাইলে দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে বিভিন্ন ধরনের কথা এবং স্ট্যাটাস এই সম্পূর্ণ পোস্ট থেকে পেয়ে যাবেন। যে স্ট্যাটাস গুলো সত্যিই আপনাকে আপনার দেশ ছেড়ে চলে যাওয়াকে স্মৃতি হিসেবে রেখে দিবে।তাই পছন্দ মত নিচ থেকে দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস সংগ্রহ করুন।

০১
প্রিয় জন্মভূমি ছেড়ে, স্বপ্ন পূরনের আশায় নতুন একটি দেশে আমার পথ যাত্রা।
দেখা হবে আবার আমার জীবনের সফলতার গল্প নিয়ে।

০২
“যখন দেশ ছেড়ে পাড়ি জমাই,
তখন মনে হয় এক নতুন অধ্যায়ে পা রাখলাম। 🇧🇩➡️🌏

০৩
জীবিকার চাহিদার দেশ ছেড়েছি,
কিন্তু এই দেশে কাটানো প্রত্যেকটা মহূত আমার মনে গেঁথে থাকবে।
তোমাকে অনেক মিস করবো আমার জন্মভূমি।
০৪
কত স্মৃতি আমার এই দেশে, আমার এই ছোট্ট গ্রামে।
আমি আবার ফিরে আসবো কোন এক জীবন বদলানোর গল্প নিয়ে।

০৫
বিদেশে যাচ্ছি
—কিন্তু ঘরের ভালবাসা ও দেশের প্রতি শ্রদ্ধা কখনও ভুলব না।

বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস

প্রিয় মাতৃভূমি, প্রিয় মানুষ, ও বন্ধু-বান্ধবদেরকে ছেড়ে নিজ দেশ পরিত্যাগ করে বিদেশ যাওয়া সত্যিই অনেকটা কষ্টের ও হৃদয়বিদারক অনুভূতি। কিন্তু জীবিকার তাগিদে ও প্রয়োজনে অনেকেরই বিদেশে যেতে হয়। এবং নিজ দেশকে বিদায় দিয়ে বিদেশের বাড়িতে পাড়ি জমাতে হয়।

তাই প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যাওয়ার কষ্ট কে অনেকে ভুলে যেতে ও স্মৃতি হিসেবে রেখে দিতে। অনেকেই বিদেশে যাওয়ার বিদায়ের সময়টুকু বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে উল্লেখ করে থাকেন। তাই নিচে বেশ কিছু বাছাই করা বিদেশ যাওয়ার বিদায় স্ট্যাটাস তুলে ধরা হয়েছে।

০১
কত যে ভালোবাসি এই দেশ, কিন্তু বাধ্য হয়েই করতে হয় বিদেশ ভ্রমণ,
সবাই দোয়া করবেন আমার যাত্রা যেন শুভ হয়! বিদায় হে প্রিয় জন্মভূমি।

০২
নিজের দেশকে জানার সর্বোত্তম উপায় হলো,
নিজের দেশ ছেড়ে অন্য দেশে গমন করা।
– হ্যারি রোলিন্স
০৩
দেশ ছাড়ার কষ্টগুলো একদিন, এক চিমটি সুখের বিনিময়ে বেঁচে দিবো।
যত কষ্ট আসুক আমাকে সফল হতেই হবে। আমি সফল হয়ে দেখাবো।

০৪
কত যে ভালোবাসি এই দেশ, কিন্তু বাধ্য হয়েই করতে হয় বিদেশ ভ্রমণ,
সবাই দোয়া করবেন আমার যাত্রা যেন শুভ হয়! বিদায় হে প্রিয় জন্মভূমি।

০৫
“বিদায় কখনো সহজ হয় না, কিন্তু নতুন শুরু অপেক্ষা করে থাকে।
তোর জন্য সব শুভকামনা, কোথাও থাকো না কেন, সফলতা যেন তোর সঙ্গী হয়। 

বন্ধু বিদেশ যাওয়ার স্ট্যাটাস

নিজে বিদেশে যেতে না পারলেও আমাদের আশেপাশের প্রায় সকলের কোনো না কোনো বন্ধু বিদেশে চলে গিয়েছেন। আবার অনেকের বন্ধু বিদেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। বন্ধু হচ্ছেন জীবনের একটি অবিচ্ছেদ্য সম্পর্কে।

যাদের সাথে শৈশব থেকে একদম বড় হওয়া পর্যন্ত জীবনে কাটানো খুবই সুন্দর মুহূর্ত থাকে। বন্ধু বিদেশে যাওয়ার সময় সে কথা এবং কাটানো মুহূর্তগুলো অনেকটাই বেশি মনে পড়ে যায়।

তাই অনেকে বন্ধু সেই বিদায় সময়টুকু কে আবেগ, অনুভূতি কে তুলে ধরতে বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করেন। তাই আপনিও এখান থেকে চমৎকার কিছু স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন।

০১
যে বন্ধুর সাথে জীবনের প্রতিটা মুহূর্তের গল্প অনায়াসে শেয়ার করা যায়,
তাকে বিদায় বলাটা সত্যিই অনেক কষ্টের ব্যাপার।
তোর প্রবাস জীবন অনেক সুখের হোক এ প্রত্যাশাই করি সব সময়।”

০২
“আজ থেকে তুই অন্য দেশের আকাশের নিচে,
কিন্তু আমাদের বন্ধুত্বের আকাশ কখনো কমবে না। ❤️

০৩
বিদেশ যাত্রা শুভ হোক, আশা করি তুই আবার আমাদের মাঝে ফিরে আসবি।
আবার আমাদের আড্ডা, মাস্তি, চিল সব হবে।

০৪
যেতে নাহি দেবো, তবু যেতে দিতে হয়।
বন্ধু, তোর বিদেশ যাত্রা শুভ হোক, সেই কামনা করি।
০৫
বন্ধু তুই বিদেশ যাওয়ার পর থেকে কেউ আর আমাকে তোর মত করে খোঁজখবর নেয় না।
তোর অভাবটা কেউ পূরণ করতে পারবে না রে।
তোর এই হতভাগা বন্ধুর কথা মনে করে দ্রুত আবার দেশে ফিরে আয় বন্ধু।

ছোট ভাই বিদেশ যাওয়ার স্ট্যাটাস

ছোট ভাই বিদেশে যাবে এর থেকে আনন্দের আর কি হতে পারে। কারণ ছোট ভাইয়ের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। নতুন চ্যালেঞ্জ ও নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে বিদেশ চলে যাচ্ছে।

তাই ছোট ভাইকে উদ্দেশ্য করে অনেকেই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তা সহ বিভিন্ন উপদেশামূলক বিভিন্ন কথা শেয়ার করে থাকেন। তাই আপনিও যদি আপনার ছোট ভাইয়ের বিদেশ যাওয়া নিয়ে কিছু বলতে চান। তাহলে নিজ থেকে স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারেন।

০১
“যে ভাই আজ দেশের মাটি ছাড়ছে,
সে একদিন বিশাল কিছু অর্জন করবে! আমার শুভেচ্ছা রইল ছোট ভাই।

০২
তুই আমার রক্তের বাঁধন। তোকে ছাড়া আমাদের চলতে একটু কষ্ট হবে।
কিন্তু ভবিষৎ এর কথা ভেবে তোকে প্রবাসে পাঠানো। একটু কষ্ট মেনে নি ভাই। তুই সফল হবি।

০৩
তোর বিদেশ যাওয়াটা আমি কোনভাবে নিতে পারছি না।
তুই আমাদের ছোট ভাই, আমাদের সবার আদরের।
তুই আমাদের চোখের মনি। আজ তোর বিদেশ যাত্রা শুরু।
তোর বিদেশ যাত্রা শুভ হোক।

০৪
বিদেশে নতুন জীবন শুরু করতে যাচ্ছিস।
তুই সফল হবি জীবনে, তোর জন্য মন খুলে দোয়া রইলো আমার আদরের ভাই।
০৫
আজ আমাদের সবার আদরের ছোট ভাইটির জীবনে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে,
সবাই তার জন্য দোয়া করবেন। তার বিদেশ জীবন যেনো সুখের ও সুন্দর হয়।

নিজে বিদেশ যাওয়ার স্ট্যাটাস

প্রায় সকলেই তার নিজ বিদেশ যাওয়ার মুহূর্তগুলোকে বিভিন্ন সামাজিক মাধ্যমে স্ট্যাটাস আকারে তুলে ধরে থাকেন। যেখানে সেই স্ট্যাটাস গুলোতে বিভিন্ন অনুভূতি, দেশ ছেড়ে চলে যাওয়ার কষ্ট সহ প্রিয়জনদেরকে মিস করা নিয়ে বিভিন্ন বার্তা থাকে।

তাই আপনি যদি এরকম নিজের বিদেশে যাওয়ার বিভিন্ন স্ট্যাটাস অনুসন্ধান করে থাকেন। তাহলে নিচ থেকে সবথেকে সেরা এবং বাছাই করা নিজে বিদেশে যাওয়ার স্ট্যাটাস গুলো এখান থেকে সংগ্রহ করুন।

০১
প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাওয়াই প্রবাসীর জীবনের নীতি।
সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে দেশ ছেড়ে বিদেশ যাচ্ছি।

০২
আমি জানি, জন্মভূমি ছাড়া আর কোথাও শান্তি নাই,
তবু যেতে হবে, বিদায় নিতে হবে প্রিয় দেশ থেকে।
০৩
একদিন তো ফিরে আসবো আমার দেশে,
সেই স্বপ্নই বুকে নিয়ে আজ দেশ ছেড়ে বিদেশে রওনা।

০৪
এটা শুধু দেশ ছাড়ার গল্প নয়, এটা জীবনের এক নতুন অধ্যায়ের শুরু!
আশা করি সব কিছু ভালো হবে।

০৫
দেশ ছাড়ছি, কিন্তু জানি—এটাই সেই সুযোগ,
যা আমাকে নতুন কিছু শেখাবে এবং আমাকে আরও শক্তিশালী করবে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top