ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে

উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাতায়াত করার ক্ষেত্রে মেডিকেল ভিসা তৈরি করতে হয়। ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে তা দূতাবাসে কাজের চাপের উপর নির্ভর করে।

বর্তমানে অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজার থেকে https://www.ivacbd.com/ ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।

অতঃপর যাবতীয় তথ্য প্রদান করে আবেদন পত্র সাবমিট করতে হবে। আবেদন পত্র সাবমিট করে বিকাশ/ নগদ/ রকেট/ উপায় বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যায়।

ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে

সাধারণত ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে তা জমাকৃত কাগজপত্রের উপর নির্ভর করে। সকল কাগজপত্র সঠিক ভাবে জমা দিলে দ্রুত ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাওয়া যায়।

বর্তমানে সকল কাগজপত্র ঠিক থাকলে মাত্র ৫ দিন থেকে ৭ দিনের মধ্যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পাওয়া যায়। তবে কাগজপত্র ভুল থাকলে মেডিকেল ভিসা পেতে ১০ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

তবে জরুরী ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হলে বাংলাদেশী ডাক্তারের প্রত্যায়ন পত্রের সাহায্যে দ্রুত চিকিৎসার জন্য আবেদন করলে ৩ দিনের মধ্যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা তৈরি করা যায়।

ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

সাধারণত ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করতে বাড়তি কাগজপত্রের প্রয়োজন হয় না। তবে মেডিকেল ভিসার ক্ষেত্রে কয়েকটি কাগজপত্র অবশ্যই জমা দিতে হয়। যেমন-

  • বাংলাদেশী ডাক্তারের স্বাক্ষরিত প্রেস্ক্রিপশন।
  • ৬ মাস মেয়াদী বৈধ বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি।
  • জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
  • বর্তমান এবং স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বা গ্যাস বিলের ফটোকপি।
  • ন্যূনতম ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট।( প্রয়োজন হলে জমা দিতে হবে)

ইন্ডিয়ান মেডিকেল ভিসার মেয়াদ কতদিন

সাধারণত ইন্ডিয়ান মেডিকেল ভিসার সাহায্যে প্রাথমিক ভাবে ৩০ দিন থেকে ৬০ দিন পর্যন্ত অবস্থান করা যায়। তবে রোগীর জটিলতা বেড়ে গেলে ইন্ডিয়ান ভিসার মেয়াদ বৃদ্ধি করা যায়।

এক্ষেত্রে ইন্ডিয়ান দূতাবাসে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। রোগীর জটিলতার উপর ভিত্তি করে ইন্ডিয়ান মেডিকেল ভিসার সাহায্যে ন্যূনতম প্রায় ১৮০ দিন পর্যন্ত ইন্ডিয়া অবস্থান করা যায়।

ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ

বর্তমানে স্বল্প মেয়াদী ইন্ডিয়ান মেডিকেল ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৬ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

অপর দিকে দীর্ঘমেয়াদি ইন্ডিয়ান মেডিকেল ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় ৮ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।

সাধারণত ইন্ডিয়ান মেডিকেল ভিসা তৈরি করতে প্রাথমিক ভাবে ন্যূনতম প্রায় ১০০০ টাকা ভিসা আবেদন ফি এবং ন্যূনতম প্রায় ৫০০ টাকা ভিসা প্রসেসিং ফি প্রদান করতে হয়।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

সাধারণত ইন্ডিয়ান মেডিকেল ভিসা চেক করতে পাসপোর্ট নাম্বার প্রয়োজন হয় না। ইন্ডিয়ান মেডিকেল ভিসার ডেলিভারি স্লিপে থাকা ওয়েব ফাইল web file নাম্বারের সাহায্যে মেডিকেল ভিসা চেক করা যায়।

এক্ষেত্রে প্রথমত একটি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ইন্ডিয়ান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে www.passtrack.net প্রবেশ করতে হবে।

অতঃপর রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন (Regular Visa Application) অপশনে ক্লিক করে প্রথম ফাঁকা ঘরে ওয়েব ফাইল (web file) নাম্বার সঠিক ভাবে বসাতে হবে।

ওয়েব ফাইল নাম্বার বসিয়ে দ্বিতীয় ফাঁকা ঘরে ক্যাপচা কোড সঠিক ভাবে পূরণ করে সাবমিট (Submit) অপশনে ক্লিক করলে ইন্ডিয়ান মেডিকেল ভিসা স্ট্যাটাস প্রদর্শিত হবে।

শেষ কথা

ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে তা ইন্ডিয়ান দূতাবাসের নীতিমালার উপর নির্ভর করে। পূর্বের তুলনায় ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিমানের জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার খরচ পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top