মানব জীবনে একজন মানুষ বিভিন্নভাবে অবহেলা শিকার হয়ে থাকেন। তবে বর্তমানে সব থেকে বেশি ভালোবাসার প্রিয় মানুষদের কাছ থেকে অবহেলার স্বীকার হয়ে থাকেন। এমনকি পরিবার ও বন্ধু-বান্ধবদের কাছ থেকেও মানুষ দারুনভাবে অবহেলিত হয়ে থাকে।
তবে এই অবহেলা গুলো একজন অবহেলিত মানুষের জীবনে ও মনে গভীর দাগ কেটে যায়। যা ওই অবহেলার কথা ও অনুভূতিগুলো মৃত্যুর আগ পর্যন্তই থেকে যায়। কেউ অবহেলার কথা অন্যের কাছে শেয়ার করে। আবার কেউ অন্যের কাছে খুব সহজেই প্রকাশ করে।
তবে বেশিরভাগই সে অবহেলিত হওয়ার ঘটনা ও কথাটি নিজের মধ্যেই লুকিয়ে রাখে। আবার অনেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে অবহেলার কষ্টের স্ট্যাটাস বা অবহেলার একটি স্ট্যাটাস দিতে পছন্দ করেন। ঠিক তাদের জন্য বেশ কিছু বাছাই করা একটি এই পোস্টে তুলে ধরা হয়েছে।
অবহেলার স্ট্যাটাস
কষ্ট হলেও মানতে হবে, পুরাতন হলেই অবহেলা বেড়ে যায়। হোক সেটা কোনো জিনিস বা সম্পর্ক। বর্তমান যুগের ছেলেমেয়েরা প্রেম নামক সম্পর্ক ও ভালোবাসার নামে অনেকটাই অবহেলিত হচ্ছে।
এমনকি দিনের পর দিন ভালবাসার মানুষদের দ্বারা অবহেলার শিকার হচ্ছে। তবে এই অবহেলা কতটাযে যন্ত্রণাদায়ক, এটা শুধু তারাই বুঝে, যারা প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে।
কারণ মানুষের জীবনে অবহেলের চেয়ে কষ্টের আর কিছুই হতেই পারে না। যার পরিপ্রেক্ষিতে অনেকেই অবহেলার স্ট্যাটাস অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য বাছাই করে এখানে কয়েকটি স্ট্যাটাস তুলে ধরা হয়েছে।
০১
কাউকে অবহেলা করলে কতোটা কষ্ট হয়,
তুমি তা সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে।
০২
☹💔🥀আজ যে মানুষটাকে অবহেলায় দূরে ঠেলে দিলে,
যেদিন সে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে,
সেদিন বুঝবে তুমি অবহেলায় কাকে হারিয়ে ফেলেছ তুমি। ☹💔🥀
০৩
মানুষ বড় বিচিত্র!!! যে অবহেলা করে তার পিছনে সে দৌড়ায়..!
আর যে তাকে গুরুত্ব দেয়, তাকে সে অবহেলা করে।
০৪
অবহেলা পাওয়ার পরই মানুষ বুঝতে পারে-
গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গেছিলো..😅💔🥀
০৫
☹💔🥀কাউকে অবহেলা করা কতোটা কষ্টের তুমি আজ বুঝতে পারছ না,
তুমি সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে।☹💔🥀
অবহেলার কষ্টের স্ট্যাটাস
মনের ভিতরে জমে থাকা অদৃশ্য অবহেলাগুলো গভীর ক্ষত সৃষ্টি করে। মানুষ বিভিন্ন কারণে বিভিন্নভাবে কষ্ট পেয়ে থাকে। তবে অবহেলার কষ্ট সব থেকে বেশি মারাত্মক ও বেদনাদায়ক। মানে সবকিছুই সহ্য করতে পারে কিন্তু অবহেলার কষ্ট সহ্য করতে পারেনা।
তবে একজন ব্যক্তি চাইলে ছোট্ট একটি অনুভূতি প্রকাশের মাধ্যমে মনের গভীর থেকে আসা ব্যথা, ক্ষোভ, এবং একাকিত্বটা কে খুব সহজেই দূর করতে পারে। এছাড়াও অবহেলার কষ্ট আমাদের হৃদয়ে এক গভীর দাগ ফেলে, যা কখনো মুছে যায় না।
তবে এই অবহেলার কষ্ট কে বিদায় দিতে একটি স্ট্যাটাস অন্যের কাছে প্রকাশ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম। অথবা নিজে নিজেই সুন্দর একটি অবহেলার স্ট্যাটাস পড়ে নিন। যারা যারা নিজের কষ্টকে প্রশমিত ও লাঘব করতে সাহায্য করে।
০১
অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নেবে,
সেদিন বুঝবে অবহেলা কতোটা সাংঘাতিক।
০২
কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ নিজের..!!
কারন তুমি তার থেকে বেশী আশা করে ফেলেছো।
০৩
যার কাছে তুমি নিজেকে যতো বেশী প্রকাশ করবে,
তার কাছেই তুমি সব থেকে বেশী অবহেলিত হবে!
০৪
কপালে অবহেলা লেখা থাকলে,
হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না।
০৫
——-সহজে যেটা পেয়ে যায় 🌺
🌼—সেটার প্রতি অবহেলা টাও বেড়ে যায়💔🦋
মন খারাপের অবহেলা নিয়ে স্ট্যাটাস
আমরা মানুষ সাধারণত নিজেদের মন খারাপের সময়কে অনেকটাই অবহেলা করে থাকি। তবে এটি আমাদের শারীরিক ও মানসিক অবস্থার অবনতির জন্য সব থেকে কি গুরুত্বপূর্ণ কারণ। একজন মানুষের মন খারাপ বিভিন্ন কারণে হতে পারে।
এছাড়াও দীর্ঘস্থায়ী হয় মন খারাপ ধাপে ধাপে ডিপ্রেশন এবং পরবর্তীতে মানসিক সমস্যার জন্ম দিতে পারে। তাই মন খারাপের সময় কি অবহেলা না করে গুরুত্ব দেওয়া উচিত। এবং গুরুত্ব দিতে সুন্দর একটি স্ট্যাটাস পড়তে পারেন। এছাড়া অন্যদেরকে শেয়ার করতে পারেন।
০১
অবহেলা জিনিসটা ঠিক তখনই বোঝা যায়,
যখন Seen হওয়া মেসেজ এর কোন Reply আসে না..-:)😅💔
০২
যারা অভিনয় করে, তারাই সঠিক ভালোবাসা পায়।
আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু অবহেলা পায়..!!
০৩
কষ্ট হলেও মানতে হবে, পুরাতন হলেই অবহেলা বেড়ে যায়।
হোক সেটা কোনো জিনিস বা সম্পর্ক।
০৪
আঘাত পেলে নিজেকে পরিবর্তন করা যায়,
কিন্তু অবহেলা পেলে কাউকে ভুলে থাকা যায় না।
০৫
অবহেলা বোঝার জন্য মুখেরভাষার প্রয়োজন হয় না
,,,ব্যবহার যথেষ্ট..😅🌸💔
প্রিয় মানুষের অবহেলা নিয়ে উক্তি
প্রিয় মানুষের অবহেলা কথাটি শুনতেই কেমন বেদনাদায়ক অনুভূতি, যন্ত্রণা, হতাশা এবং অসহায়ত্বের অনুভূতির কথা ভেসে ওঠে। মানুষ সবকিছুই সহ্য করতে পারে। কিন্তু প্রিয় মানুষের দেওয়া অবহেলা কখনোই সহ্য করতে পারে না।
প্রিয় মানুষের অবহেলা একজন মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। যা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই চেষ্টা করা উচিত প্রিয় মানুষকে যত্ন নেওয়া, মনের গভীর থেকে ভালোবাসা। তবে যারা প্রিয় মানুষদের দ্বারা অবহেলিত।
এবং নিজের মনের কথা কোনভাবেই শেয়ার করতে পারছেন না। তারা চাইলে একটি একটি উক্তি ও স্ট্যাটাসের মাধ্যমে অন্যের কাছে শেয়ার করতে পারেন। তাই নিচে বেশ কিছু প্রিয় মানুষের অবহেলা নিয়ে উক্তি তুলে ধরা হয়েছে।
০১
🌸༅༎•
─ বদলায়নি শহর!!━❞
বদলায়নি শহরের মানুষ কিংবা শহরের চিত্র!!━❞
শুধু বদলে গেছে প্রিয়সীর মন∙──❞
ɭɭღ༎۵🦋
০২
☛──•─আমার না বলা কথা গুলোবলে দিয়েছি বাতসে-
তুমি শুনে নিয়ো কোনো একশুভ্র সকালে…•ɭɭღ༎۵🦋
০৩
এতটা অবহেলা করিও না প্রিয়,
হারিয়ে গেলে খুঁজে পাবেনা… 💔
০৪
🌺🦋༄࿐༅༎•─পূর্ণিমার চাঁদ হয়ে এসেছিলে তুমি আমার কাছে।
ভালোবেসে জায়গা দিয়েছিলাম আমার হৃদয়ে।
প্রতিদান দিয়েছো তুমি অমাবস্যা হয়ে…..•══❥𝄞
০৫
۵㋛︎༊༎༊༎ •─হয়তো একদিন সব ইচ্ছে পূরণ হবে-
কিন্তু তুমি বিহীন আমার পৃথিবীটা মহাশূন্য হয়ে থাকবে∙──❞— ღ۵
ব্যস্ততা অবহেলা নিয়ে স্ট্যাটাস
মানুষ পার্থিব জীবনে অনেকটাই ব্যস্ত। তবে কিছু কিছু মানুষ জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে। সে পাশের প্রিয় মানুষরা সে ব্যস্ততার কারণে নিজেদেরকে অবহেলিত মনে করেন।
এবং সেই অবহেলা পরিমানটা এতটা বৃদ্ধি পায় যে, যেটা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। হয়তো অনেকেই অন্য কারো দ্বারা ব্যস্ততা নিয়ে অনেকটা অবহেলিত হয়ে থাকেন। এবং অবহেলা কষ্ট পেয়ে একাকীত্ব বোধ করেন।
যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অন্যের কাছে সে কষ্ট মনের কথা শেয়ার করে থাকে। এবং বর্তমানে স্ট্যাটাসের মাধ্যমে মনের কথা অন্যের কাছে শেয়ার করা অন্যতম একটি মাধ্যম। তাই নিচে বেশ কিছু ব্যস্ততা অবহেলা নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হয়েছে।
০১
কিছু মানুষ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়-
আবার কেউ কেউ সারাদিন নিজেকে ব্যস্ত রেখে ও কিছুই ভুলতে পারে না।
০২
কাউকে এতটা ব্যস্ততা দেখিও না,, যাতে সে অপেক্ষা করতে করতে,,
তোমাকে ছাড়াই বেঁচে থাকা শিখে যায়.. মানুষ মানুষকে ভুলে যায় না
বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় 🥲😅🥀
০৩
প্রকৃতপক্ষে ব্যস্ত কেউই নয় যার যাকে যতটা প্রয়োজন,
যে যাকে যত বেশি অগ্রাধিকার দেবে,সে তাকে ততটাই গুরুত্ব দেবে,
সেখানে ব্যস্ততার অজুহাত থাকে না এটাই কঠিন বাস্তব।
০৪
ব্যস্ত থাকা ভালো কিন্তু এতটাও নয় যে আপনার ব্যস্ততার কারণে-
আপনার প্রিয়জন নিজের গুরুত্ব হারাবে এবং নিজেকে অবহেলিত মনে করবে।
০৫
ღ´–ღ´-স্বপ্ন দেখি একদিকে
বাস্তবতা নিয়ে যায় অন্য দিকে.. 💔😞🥀☜
বন্ধুর অবহেলা নিয়ে স্ট্যাটাস
বন্ধুত্ব বা একজন বন্ধু মানব জীবনের অবিচ্ছেদ্য একটি সম্পর্ক। পৃথিবীর সকল সম্পর্ককে হার মানিয়ে দেয়। বন্ধুর সাথে হাসি, কান্না, আনন্দ সব কিছুই করা যায়। জীবনের অন্যতম একটি অংশ এই বন্ধুদের মাঝে লুকিয়ে থাকে।
তাই প্রিয় মানুষদের অবহেলা যেমন কোনো মানুষ সহ্য করতে পারে না। তেমনি কোন বন্ধুর অবহেলা এখন কিন্তু কোন ভাবেই যা সহ্য করতে পারে না। একজন প্রকৃত বন্ধু যখন অপর বন্ধুকে অবহেলা করে, তখন তার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে।
তবে পৃথিবীর মধ্যে বন্ধুত্ব হচ্ছে সবচাইতে বড় অর্জন। তাই বন্ধুত্বকে যথাযথ সম্মান করা উচিত। তাদেরকে ভালোবাসা উচিত। তবে মনে ক্ষুন্ন হয়ে যারা বন্ধুর দেওয়া অবহেলা নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করছেন। তারা নিচ থেকে সংগ্রহ করুন।
০১
বন্ধুত্ব, এটা একটা কঠিন জিনিস, এটার মূল্য সবাই দিতে জানে না…
আর বন্ধু, মেসেজ না করোস কিন্তু ভুইলা যাইছ না 🥀
০২
ღ´-নিজের বেস্ট ফ্রেন্ডটা যখন ইগনোর করে,
তখন পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে😞💔🥀
০৩
dear best friend,
সত্যিই খুব অসহায় বোধ করি,,😅💔
যখন তুই অবহেলা করছ..😞💔
০৪
dear best friend,
তুই আমাকে কখনো বুঝলি না,
আর আমিও তোকে বোঝাতে পারলাম না
যে আমি তোকে কতটা ভালোবাসি 🥀
০৫
এই শহরে শুধু প্রেম নয়,
বন্ধুত্ব ভেঙে যায় একটু অবহেলায়..😅
অবহেলা ফেসবুক স্ট্যাটাস
অবহেলা হচ্ছে মানুষ সমাজের একটি সামাজিক এবং মানবিক সমস্যা। একজন মানুষের দ্বারা অপরজনের যে অবহেলা তা একাকীত্ব, হতাশা ও আত্মবিশ্বাসের অভাব জন্মানোর সব থেকে বড় কারণ।
আমাদের সমাজে মানুষের প্রতি মানুষের অবহেলার পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে অবহেলার কারণে একজন মানুষ অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন। যার পরিপ্রেক্ষিতে সেই কষ্টকে ভুলে যেতে অন্যের কাছে শেয়ার করেন।
এমনকি অনেকেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিতে অনেকটা স্বাচ্ছন্দ বোধ করেন। তাই যে সকল ব্যক্তি অবহেলা ফেসবুক স্ট্যাটাস অনুসন্ধান করছেন। তারা নিচে থেকে বাছাই করা কয়েকটি স্ট্যাটাস সংগ্রহ করুন।
০১
যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না,
জোটে শুধু পৃথিবী সমান অবহেলা।
০২
☹💔🥀কেউ অবহেলা করে তোমায় দূরে ঠেলে দিলে, দোষ তার নয়, তোমার।
কারন, তুমি ভুল মানুষের পিছনে সময় নস্থ করছ। ☹💔🥀
০৩
কষ্ট হলেও মানতে হবে,,পুরাতন হলেই অবহেলা বেড়ে যায়..!!-:)
😅💔হোক সেটা কোন জিনিস বা সম্পর্ক
০৪
আজকে যাকে তুমি অবহেলা করছো, কিছুদিন পর আবার তাকেই খুঁজবে,
আফসোস করবে, তবে তাকে আর পাবে না ।
০৫
অবহেলা কতটা যন্ত্রণাদায়ক এইটা
শুধু তারাই বুঝে,,,,
যারা প্রতিনিয়ত অবহেলিত…।