যে কোন পরীক্ষা একজন ছাত্র এবং ছাত্রীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তার থেকে গুরুত্বপূর্ণ সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তবে পরীক্ষায় পাশ করার জন্য যথাযথ পড়াশোনা ও সুন্দর প্রস্তুতির বিকল্প নেই। এবং তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করা। এবং পরীক্ষায় পাশ করার দোয়া চাওয়া।
অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা অনেক পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। এবং পরীক্ষায় পাস করতে পারে না। এক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রীর বেশ কিছু আমল এবং দোয়া পড়লে অবশ্যই পরীক্ষায় পাশ করতে পারবে। তবে অবশ্যই পড়াশোনা করার পাশাপাশি পরীক্ষায় পাশ করার দোয়া শিখে নিতে হবে। আশা করা যায় যে কেউ পরীক্ষায় খুব সহজে পাস করতে পারবে।
পরীক্ষায় পাশ করার দোয়া
সফলতা পেতে হলে অবশ্যই আল্লাহ তায়ালার রহমত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই একজন ছাত্র বা ছাত্রীর জন্য আল্লাহর রহমত এবং সাহায্য চাওয়া আবশ্যক। এক্ষেত্রে পরীক্ষায় পাস করার জন্য বেশ কিছু দোয়া রয়েছে। যে দোয়াগুলো নিয়ম অনুযায়ী পাঠ করলে অবশ্যই মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে সাহায্য আসে।
এর মধ্যে উল্লেখিত পরীক্ষায় প্রবেশের পূর্বের দুরুদে ইব্রাহিম বা দুরুদ শরীফ পড়া। এতে পরীক্ষাটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। এছাড়া সূরা ফাতিহা বেশি বেশি পাঠ করতে পারেন। এই সূরার ফজিলত অনেক। এ সূরা পাঠ করলে আপনার পরীক্ষায় পাস করা অনেক বেশি সহজ হবে। এছাড়াও আরো কয়েকটি দোয়া রয়েছে সে দোয়া গুলো হচ্ছেঃ
- উচ্চারনঃ হাসবুনাল্লাহ ওয়া নি’মাল ওয়াকিল
বাংলা অর্থঃ আমার জন্য আল্লাহ যথেস্ট।
- উচ্চারনঃ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইঁ ইয়াসিরা
অর্থঃ হে আল্লাহ, আপনি আমার হিসাব ( পরিক্ষা) সহজ করে দেন।
- উচ্চারনঃ রাব্বি জীদনি ইলমা।
বাংলা অর্থঃ হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন।
উপরে উল্লেখিত দয়া গুলো পাঠ করলে এই স্মৃতি শক্তির বৃদ্ধি সহ পড়া মনে রাখা অনেক বেশি সহজ করে দেয়া। এবং পরীক্ষায় পাশ করার জন্য এই দোয়াগুলো অনেক বেশি কার্যকরী। এছাড়াও আরো দোয়া রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে নীচে প্রবেশ করুন।
পরীক্ষায় a+ পাওয়ার দোয়া
যদি কেউ পরীক্ষায় এ প্লাস পেতে চায় এক্ষেত্রে ভিন্ন ভিন্ন দোয়ার পাশাপাশি এই আমলগুলো করা উচিত। উল্লেখিত আমল হয়েছে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। এবং তার এবাদত করা। এবং পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য পরীক্ষায় প্রবেশের পূর্বে দুরুদ শরীফ পাঠ করা। এবং পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার পর রাব্বি ঝিদনি ইলমা (৩ বার) পাঠ করুন।
আশা করা যায় এতে আপনার পরীক্ষা অনেক ভালো সহ এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। তবে অবশ্যই পরীক্ষার পূর্বে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এছাড়াও উল্লেখিত এ দোয়াটি পড়তে পারেন। দোয়াটি হচ্ছেঃ ‘আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইঁ ইয়াসিরা।’
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দোয়া
প্রত্যেক মুসলমানের উচিত বিভিন্ন দোয়া দরুদ সম্পর্কে সঠিক জ্ঞান এবং ধারণা রাখা। যাতে বিপদ আপদে এবং বিভিন্ন সময় আমরা এই দোয়া গুলো সঠিকভাবে কাজে লাগাতে পারি। শুধুমাত্র যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাচ্ছেন তাদের জন্য এখানে কয়েকটি দোয়া উল্লেখ করা হয়েছে। সে দোয়াটি হচ্ছেঃ দুরুদ শরীফ পাঠ করা পরীক্ষার পূর্বে।
এবং এবং সর্বশেষে রাব্বি জীদনি ইলমা পাঠ করা। তারপর রব্বীশরাহলী সদরী’ এই আয়াতগুলো পড়ে তিনবার ও ‘আল্লাহুম্মা আল্লীমনী মা জাহিলতু ও যাকরনী মা নাসিতু’ এ দোয়াটি পড়ে বিসমিল্লাহ বলে লেখা আরম্ভ করবেন। এতে করে যারা শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হতে চাচ্ছেন আশা করা যা আল্লাহর রহমতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন। এছাড়াও খুব সহজে পরীক্ষায় পাশ করার জন্য নিচের দোয়াটি পড়তে পারেন।
- রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানী ইয়াফক্বাহূ ক্বওলী’
বাংলা অর্থঃ হে আমার পালনকর্তা! তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে।’ (সুরা তোয়াহা: ২৫-২৮)
পরীক্ষার জন্য সবচেয়ে ভালো দোয়া?
লেখাপড়া শুরুতে অথবা পরীক্ষা দেওয়ার শুরুতে বিভিন্ন দোয়া পড়তে হয়। যে দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ তা’আলা ওই ব্যক্তিকে সাহায্য করে থাকেন। এক্ষেত্রে পরীক্ষার জন্য সবথেকে ভাল দোয়া হচ্ছে দুরুদ ইব্রাহিম পাঠ করা, সুরা ফাতিহা পাঠ করা। রাব্বি ঝিদনি ইলমা বারবার পাঠ করা।
পরীক্ষা শুরু করবে এবং পড়াশোনা শুরু করবে বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করা। এছাড়া বারবার আপনি এ দোয়া পড়তে পারেনঃ হাসবুনাল্লাহ ওয়া নি’মাল ওয়াকিল। অত্যন্ত গুরুত্ব সহকারে পড়াশুনা এবং দোয়া গুলো অবিরাম পাঠ করে আশা করা যায় আপনার পরীক্ষা আল্লাহর রহমতে সব থেকে ভালো হবে।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে এই আলোচনা থেকে আপনারা সংক্ষেপে কয়েকটি পরীক্ষায় পাশ করার দোয়া সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া বিভিন্ন দোয়া রয়েছে যেগুলোর পালনে অবশ্যই একজন ব্যক্তি খুব সহজে পরীক্ষায় পাশ করতে পারেন। তবে দোয়া করা পাশাপাশি আপনাকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে। এ পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ