উন্নত জীবনযাপন ও পরিবারের সুখের আশায় বাংলাদেশের অনেক নাগরিক বর্তমানে প্রবাসী জীবন কাটাচ্ছেন। পরিবারের প্রতিটা মানুষের ভবিষ্যৎ নির্ধারণে প্রতিটা প্রবাসী তাদের সুন্দর ভবিষ্যৎ অকাতরে বিসর্জন দিয়ে যাচ্ছেন। হাড়ভাঙ্গা পরিশ্রম করে এক একজন প্রবাসী প্রায় লক্ষ টাকা উপার্জন করে থাকেন।
কিন্তু এ সকল দুর্ভাগা ও হতভাগা প্রবাসীরা কখনোই নিজ দেশ এবং পরিবারের কাছে সঠিক মূল্য পাইনি। তারা যতটুকু ভালোবাসা তার পরিবারের কাছে পেয়ে থাকে তা সম্পূর্ণ টাকার বিনিময়ে পেয়ে থাকে। প্রত্যেকটা প্রবাসী আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও খুব প্রিয় জনদের থেকে অনেকটাই দূরে থাকে।
যেখানে পরিবারের কাছে ভালোবাসা পাওয়া ও না পাওয়া নিয়ে প্রতিটা প্রবাসী অনেক কষ্ট পেয়ে থাকেন। কিন্তু দুঃখের বিষয়, খুব কম সংখ্যক তাদেরকে বুঝে থাকেন। তাদের চাপা কান্না ও কষ্টের কথা কাউকে বলতে পারেন না। তাইতো মনের ক্ষোভ প্রকাশের জন্য অনেক দীর্ঘ সামাজিক মাধ্যমে মাঝে মাঝে কিছু বার্তা লিখে থাকেন।
যে বার্তায় প্রতিটা প্রবাসীর মনের কথা, তাদের আত্মত্যাগের কথা ও অবহেলার কথা স্পষ্ট উল্লেখ করে থাকেন। তেমনি এমন কিছু প্রবাসীদের স্ট্যাটাস আজকের এই পোস্টটিতে তুলে ধরা হয়েছে। যে সকল প্রবাসী মনের কষ্টকে হালকা করতে ভালো স্ট্যাটাস অনুসন্ধান করছেন। তারা এই পোস্ট সম্পূর্ণ দেখুন।
প্রবাসীদের স্ট্যাটাস
প্রিয়জন, পরিবার, বন্ধু বান্ধব ও দেশ ছেড়ে দূরে থাকা একজন প্রবাসীর জীবনে অনেক কষ্ট থাকে। যে কষ্ট গুলোর কথা কখনো কাউকে বলা হয়ে ওঠে না। অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে প্রতিটা প্রবাসী তার পরিবার ও প্রিয়জনদের সুখের আশায় লাখো টাকা উপার্জন করে থাকেন।
দিনশেষে এই প্রবাসীরাই পরিবার ও দেশের কাছে অবহেলিত হয়ে থাকে। এক একটা প্রবাসী কে দেশের সকল মানুষ এক একটা টাকার মেশিন হিসেবে চিনে থাকে। তাই প্রবাস জীবন দূর থেকে দেখতে সুখের ও আনন্দের মনে হলেও বাস্তবে তাদের জীবন ততটা সুন্দর নয়।
তারা প্রবাস জীবনের প্রতিটা সময় হারভাঙ্গা পরিশ্রম করে থাকেন। তাইতো অনেক প্রবাসী অনলাইনে তাদের মনের কষ্টের কথা মাঝেমধ্যে শেয়ার করে থাকেন। তাই বেশ কিছু প্রবাসীদের স্ট্যাটাস আজকের আলোচনা তুলে ধরা হয়েছে।
০১
দেশের মায়া-মমতা ত্যাগ করতে পারলেই কেবল সে একমাত্র প্রবাসে সুখে থাকতে পারে।
সেটা কখনো সম্ভব নয়।
০২
একাকীত্ব বাড়ছে, বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে,
শুধু ভালো থাকাটা কমে যাচ্ছে। এটাই প্রবাস জীবন…..
০৩
বয়সটা শখের কিন্তু অভাবটা যে টাকার,
তাই এভাবেই চলছে প্রবাসীদের জীবনটা।
০৪
নিজেকে গড়তে বেরিয়েছিলাম!
আজ সকল দুঃখ লুকিয়ে পরিবারের সাথে হাসিমুখে কথা বলা শিখেছি।
০৫
প্রবাস জীবন অনেকটা লটারির মতো!
এই জীবন কারো কাছে সুখের সন্ধান, আবার কারো কাছে অন্ধকারের উৎস!
প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস
প্রত্যেকটা প্রবাসীর জীবনের প্রতিটা সময় তাদের কাছে মৃত্যুর যন্ত্রণার থেকেও কঠিন মনে হয়। কারণ প্রিয়জন, পরিবার ও দেশ ছেড়ে দূরে থাকার প্রতিটি সময় ও অনুভূতি প্রবাসীদের কাছে এতটাই বিষাদময় যে তা সহ্য করা অনেক কঠিন।
অনেক প্রবাসীর জীবন নিয়ে মাঝেমধ্যে অন্যের ছবি জীবনের সামাজিক মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস ও বার্তা লক্ষ্য করা যায়। যে স্ট্যাটাস কবার দেয় প্রকাশ জীবনের প্রতিটি সময়ের ও অনুভূতির কথা উল্লেখ করা থাকে। তাই এরকম কিছু প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস নিচে তুলে ধরা হয়েছে।
০১
প্রবাসীরা হলো একেকটা জ্বলন্ত মোম বাতির মতো,
নিজে জ্বলে সবাইকে আলোকিত করে।
০২
টাকা থাকলেই যদি কেউ সুখী হতো।
তাহলে প্রত্যেকটা প্রবাসী সুখে থাকতো।
০৩
শুধুমাত্র প্রবাসীরাই জানে প্রবাস জীবন কতটা কষ্টের।
হাজারও কষ্ট সহ্য করে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীরা খুশি থাকে।
০৪
দুর প্রবাসে থাকে যারা অনেক কষ্ট করে, আপন জনের পায়না দেখা কতদিন ধরে,
ঝড় বৃষ্টি রোদ গরমে মরছে তারা খেটে- তাদের জন্যে প্রাণ কাঁদে বুক যায় ফেটে,,,,
০৫
ভারাক্রান্ত মন নিয়ে প্রিয় দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে।
স্মৃতি ধরে রাখবো, বেদনা নিয়ে বাঁচবো, বিদায়, আমার মাতৃভূমি।
প্রবাস জীবন সুখের হোক স্ট্যাটাস
প্রতিটা প্রবাসী অপরের সুখের আশায় নিজের দেশ ও পরিবার ত্যাগ করে থাকেন। দেশের মানুষের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তাদের পরিশ্রম ও আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের জন্যই আমাদের এই বাংলাদেশ সফলভাবে টিকে রয়েছে।
তার প্রতিটা বাংলাদেশের মানুষের উচিত প্রত্যেক প্রবাসীকে যথাযথ সম্মান করা। এবং তাদের জীবন সুখের হোক তা নিয়ে মহান আল্লাহতালার কাছে দোয়া করা। প্রতিটা মানুষের উচিত প্রবাসীদের জীবন যেন অনেকটা সুখের হয় তা নিয়ে প্রার্থনা করা।
তাই প্রতিটা প্রবাসীর জীবন যেন অনেকটা সুখের হয় ও আনন্দের হয়। তা নিয়ে বেশ কিছু স্ট্যাটাস এখানে তুলে ধরা হয়েছে। তাই আপনার পছন্দমত প্রবাস জীবন সুখের হোক এমন কিছু স্ট্যাটাস এখান থেকে সংগ্রহ করুন।
০১
আপনি নতুন স্থান এবং সংস্কৃতি জানার সুযোগ পাবেন।
সুখের জন্য একটি প্রবাসীর জীবন একটি নতুন এবং মনোরম অভিজ্ঞতা।
০২
সব সময় একসাথে চলা একসাথে কাজ করা সবকিছুই–
আজ মনে করিয়ে দেয় দেয় প্রবাস জীবনটা শুরু হয় কতটা ত্যাগ-তিতিক্ষার মধ্যে।
তবুও বলি প্রবাসে তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও!
০৩
প্রিয় ভাই প্রবাসে তোমার খেয়াল রাখার জন্য পরিবারের কেউ না থাকলেও–
আমাদের দোয়া সবসময় তোমার ছায়া হয়ে থাকবে।
০৪
আমার জীবন জুড়ে অনেক সুন্দর স্মৃতি তৈরি করার শাস্তি হিসাবে-
আমি চাই আমার প্রিয় বন্ধুর প্রবাস জীবন হোক, সুখময়।
০৫
নিশ্চিত কষ্ট জেনেও তোমরা পরিবারের মুখের দিকে তাকিয়ে-
ত্যাগ স্বীকার করো বলোই আমাদের এতো সুখি আয়োজন!
প্রবাসে ভালো থেকো বাবা!
প্রবাসীদের নিয়ে স্ট্যাটাস
প্রত্যেকটা প্রবাসী পরিবারের দায়িত্ব পালন, উন্নত জীবন যাপন ও বেকারত্ব দূর করার জন্য নিজের দেশ ত্যাগ করে থাকেন। তবে আমরা সকলেই হয়তো জানি প্রবাস জীবন কোনভাবেই সুখের হয় না। তাদের প্রতিটা সময় বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। তাই প্রবাসীদের স্মরণে ও সম্মানে বেশ কিছু স্ট্যাটাস এখানে তুলে ধরা হয়েছে।
০১
দুঃখের জীবন মানেই প্রবাসের জীবন,
যেখানে চেপে রাখা কষ্ট আর চোখের পানি ছাড়া আর কিছুই পাওয়া যায় না।।
০২
হাজার মাইলের লম্বা একটা সফর শুরু হয় একটা ছোট পদক্ষেপের মাধ্যমে।
০৩
অভিনয়ের অপর নাম প্রবাস জীবন হওয়া উচিত।
ভালো না থেকেও বলতে হয় ভালো আছি।
০৪
প্রবাসীদের মনের কষ্ট বোঝার মতো কেউ নেই।
সবাই ভাবে আমরা কতই না সুখে আছি।
০৫
এক একটা প্রবাসী, এক একটা জ্বলন্ত মোমবাতি।
যে ব্যক্তি নিজে জ্বলে অন্য সবাইকে আলোয় নিয়ে আসে।
০৬
বিদেশের মাটিতে হয়তো সুখ পাবো,
কিন্তু মনের কোণে থাকবে চিরতরে দেশপ্রেমের বেদনা।
মিস করবো আমার প্রিয় দেশটাকে।
০৭
কতটা কষ্ট করে প্রবাসীরা টাকা আয় করে তা দেশের মানুষ জানলে-
তারা কখনোই প্রবাসীদের নিয়ে উপহাস করতো না।
০৮
স্বপ্ন ছিল বাঁধব ঘর , প্রবাস আমায় করল পর,
জন্ম নিলাম বাংলাদেশে, ঘুমাইতে হয় প্রবাসে।
০৯
তুমি যখন একটা জায়গা ত্যাগ কর তখনকার অনুভূতিটা অনেকটাই অদ্ভুত।
তুমি হয়তো সেখানকার মানুষকে মনে করবেনা,
তবে তুমি নিজেকেই সেখানে মিস করবে।
— আজার নাফিসি
১০
দেশ ছেড়ে চলে আসার পর মনে হয়-
যেন হারিয়ে ফেলেছি নিজের পরিচয়, নিজের অস্তিত্ব।
প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস
প্রত্যেকটা প্রবাসীর জীবনে অনেক বেশি কষ্ট থাকে। তাদেরকে প্রতিটা সময় বাস্তবতার সম্মুখীন হতে হয়। নিজের দেশ ত্যাগ করা এবং নতুন দেশে নতুনভাবে জীবন শুরু করা প্রতিটা প্রবাসীর জন্য অনেকটাই কঠিন চ্যালেঞ্জ।
পরিবারের প্রতি দায়বদ্ধতা, পরিবারের খরচ, সন্তানের শিক্ষার খরচ, পরিবারে চিকিৎসা, বড় ভাই ছোট ভাইয়ের আবদার পূরণ সবকিছুই যেন তাদেরকে পিছু ছাড়েনা। তবে এতকিছু করার পরেও প্রবাসীদের সবথেকে কষ্টের জিনিস পরিবারের স্বার্থপরতা।
তাদের জন্য এত কিছু করার পরেও যখন তারা অবহেলিত হয়। তখন তাদের মৃত্যু ছাড়া কোন পথ থাকে না। তাদের জীবনে এটাই সব থেকে বড় কষ্ট। তবে আমরা হয়তো তাদের কষ্টকে কখনোই উপলব্ধি করতে পারবো না। তাই বেশ কিছু বাছাই করা প্রবাসীদের কষ্টের স্ট্যাটাস নিচে তুলে ধরা হয়েছে।
০১
প্রবাস জীবন হলো নিজের আশা সুখ সব বির্সজন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো,
প্রবাস মানে কিছু কাছে সব কিছু বিসর্জন দেওয়া।
০২
বিদায়, আমার প্রিয় দেশ! আজ দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে।
তোমার মাটিতে আর কবে পা রাখতে পারব জানিনা।
০৩
দেশ ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণা কেবল তারাই বুঝতে পারে-
যারা বিদেশে গেছে এবং এটা অনুভব করেছে।
০৪
হৃদয় ভারী, চোখে জল, দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে,
অনেক মিস করবো প্রিয় দেশ তোমাকে।
০৫
প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটাই অস্বাভাবিক আর জটিল।
এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।
০৬
কাজের কষ্ট সহ্য করে নিতে পারি।
কিন্তু, প্রিয়জনের কাছ থেকে দূরে থাকার কষ্ট সহ্য করতে পারি না।
০৭
অল্প বয়সে প্রবাসে এসে জীবনের গুরুত্বপূর্ণ অনেক কিছু হারিয়ে ফেলেছি।