প্রপোজ করার স্ট্যাটাস ২০২৪

সাধারণত প্রপোজ শব্দটির অর্থ হচ্ছে প্রস্তাব দেওয়া বা প্রস্তাব করা। অর্থাৎ কোন কিছুর প্রতি আহ্বান জানানো কেই প্রপোজ বা প্রস্তাব বলে। প্রত্যেকের জীবনে কেউ না কেউ ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ থাকে। কিন্তু কখনোই সাহস করে তাদেরকে ভালোবাসার কথা এবং মনের কথা বলা হয়ে ওঠে না।

সকলেই তার ভালোবাসার মানুষের কাছে মনের কথা শেয়ার করতে ও বলতে প্রপোজ করে থাকেন। তবে এই প্রপোজ করার মুহূর্তটি অবশ্যই বিশেষ এবং স্মরণীয় হওয়া উচিত। এক্ষেত্রে এই প্রস্তাব হতে পারে বিবাহ বন্ধনের, আবার হতে পারে প্রেমের বন্ধনের।

তবে যারা প্রেমের বন্ধনের জন্য সরাসরি ভালোবাসার কথা প্রপোজ এর মাধ্যমে বলতে পারছেন না। তারা চাইলে এই পোস্ট থেকে এ বছরের সব থেকে সেরা ও চমৎকার কিছু প্রপোজ করার স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। যে স্ট্যাটাসগুলো মেসেজ অথবা চিঠিতে লিখে প্রপোজ করতে পারেন।

প্রপোজ করার স্ট্যাটাস

স্বাভাবিকভাবে কারো প্রতি আমাদের মনে ভালোবাসা ও ভালোলাগা থাকলে তাদেরকে আমরা শুধুমাত্র প্রপোজ করার মাধ্যমে জানিয়ে দিতে পারি। তবে প্রপোজালের মাধ্যমে মনের সেই ব্যক্ত কথাটি কেমন হবে? কি বলবো তা খুবই গুরুত্বপূর্ণ।

বেশিরভাগই এই বিষয় নিয়ে অনেকটাই হিমশিম খেয়ে যান। সে প্রিয় মানুষ অথবা ভালোবাসার মানুষটির সামনে কি কথা বলবে তা বুঝে উঠতে পারে না। তাই ভরসা রাখুন এবং নিচ থেকে কয়েকটি ১০০% কার্যকরী প্রপোজ করার স্ট্যাটাস এই পোস্ট থেকে সংগ্রহ করুন।

০১
“তোমার চোখে যে স্বপ্ন আমি দেখতে চাই, তা বাস্তবে পরিণত করতে চাই।
আমার জীবনের অংশ হতে চাও?”

০২
তুমি জানো না তোমার প্রতিটি পদক্ষেপ আমার হৃদয়কে কতটা আন্দোলিত করে তোলে।‌
তুমি আমার হয়ে যাও, আর আমি শান্ত হয়ে যাই।

০৩

আমি যে শুধু তোমাকে ভালোবাসার প্রপোজাল দিচ্ছি তাই নয়।
তার সাথে সাথে আমার হৃদয় কেও বাজি রেখেছি।

০৪
“আমার জীবনে তুমি আসলেই বিশেষ।
যদি তুমি চাও, আমি তোমার পাশে থেকে সব কিছু পার করতে চাই।”

০৫
তোমাকে না দেখার মুহূর্তগুলো আমি অতিক্রম করতে পারি না।
আমার চোখ শুধু তোমাকেই খুঁজে বেড়ায়, প্লিজ তুমি আমার হয়ে যাও।

প্রপোজ করার মেসেজ

বর্তমান সমাজের প্রায় সকলেই ফেসবুকসহ বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকেন। যেখানে মেসেজ করার মত বাট চ্যাট করার মত বিভিন্ন সুবিধা থাকে। তাই আপনি যে কাউকে খুব সহজেই যে কোন মেসেজ পাঠিয়ে দিতে পারেন।

বিশেষ করে যারা ভালোবাসার মানুষটিকে প্রপোজ করতে চান। তারা চাইলেই খুব সহজে তাদের কে মেসেজের মাধ্যমে নিজের মনের অব্যক্ত কথাটি বলে দিতে পারেন। তবে যারা ভেবে পাচ্ছেন না, প্রপোজ করার মেসেজে কি কথা লিখবেন ও বলবেন। তারা অবশ্যই নিচে দেওয়া কয়েকটি মেসেজ লক্ষ্য করুন।

০১
আমার জীবন হয়তো পরিপূর্ণভাবে নিখুত নয়।
কিন্তু তোমার উপস্থিতি আমার জীবনকে আরো বৈচিত্রময় করে তুলতে পারে,
আমার এই প্রস্তাব তুমি ফিরিয়ে দিও না।
০২
চাচ্ছি, যেখানে তুমি আমার পাশে থাকবে সব সময়।
তুমি কি আমার সঙ্গে চলবে?”

০৩
অনেকদিন ধরে ভাবছি বলবো তোমায়,
মনের গোপনে লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য অনেকটা ভালোবাসা,
ইচ্ছে হলে আমার কাছে এসে নিয়ে যেও তোমার পাওনা সকল আদর।

০৪
এক টুকরো ভারী মেঘ ও‌ কিছুক্ষণের জন্য সূর্যকে ঢেকে দিয়ে নিজে বৃষ্টি হয়ে ঝরে পরে।
আমিও না হয় তোমার জীবনে সেই এক টুকরো মেঘ হয়ে তোমাকে ছায়া দেবো,
দূরে সরিয়ে দেবে না তো?

০৫
কতটা সময় আমি একা একা পার করে এসেছি।
তোমার উপস্থিতি আমাকে জানান দিয়েছে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ,
অনুগ্রহ করে ভালোবাসো আমাকে।

বাংলা রোমান্টিক প্রপোজ

প্রপোজ করার সময় আমাদের মনের ভেতর একধরণের উত্তেজনা, আশঙ্কা, ভালোবাসা এবং আশা কাজ করে। প্রপোজ এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যার মধ্য দিয়ে আপনার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হতে পারে। তবে সম্পূর্ণ এটা নির্ভর করছে আপনার প্রপোজ করার উপস্থাপন কেমন হবে।

আপনি যদি আপনার ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার কথাটি সহজেই বলতে চান। তাহলে অবশ্যই রোমান্টিক কিছু কথা লিখুন। তাই বেশ কয়েকটি রোমান্টিক প্রোপোজের কথা এখানে তুলে ধরা হয়েছে। যেগুলো অবশ্যই আপনার প্রপোজ করার ক্ষেত্রে দারুন ভাবে উপকার করবে।

০১
কতবার নিজেকে দূরে সরিয়ে রাখবে?
আমার প্রেমের স্রোতে তোমাকে ভাসিয়ে নিয়ে যাব,
একটু সুযোগ দাও আমাকে।

০২
আমার পৃথিবী তোমার কাছে, তোমার পৃথিবী আমার কাছে।
চল একে অপরকে এক নতুন গল্প দিতে?”

০৩
আমি তোমার প্রতিটি কথার মধ্যে কিছু বিশেষ অনুভব করি।
তুমি কি কখনো অনুভব করেছ, যে আমি তোমার জন্যই?”
০৪
হৃদয়ের রক্তক্ষরণ দিয়ে শব্দ সাজিয়ে এই ভালোবাসা প্রেরিত চিঠি লিখলাম তোমাকে।
খুব ভেবেচিন্তে হ্যাঁ জবাব দিও।

০৫
তোমার হাসি, তোমার চোখে যে নরম আলোর ঝলক,
সব কিছুতেই আমি হারিয়ে যেতে চাই।
তুমি কি আমার সঙ্গে থাকতে চাও?”

মেয়েদের প্রপোজ করার মেসেজ

স্বাভাবিকভাবে প্রত্যেক ছেলেই মেয়েদেরকে প্রপোজ করার সময় অনেকটা ভয়ে থাকেন। কারণ কোন মেয়েকে প্রপোজ করা এতটাই সহজ নয়। কারণ প্রপোজ করার মাধ্যমেই সঠিক অনুভূতি ও ভালোবাসা থাকতে হয়। তার প্রতি অগাত ভালোবাসা এবং সাহসী হতে হয়।

তবে যারা মেয়েদেরকে প্রবেশ করতে চাচ্ছেন। তাহলে মেসেজ ব্যবহার করুন। এক্ষেত্রে তাদের সামনে যেতে হবে না। দূরে থেকেই মেসেজের মাধ্যমে আপনার মনের কথা বলে দিতে পারবেন। তাই বাছাই করা ও চমৎকার কয়েকটি প্রপোজ করার মেসেজ এখান থেকে সংগ্রহ করুন।

০১
কত যে ভালবাসি তোমায় বোঝাবো কি করে,..
তোমায় না পেলে জীবনে যাব আমি মরে….!
>> I Love You <<
০২
ভালোবাসার টানে আজ, চলছে আমার এই নিঃশ্বাস…
তোমার জন্যই বেঁচে আছি এই আমার প্রেমের বিশ্বাস…!
I Love You My Dear

০৩
প্রেমের কথা জাহির করা মানে কুপ্রস্তাব নয়।
আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর সেটাই স্পষ্ট করেই বলেছি,
তুমি গ্রহণ করে নিও।

০৪
তোমার প্রতি আমার অনুভূতিগুলো বুঝে উঠতে অনেক সময় নিয়েছি,
কিন্তু এখন আমি নিশ্চিত—তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ।”

০৫
প্রতি মুহূর্তে তোমার সাথে কাটানোর ইচ্ছে হয়ে উঠেছে আমার প্রতিটি স্বপ্ন।
তুমি কি আমার হাত ধরে চলবে?”

গার্লফ্রেন্ডকে প্রপোজ করার মেসেজ

বর্তমান এই আধুনিক যুগের প্রেমের নামে হারাম সম্পর্কটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় বলা চলে প্রত্যেকেরই গার্লফ্রেন্ড এবং ভালোবাসার মানুষ রয়েছে। তাই যাদের গার্লফ্রেন্ড রয়েছে এবং তাদেরকে প্রপোজ করতে চাচ্ছে নতুন করে। তারা চাইলে নিচ থেকে প্রপোজ করার মেসেজ সংগ্রহ করতে পারেন।

০১
ভালোবাসার জন্য কালের প্রয়োজন নেই, একটি মুহুর্তই যথেষ্ট।
I Love You My Dear

০২
যতবার তোমার চোখে তাকাই, ততবার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
আমি চাই, এই সুখ যেন চিরকাল আমাদের জীবনে বিরাজ করে।
I Love You
০৩
তুমি আমার জীবনে আসার পর, পৃথিবীটাই বদলে গেছে।
আমি চাই, জীবনের এই সুন্দর পরিবর্তনটা আমরা একসাথে কাটাতে পারি।
তুমি কি আমার সঙ্গী হতে চাও?

০৪
আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল তোমার সাথে পরিচিত হওয়া।
এখন আমি চাই, সেই সুন্দর সিদ্ধান্তটা চিরকাল অব্যাহত থাকুক।
-I Love You-

০৫
প্রেমের কথা জাহির করা মানে কুপ্রস্তাব নয়।
আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর সেটাই স্পষ্ট করেই বলেছি, তুমি গ্রহণ করে নিও।

প্রপোজ করার রোমান্টিক কথা

বেশ কিছু প্রপোজ করার রোমান্টিক কথা নিচে তুলে ধরা হয়েছে। যারা বিভিন্ন ধরনের রোমান্টিক কথা অনুসন্ধান করছেন। এবং কোথাও খুঁজে পাচ্ছেন না। তারা নিচ থেকে এ বছরের সেরা রোমান্টিক কথা সংগ্রহ করুন। এবং প্রিয় মানুষকে এ রোমান্টিক কথা পাঠিয়ে দিন।

০১
যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে–
আর সে কথা ভেবে দুজনেই কাঁদে সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা।
অনেক ভালোবাসি প্রিয়

০২
জীবনে অনেক কিছুই পাওয়া যায়,
কিন্তু তোমার মতো কাউকে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।
তুমি কি আমার হৃদয়ের রাজকুমারী হবে?

০৩
তুমি না থাকলে আমার পৃথিবী অন্ধকার হয়ে যায়।
যদি তুমি হ্যাঁ বলো, তাহলে আমার পৃথিবী এক নতুন আলোয় সেজে উঠবে।”
০৪
কোনো সেরা মুহূর্ত একে অপরের সাথে ভাগ না করা তো অসম্ভব।
আমি চাই, তোমার সাথে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন কাটাতে।
তুমি কি আমার ভালোবাসার মানুষ হবে?

০৫
তোমার হাসির মধ্যে এমন এক মায়া আছে, যা আমার হৃদয়কে চিরকাল ধরে রাখে।
তুমি কি আমার জীবনের অর্ধাঙ্গী হতে চাও?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top