স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস 2024

বন্ধু আমাদের জীবনের একটি মূল্যবান অধ্যায়। এমনকি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। জীবনে চলার পথে প্রতিটি ধাপে ধাপে বন্ধুর প্রয়োজন। কারণ পৃথিবীতে যত সুন্দর সম্পর্ক রয়েছে, তার থেকে সুন্দর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক।

তবে এই সুন্দর বন্ধুত্বের সম্পর্ক জীবনে অপরিহার্য হলেও সঠিক ও প্রকৃত বন্ধু নির্বাচন করা সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ একজন প্রকৃত বন্ধু যেমন জীবনের প্রতিটি বিপর্যয় ও বিপদে ডাল হিসেবে দাঁড়ায়। তেমনি একজন স্বার্থপর বন্ধু জীবনের প্রতিটি পর্যায়ে মৃত্যুর কারণও হতে পারে।

তাই এমন অনেকেই রয়েছেন যারা নিজের বন্ধু হতে অনেকটা অবহেলা ও বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। তাই মনের কষ্টগুলো কিছুটা হালকা করতে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই একটি স্ট্যাটাস দিতে চান। ঠিক তাদের জন্য এই পোস্টে স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হয়েছে।

স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস

জীবনে লক্ষণ নির্ধারণ, জীবনের পরিবর্তন, ও হাসিখুশি থাকার জন্য হলেও একজন বন্ধুর প্রয়োজন। অথবা নিঃস্বার্থ বান একজন মানুষের প্রয়োজন। যে বন্ধু বা মানুষ জীবনে প্রতিটি চলার পথে নিঃস্বার্থ ভাবে উপকার এবং সাহায্য করবে।

তবে বন্ধু এমন একটা সম্পর্ক, যার কাছে সকল কিছুকে ভাগাভাগি করে নেওয়া যায়। যে সম্পর্কে কোন স্বার্থপরতা থাকে না। তবে অনেক সময় আমাদের বন্ধু নির্বাচনে একটা ভুল হয়ে যায়। কিছু স্বার্থপর বন্ধু আমাদের জীবনে এসে উপস্থিত হয়।

এরকম স্বার্থপর বন্ধুদেরকে নিয়ে অনেকেই অনলাইনে সুন্দর একটি স্ট্যাটাস দেওয়ার জন্য অনুসন্ধান করে থাকেন। ঠিক তাদের জন্য এই পোস্টে বেশ কিছু স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। যে স্ট্যাটাস গুলো শুধুমাত্র স্বার্থপর বন্ধুদের জন্য।

০১
♦⭕
স্বার্থপররা হয়তো সাময়িকভাবে লাভবান হয়-
কিন্তু এরা ভবিষ্যতে সুখের দেখা পায় না।
⭕♦❖♥❖

০২
“সত্যিকারের বন্ধু তোমার সুখে-দুঃখে তোমার পাশে থাকবে।
স্বার্থপর বন্ধু কেবল তোমার সুখের সময় তোমার সাথে থাকবে।”
০৩
🌹প্রতিটা খারাপ কাজের মূলেই থাকে স্বার্থপরতা। 💔

০৪
❈♦️❈♦️❈স্বার্থপরদের সাথে সুন্দর সম্পর্ক আশা করা বোকামি। ❈♦️❈♦️❈

০৫
স্বার্থপর বন্ধুরা কখনোই প্রকৃত বন্ধু নয়-
কারণ তারা নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব তৈরি করে

স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস

আমরা বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সুন্দর সুন্দর স্ট্যাটাস শেয়ার করে থাকে। কেউ ব্যক্তিগত জীবনের নিত্যদিনের চলাফেরার ঘটনা ও কাহিনী একটি স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরে থাকি।

ঠিক তেমনি অনেকেই তাদের জীবনে ঘটে যাওয়া স্বার্থপর মানুষকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস ফেসবুকসহ সামাজিক মাধ্যমে দিতে চান। তবে স্বার্থপর মানুষ নিয়ে কি স্ট্যাটাস দেওয়া উচিত বের করতে পারেন না।

ঠিক তাদের জন্য স্বার্থপর মানুষ নিয়ে বেশ কিছু স্ট্যাটাস নিচে তুলে ধরা হয়েছে। যে স্ট্যাটাসগুলো এ বছরের সেরা এবং বাছাই করা। তাই আপনার জীবনে এরকম স্বার্থপর মানুষ থাকলে তাদেরকে স্ট্যাটাসগুলো শেয়ার করুন।

০১
স্বার্থপর মানুষ বন্ধুদের কাছ থেকে শুধু নিজের প্রয়োজন পূরণের আশা করে।
বন্ধুদের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ থাকে না 😞।
ফলে বন্ধুত্বের সম্পর্কে ভাঙন দেখা দেয় 🥀।

০২
💔━•🌞🟠∆🟠🌞•━🌿স্বার্থপরদের কোন দেশ জাতি ধর্ম হয় না-
এদের একটাই পরিচয় ‘নিজের জন্য বাঁচা’।🔴▦═══████═══▦🔴
০৩
যে বন্ধু কেবল তোমার প্রয়োজনে তোমার কাছে আসে,
সে বন্ধু নয়, স্বার্থপর ব্যক্তি।”

০৪
আত্মবিশ্বাসী থাকুন 💪 তাদের নেতিবাচক কথায় আত্মবিশ্বাস হারাবেন না 😌।
কারণ স্বার্থপর মানুষ কখনো সফল হতে পারে না 🚫🏆।

০৫
☆যেদিন আপনি দেখবেন অন্যের দুঃখে, অন্যের কষ্টে,
আপনার কোন আগ্রহ নেই-
সেদির বুঝবেন আপনি স্বার্থপর হয়ে গেছেন।☆☆☆

স্বার্থপর মানুষ নিয়ে উক্তি

একজন স্বার্থপর মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্কে গড়ে তোলা অনেকটা কঠিন। কারণ স্বার্থপর মানুষ জীবনে আসে তাদের নিজের স্বার্থ হাসিল করতে। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্কের মধ্যেও অনেকেই স্বার্থপরতা খুঁজে থাকে।

প্রকৃতপক্ষে স্বার্থপর মানুষের অনেকটা বিশ্বাসঘাতক, সম্পর্ক বিনষ্টকারী হয়ে থাকে। সব থেকে বড় কথা স্বার্থপর মানুষ স্বার্থের জন্য যেকোনো সম্পর্ক স্থাপন করতে পারে এবং তা ধ্বংস করতে পারে। তাই প্রত্যেক কে এরকম স্বার্থপর মানুষটিকে দূরে থাকা উচিত।

এবং তাদের সচেতনতার উদ্দেশ্যে অবশ্যই সামাজিক মাধ্যমে অথবা আশেপাশের সকল বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে বেশ কিছু কথা, উক্তি শেয়ার করা উচিত। তাই এই পোস্টে বেশ কিছু স্বার্থপর মানুষ নিয়ে উক্তি তুলে ধরা হয়েছে। অবশ্যই এ সকল উক্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করবেন।

০১
স্বার্থপরতা হলো ঘৃণ্য দুষ্টতা, যা কেউ অন্যকে ক্ষমা করে না
এবং নিজের মধ্যে নিজে ছাড়া অন্য কেউ থাকে না।
— হেনরি ওয়ার্ড বিচার

০২
বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক – সবকিছুতেই বিষ ঢেলে দেয় স্বার্থপরতা 🖤.
নিজের স্বার্থের জন্য তারা যেকোনো সম্পর্ক নষ্ট করতে পারে 💔।

০৩
স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালবাসতে অক্ষম,
তবে তারা নিজেরাও নিজেদের ভালবাসতে সক্ষম নয় ।
— এরিক ফর্ম
০৪
জীবনকে সুন্দর করে তুলতে সকলের মিলিত প্রচেষ্টা প্রয়োজন 🤝,
স্বার্থপরতার বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে হবে 🛑.
স্বার্থপর মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে সীমা নির্ধারণ করা জরুরি 🧱।

০৫
স্বার্থপরতা হলো মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অভিশাপ।
— উইলিয়াম ই গ্ল্যাডস্টোন

স্বার্থপর মানুষ নিয়ে ইসলামিক উক্তি

ইসলাম মানুষকে পরোপকার, দানশীলতা এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করে। স্বার্থপরতা ইসলামের গুরুতর একটি অপরাধ। ইসলামিক দিক থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে অবশ্যই স্বার্থপরতা ত্যাগ করতে হবে।

এছাড়াও মহান আল্লাহ তা’আলা সুরা মায়েদা, ৫:২ এ বলেন “তোমরা পরস্পর সহযোগিতা করো, পাপ ও শত্রুতায় নয়”। তাই স্বার্থপর মানুষ নিয়ে বেশি কিছু ইসলামিক উক্তি এখানে তুলে ধরা হয়েছে। যাতে অনেকে আল্লাহর ভয়ে নিজের মন থেকে স্বার্থপরতা খুব সহজেই দূর করতে পারে।

০১
স্বার্থপর মানুষের ভালোবাসা একটি ঝড়ো হওয়ার মতো!!
কারণ এটি ক্ষণস্থায়ী এবং ক্ষতির কারণ হতে পারে।

০২
“স্বার্থপর ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না।”
(সহীহ মুসলিম)
০৩
💭 🕋*** “যে ব্যক্তি কেবল নিজের প্রতিই উদার এবং অন্যদের প্রতি কৃপণ,
সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।”
(সহীহুল বুখারী)🕋*

০৪
‎━━╬٨ـﮩﮩ❤٨ـﮩﮩـ╬আল্লাহর প্রতি ভয়: আল্লাহ স্বার্থপর মানুষদেরকে পছন্দ করেন না।
তাই, আল্লাহর প্রতি ভয় পেলে আমরা স্বার্থপরতা থেকে বিরত থাকতে পারি।☆★❤

০৫
😘🤝💝•দানশীলতা: দানশীলতা হলো স্বার্থপরতা থেকে মুক্তির একটি ভালো উপায়।
দান করলে আমরা নিজেদেরকে অন্যদের জন্য উৎসর্গ করতে পারি।😘——

স্বার্থপর বন্ধু নিয়ে কবিতা

আমাদের জীবনে চলার পথে অনেক বন্ধু হয়। আরো অনেক বন্ধু হারিয়ে যায়। তবে হারিয়ে যাওয়া বন্ধু গুলোই অনেকটা স্বার্থপর হয়। স্বার্থপরতার কারণে বন্ধুত্বের মধ্যে ফাটলের সৃষ্টি হয়। এবং একটা সময় সেই বন্ধুত্বের বন্ধন টা ভেঙে যায়।

আমি জানি আমাদের জীবনে অনেক স্বার্থপর বন্ধু রয়েছে। তাই সে সকল স্বার্থপর বন্ধু নিয়ে অনেকেই কবিতা রচনা করেন। আবার কেউ অনলাইনে এসে অনুসন্ধান করেন। এবং সেই কবিতাগুলো বিভিন্ন মানুষের কাছে প্রকাশ করেন। ঠিক তাদের জন্য বেশ কিছু স্বার্থপর বন্ধু নিয়ে কবিতা এখানে তুলে ধরা হয়েছে।

০১
স্বার্থপর বন্ধু
– Subhojit Raptan
সত্যিকারের বন্ধু এখন মিলেনারে আর।
স্বার্থছাড়া ব্যার্থ সবি দেখছি চারিধার।

স্বার্থের লাগি গড়ে বন্ধু
স্বার্থের লাগি ছাড়ে।
স্বার্থ ফুরাইলে তখন বন্ধু
কাছে নাহি ভিড়ে।

আপন স্বার্থ ছাড়া কিছু
বুঝে নাতো আর।
স্বার্থপরে ভরে গেছে
জগৎ সংসার।।

০২
কবিতাঃ স্বার্থের প্রয়োজনে….

বেঁচে থাকার সুতীব্র আকুতিতে
কতইনা ছল চাতুরির আশ্রয় নিতে হয়!
অগোছালো জীবন বার বার সাজালেও,

স্বার্থের ঘুঁণেপোকা ঠিকই টের পেয়ে যায়।
গুঁড়ো করে দিয়ে যায় সব কেটেকুটে,
কিংবা করে দেয় সব আবার এলোমেলো।

০৩

মুখোশ

স্বার্থের ছদ্মবেশে তুমি বন্ধু হয়ে আছ,
মুখোশ পরে ভালোবাসা দেখিয়ে যাও।
সুখে তুমি সঙ্গী, দুঃখে অনুপস্থিত,
এই তো তোমার বন্ধুত্বের সত্য কথা।

০৪
বিশ্বাসের ভাঙাচুর

বিশ্বাস করেছিলাম তোমাকে,
স্বার্থের খাঁচায় আটকে গেছি আমি।
মিথ্যার জাল ছিন্ন করে,
একাকী হয়ে গেছি আমি।

০৫
মুখোশ পরে আসিস কাছে,
তোর হাসি যেন ভাঁড়ের কাছে।
স্বার্থে বাঁধা তোর এই মোলাকাত,
প্রকৃত বন্ধু তুই নয়,
কেবলই ফাঁকি রাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top