সেলাই মেশিনের দাম ২০২৪

যদি সেলাই মেশিন সবথেকে ভালো মানের ক্রয় করতে চান তাহলে আপনাকে মোটামুটি একটি বাজেট রাখতে হবে। সে বাজেট হতে পারে ১৫ থেকে ১৬ হাজার টাকা। যদি সাধারণ একটি সেলাই মেশিন ক্রয় করতে চান। তাহলে আপনার বাজেট রাখতে হবে সর্বনিম্ন ৫০০০ থেকে ৭০০০ টাকা। তবে গার্মেন্টসের কাজের জন্য যে সেলাই মেশিন ব্যবহার হয় সেটির দাম ভিন্ন। কেননা সেই মেশিন গুলো অনেক বেশি উন্নত এবং অনেক বেশি দামের। অর্থাৎ গার্মেন্টসের সেলাই মেশিন গুলোর দাম ৫০ থেকে ৭০ হাজার টাকা।

বাংলাদেশের যে সকল সেলাই মেশিন রয়েছে তার বিস্তারিত একটি তথ্য আপনাদের মাঝে আজকে উল্লেখ করতে যাচ্ছি। বাটারফ্লাই সেলাই মেশিন সহ বাংলাদেশের সর্বোচ্চ উৎকৃষ্ট মানের  সেলাই মেশিনের দাম এখানে উল্লেখ করেছি। বিশেষ করে যারা দর্জির কাজ করেন, এবং করতে চাচ্ছেন অথবা কাউকে উপহার হিসেবে দিতে চাচ্ছেন। তাহলে অবশ্যই আপনাকে এই সকল সেলাই মেশিনের সঠিক মূল্য সঠিক জেনে রাখতে হবে।

সেলাই মেশিনের দাম

পায়ে চালিত মেশিন এর মধ্যে সব থেকে জনপ্রিয় সেলাই মেশিন হচ্ছে বাটারফ্লাই সেলাই মেশিন। পূর্বের সকল মা-বোনেরা এই বাটারফ্লাই মেশিন সবথেকে বেশি ব্যবহার করত। আজ পর্যন্ত অনেক গ্রামে এবং বিভিন্ন দোকানে এই বাটারফ্লাই পায়ে চালিত সেলাই মেশিন লক্ষ্য করা যায়। তবে এটা সকল সেলাই মেশিন এর সঠিক মূল্য ৫০০০ থেকে ৬০০০ হাজার টাকা।

এছাড়া বাংলাদেশি আরো ১০ টির মত সেলাই মেশিনের কোম্পানি রয়েছে। আর এই সকল সেলাই মেশিনের বর্তমান মূল্য থেকে পূর্বে অনেকটা কম ছিল। বর্তমানে ৯০০ থেকে ১৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অতএব সম্পূর্ণ পোস্ট পড়ে সেলাই মেশিনের দাম কত বিস্তারিত দেখে নিন।

বাটারফ্লাই সেলাই মেশিন দাম কত ২০২৪

এই বাটারফ্লাই কোম্পানিটি ১৯২০ সালের জানুয়ারি মাসে শুরু করে। সেই পূর্ব থেকে বর্তমান আজ পর্যন্ত অনেকটা জনপ্রিয় হয়ে আছে এই বাটারফ্লাইয়ের সেলাই মেশিন গুলো। এটি খুব দ্রুত সেলাই করতে সক্ষম। তবে বর্তমান বাজারে আজ পর্যন্ত এই বাটারফ্লাইয়ের দাম অনেকটাই বেশি মূল্যে পাওয়া যায়।

যদি বাটারফ্লাই সেলাই মেশিন গুলো পুরো একটি সেট ক্রয় করেন তাহলে আপনার জন্য সেলাই মেশিনের সর্বনিম্ন মূল্য ৫০০০ থেকে ৬ হাজার টাকা। এবং সর্বোচ্চ আপনি এ বাটারফ্লাই সেলাই মেশিন কিনতে পারবেন ৭ হাজার থেকে আট হাজার টাকায়। এছাড়াও উন্নত মানের এবং আধুনিক butterfly sewing machine এর মূল্য ৮ থেকে ১০ হাজার টাকা।

সিঙ্গার সেলাই মেশিন দাম ২০২৪

পূর্বে সকল সেলাই মেশিন গুলো ম্যানুয়াল ছিল, কিন্তু বর্তমান আধুনিক যুগের কারণে তা পরিবর্তন হয়ে সকল বিদ্যুৎ চালিত সেলাই মেশিন হয়ে গিয়েছে। কারেন্টের মাধ্যমে এই সেলাই মেশিন গুলো ব্যবহার করতে পারবেন। আপনি যদি সিঙ্গার শোরুমে উপস্থিত হন, তাহলে বিভিন্ন ধরনের সেলাই মেশিন দেখতে পারবেন।

তবে এসব সিঙ্গার সেলাই মেশিন গুলো বেশিরভাগ ক্ষেত্রে গার্মেন্টসে কাপড় সেলাই ব্যবহার করা হয়। তবে এর দাম হতে পারে সর্বনিম্ন ১২ থেকে ১৫ হাজার টাকা। বা বড় সিঙ্গার সেলাই মেশিন এর মূল্য এর থেকেও বেশি হতে পারে। এই সেলাই মেশিন গুলো খুব দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। আপনার কাজের চাপ কমাতে সিঙ্গার সেলাই মেশিন ক্রয় করতে পারেন।

  • SM024 এই মডেলের সিঙ্গার সেলাই মেশিনের মূল্য ১২ থেকে ১৫ হাজার টাকা।
  • SRSM-ZJ9513G এই মডেলের বর্তমান মূল্য ২০ হাজার থেকে ২১ হাজার টাকা।
  • WS AE588 মডেলের দাম ৮৫০০ টাকা।

পুরাতন সেলাই মেশিনের দাম

সহজ কথা পুরাতন মেনুয়াল সেলাই মেশিন এর দাম ৩০০০ থেকে ৪ হাজার টাকা। গার্মেন্টসে ব্যবহৃত বা বড় বড় প্রতিষ্ঠানের ব্যবহৃত সেলাই মেশিনের বর্তমান মূল্য ৭ থেকে ৮ হাজার টাকা। এছাড়াও সেলাই করার কাজে ইলেকট্রিক সুইং মেশিন ব্যবহার করতে চাইলে পুরনো কিনতে পারবেন ৮০০০ থেকে ৯০০০ টাকায়।

ডাবল সেলাই মেশিন এর দাম কত

বস্তা সেলাই করা বা ডবল সেলাই মেশিন প্রায় একই। সিঙ্গেল সেলাই অথবা ডাবল সেলাই আপনি একই মেশিন দিয়ে করতে পারবেন। আর এই মেশিনগুলোর সাধারনমূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা হয়। তবে পুরনো এসব গুলো ৯ থেকে ১২ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন।

শেষ কথা

বাংলাদেশের যত রকমের সেলাই মেশিন পাওয়া যায় তার সবরকম ছেলে মেশিনের দামের একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই আর্টিকিলের মাধ্যমে৷ আশা করতেছি আপনারা আমাদের এই আর্টিকেল পড়ে অনেকটা উপকৃত হয়েছেন। যদিও প্রকৃত হয়ে থাকেন তাহলে সেলাই মেশিনের দাম এই পোস্ট আপনার আশেপাশে থাকা শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top