ভিটমেট অডিও এবং ভিডিও ডাউনলোডার সফটওয়্যার হিসেবে সকলের নিকট পরিচিত। তবে পুরাতন ভিটমেট ডাউনলোড করার নিয়ম অনেকে জানে না।
ভিটমেট একটি ফ্রি ভিডিও দেখা এবং ডাউনলোড করার সফটওয়্যার। সফটওয়্যারটি প্রতিনিয়ত নতুন নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে নিচ্ছে।
বর্তমানে ইসলামিক গল্প, ইসলামিক সংগীত, সূরা কোরআন তেলোয়াত ডাউনলোড করার অন্যতম সেরা মাধ্যম ভিটমেট। ভিটমেটের সাহায্যে বিভিন্ন ফরমেটে ভিডিও ডাউনলোড করা যায়।
ভিটমেট এমন একটি সফটওয়্যার যার সাহায্যে ফেসবুক, টিকটক ইউটিউব এর মত সকল অনলাইন প্লাটফর্মের ভিডিও ডাউনলোড করা যায়।
পুরাতন ভিটমেট ডাউনলোড
ভিটমেট সফটওয়্যার আপডেটের মাধ্যমে নতুন নতুন ফিচার ব্যবহারের সুবিধা দিচ্ছে। তবে অনেকেই পুরাতন ভিটমেট সফটওয়্যার ব্যবহার করতে অধিক কমফোর্টেবল ফিল করেন।
বর্তমানে ভিটমেট সফটওয়্যার এর পুরাতন ভার্সন পাওয়া যায় না। তবে অনেকের কাছে ভিটমেট সফটওয়্যারটির পুরাতন ভার্শন ডাউনলোড করা আছে।
যা তারা বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ করেছে। আপনি চাইলে ওয়েবসাইট থেকে পুরাতন ভিটমেট ডাউনলোড করতে পারবেন। তবে ভিটমেটের পুরাতন ভার্সন কার্যকর হওয়ার সম্ভাবনা কম।
ভিটমেট ডাউনলোড করব কিভাবে
স্মার্টফোনের মত যে কোনো অ্যান্ড্রয়েড চালিত যে কোনো ডিভাইসের মাধ্যমে ভিটমেট ব্যবহার করা যায়। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভিটমেট ডাউনলোড করতে হয়।
বর্তমানে গুগল প্লে স্টোর থেকে ভিটমেট সফটওয়্যারটি স্মার্টফোনে ডাউনলোড করা যায়। ভিটমেট ডাউনলোড হওয়ার পর অটোমেটিক মোবাইলে ইন্সটল হয়ে যায়।
ভিটমেট অ্যাপস ডাউনলোড
ভিটমেট অ্যাপস ডাউনলোড করার জন্য সর্বপ্রথম একটি স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর এর উপরে সার্চ অপশনে vidmate apps লিখে সার্চ করতে হবে।
vidmate apps লিখে সার্চ করলে সবার উপরে All video downloader and player টাইটেলের সফটওয়্যার চলে আসবে। অতঃপর All video downloader and player লিখার উপর ক্লিক করতে হবে।
ক্লিক করার পর নিচে ইন্সটল বাটন চলে আসবে। ইনস্টল বাটনে ক্লিক করলে ভিটমেট অ্যাপটি ডাউনলোড শুরু হয়ে যাবে। অতঃপর কিছুক্ষণ লোড নেওয়ার পর অ্যাপসটি স্মার্টফোনের ডাউনলোড হয়ে যাবে।
আসল ভিটমেট ডাউনলোড
ভিটমেট অ্যাপসের সাহায্যে 114P থেকে 4K কোয়ালিটি পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যায়। এছাড়াও ভিটমেট অ্যাপস থেকে ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করা যায়।
আসল ভিটমেট ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরের সার্চ অপশনে All video downloader লিখে সার্চ করতে হবে। অতঃপর ভিটমেট অ্যাপসটির ইন্সটল বাটনে ক্লিক করলে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে।
এছাড়া গুগল ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে www.vidmate-official.com লিখে সার্চ করলে সবার উপরে ভিটমেটের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। অতঃপর ওয়েবসাইট থেকে অরজিনাল ভিটমেট ডাউনলোড করতে হবে।
ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন
অনেকেই ভিটমেটের অফিসিয়াল ওয়েবসাইট চিনতে পারেনা। যার পরিপ্রেক্ষিতে তারা অন্য ওয়েবসাইট থেকে ভিটমেট ডাউনলোড করার চেষ্টা করে। যার ফলে ভিটমেট ডাউনলোড হয় না।
এছাড়া অনেক সময় ওয়েবসাইটের বিভিন্ন সার্ভার জটিলতার কারণে ভিটমেট ডাউনলোড করা যায় না। আবার অনেক ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করা হয় তা ভিটমেটের অনেক পুরনো ভার্শন।
ভিটমেট কোম্পানি অনেক পুরাতন ভার্সন ডিলেট করে দিয়েছে। যার ফলশ্রুতিতে এ সকল অ্যাপ্লিকেশনগুলো মোবাইল ডিভাইসে কাজ করে না।
গান ডাউনলোড করা ভিটমেট
ভিটমেট অ্যাপস দিয়ে ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও দেখা যায়। ভিটমেট থেকে গান ডাউনলোড করার প্রসেস অনেক সহজ হয়ে থাকে।
ভিটমেট সফটওয়্যারে প্রবেশ করার পর আপনার পছন্দ অনুযায়ী গানটি সিলেক্ট করতে হবে। গান সিলেক্ট করার পর ডাউনলোড করার অপশন এবং টাইটেল এর পাশে ডাউনলোডের লোগো পাওয়া যাবে।
উক্ত ডাউনলোড অপশন অথবা লোগোতে ক্লিক করলে গানটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর গানটি সরাসরি ফোনের ফাইল ম্যানেজার এ চলে যাবে।
Vidmate অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
ভিটমেট থেকে ইউটিউব, ফেসবুক, ডেইলিমোশন, টিকটক সহ মোট এক হাজারের উপর সাইট থেকে বিভিন্ন কোয়ালিটির ভিডিও সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করা যায়।
ভিটমেট থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ভিটমেট সফটওয়্যারটিতে প্রবেশ করুন। অতঃপর সফটওয়্যারটির উপরে সার্চ অপশন দেখতে পাবেন।
পছন্দ অনুযায়ী ভিডিও পেতে সার্চ অপশনে নাম লিখে সার্চ করতে পারেন। অতঃপর পছন্দ অনুযায়ী ভিডিও প্লে করলে ভিডিওর নিচে ডান পাশে ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
ডাউনলোড অপশন এ ক্লিক করলে ভিডিও ডাউনলোড হয়ে সরাসরি ফোনের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। যেখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় উক্ত ভিডিও দেখতে পারবেন।
শেষ কথা
আশা করছি পুরাতন ভিটমেট ডাউনলোড করার নিয়ম সহ ভিটমেট থেকে ভিডিও ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস জানতে পেরেছেন। ওয়েবসাইট থেকে ভিটমেট ডাউনলোড করলে ম্যালওয়্যার বা ভাইরাস থাকতে পারে। তাই শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে ভিটমেট ডাউনলোড করতে হবে। ধন্যবাদ।