১৬ ডিসেম্বর কি দিবস

বাংলাদেশের জাতীয় উৎসব গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিজয় দিবস। যা প্রতি বছর ডিসেম্বর মাসের ১৬ তারিখে পালন করা হয়। বাংলাদেশ এই দিনে স্বাধীন হয়েছিলো এবং পৃথিবীর বুকে চির সবুজের স্বাধীন দেশ হিসেবে স্থান লাভ করে। এই দিন কে স্মরণীয় করে রাখতে আমরা সবাই ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করি। তাই ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস।

১৬ ডিসেম্বর কি দিবস

প্রতিটি দেশের নিজস্ব ভূখণ্ড ও পতাকা রয়েছে। তেমনি বাংলাদেশে একটি স্বাধীন ভূখণ্ড আছে। এই স্বাধীন ভূখণ্ডকে পেতে ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধে ৩০ লাখ বাঙালি জীবন দিয়েছে। দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭১ সালের, ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। সেই দিন প্রথম এদেশের স্বাধীনতা উদযাপন করা হয়। এরপর থেকে এটি বাংলাদেশের একটি দিবস ও সংস্কৃতিতে যুক্ত হয়েছে।

সারা বাংলাদেশে এই দিনে শহিদদের স্মরণ করে ও সম্মান জানায়। তাদের আন্তত্যাগে আমরা আজ স্বাধীনই দেশের নাগরিক হতে পেরেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিন টি আমাদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশে স্বাধীনতাকে উদযাপন করতে ও বিজয়ের ইতিহাস জানিয়ে দিতে বিজয় দিবস পালন করা হয়। যা কারণে ১৬ই ডিসেম্বর কে বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজয় দিবস কবে

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েক টি দিবস ১৯৭১ সাল কে কেন্দ্র করে ইতিহাস রচনা করেছে। যেমন স্বাধীনতা দিবস ও বিজয় দিবস। এরমধ্যে চির স্মরণীয় বিজয় দিবস টি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কে কেন্দ্র করে পালিত হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রতি বছর বিজয় দিবস পালন করা হচ্ছে। আমাদের বাংলাদেশ ১৯৭১ সালে ডিসেম্বরে চূড়ান্ত বিজয় লাভ করে। এরপর থেকে এই দিন টি আমাদের জন্য বিজয়ের চেতনা প্রকাশ করে। যার কারণে বাংলাদেশে বিজয় দিবস প্রতি বছর ডিসেম্বর মাসের ১৬ তারিখে।

১৬ ডিসেম্বর কেনো বিজয় দিবস পালন করা হয়

পৃথিবীতে অনেক গুলো দেশ হয়েছে। তবে সব দেশ স্বাধীন নয়। আর স্বাধীন দেশ গুলোর মধ্যে বাংলাদেশও ও একটি। ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ কে বিজয় দিবসের কথা মনে করিয়ে দেয়। বাঙ্গালিদের বুকে সেই ১৯৭১ সালের স্মৃতি রেখা কে স্মরণ করায়। কেননা আজকের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে লাখ লাখ মানুষের প্রাণ দিতে হয়েছে। বিজয়ের উল্লাস ছড়িয়ে দিতে ও পরবর্তি প্রজন্মকে জানিয়ে দেওয়ার জন্য ইতিহাস হিসেবে প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। বিজয় আমাদের অহংকার, বিজয় আমাদের গৌরব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top