ভ্রমণ হলো সাধারণভাবে একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া। এই ভ্রমণ হতে পারে একাকী, হতে পারে পরিবারের সাথে, আবার হতে পারে কাছের বন্ধুদের সাথে। তবে এটি শুধু ভ্রমণ নয়, এটির মাধ্যমে প্রতিটা ব্যক্তি ও মানুষ নতুন নতুন অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে।
নতুন সংস্কৃতি ও পরিবেশের সাথে নিজেকে পরিচিত করতে পারে। এমনকি বিনোদন এবং অবসর কাটানোর সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই ভ্রমণ। যেটি মানব জীবনকে পরিপূর্ণ আনন্দ করে তোলে ও বিষাদ ময় অনুভূতি কে দূর করে।
ভ্রমণ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানব জীবনের বিকাশ, মানসিক বিকাশ ও সামাজিক উন্নতির জন্য এটি অনেকটা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নতুন অভিজ্ঞতা ও সৃজনশীলতা বাড়ায়। সব থেকে বড় কথা, ভ্রমন বিশ্বকে জানার সুযোগ করে দেয়।
তাই ভ্রমণ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন বিখ্যাত মনীষীর দ্বারা বিভিন্ন ধরনের উক্তি রচিত হয়েছে। যে উক্তিগুলো আপনার ভ্রমণের জন্য অনেক বেশি সহায়ক। তাই আপনি যদি ভ্রমণ নিয়ে উক্তি পছন্দ করে থাকেন। তাহলে এই সম্পূর্ণ পোস্ট থেকে চমৎকার কিছু ভ্রমণ নিয়ে উক্তি সংগ্রহ করুন।
ভ্রমণ নিয়ে উক্তি
প্রকৃত অর্থে আমাদের মানব জীবন অনেকটা ব্যস্ত। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে দূর করে নিজেকে কখনোই প্রকৃতির কাছে সমর্পণ করা হয়ে ওঠে না। তবে প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করার মধ্য দিয়েই অনেকটা শান্তি পাওয়া যায় ও মনের অশান্তি দূর করা যায়।
প্রকৃতির মাঝে ভ্রমন আমাদের জীবনকে অনেকটা সমৃদ্ধ ও আনন্দিত করে। তবে মানুষ স্বভাবতই ভ্রমন প্রিয়। হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় হলেই আমার কোথাও হয়তো ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যাই।
তবে প্রকৃতিকে আরো গভীরভাবে উপলব্ধি করতে এবং ভ্রমণের সময়টাকে বিভিন্ন ব্যক্তিদের রচিত উক্তি দ্বারা বুঝতে চেষ্টা করতে অনেকেই উক্তি অনুসন্ধান করেন। তাই বিখ্যাত ব্যক্তিদের বেশ কিছু ভ্রমণ নিয়ে উক্তি এখানে তুলে ধরা হয়েছে।
০১
“প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য কখনও বেরিয়ে পড়ুন;
এটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে।”
০২
আমরা জীবন থেকে পালানোর জন্য ভ্রমণ করি না
কিন্তু জীবনের জন্য পালাতে পারি না
০৩
“যেখানে পা রাখবেন,
সেখানেই নতুন গল্প শুরু হবে।”
০৪
জীবনের স্বাদ উপভোগ করতে হলে কম্পাসের মতো করুন,
ঘড়ির মতো নয়
-Stephen Covey-
০৫
“স্মৃতি তৈরির সবচেয়ে ভালো উপায় হলো ভ্রমণ করা।”
আনন্দ ভ্রমণ নিয়ে উক্তি
মানুষের জীবনের প্রতিটা আনন্দের ভ্রমণ এমন একটা অভিজ্ঞতা ও নতুন দিগন্তের সন্ধান দেয়। এছাড়া এ সকল আনন্দের ভ্রমণগুলো অনুভূতি, আনন্দ ও প্রকৃতির সৌন্দর্য আবিষ্কার করতে শেখায়। তবে এ প্রতিটা আনন্দ নিয়ে যে বিভিন্ন ধরনের উক্তি রয়েছে।
যে উক্তিগুলো পূর্বে হাজারো জ্ঞানী ব্যক্তিদের দ্বারা রচিত হয়েছে। আপনি যারা এখান থেকে আপনার পছন্দমত এ বছরের বাছাই করা এবং চমৎকার কিছু আনন্দ ভ্রমণ নিয়ে উক্তি সংগ্রহ করতে পারেন। এবং এ উক্তিগুলো আপনার শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-বান্ধবদের সাথে ভ্রমণের সময় শেয়ার করতে পারেন।
০১
আনন্দ ভ্রমণ হল জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা,
যেখানে প্রতিটি মুহূর্তে নতুন আনন্দ খুঁজে পাওয়া যায়।
০২
ভ্রমণ করা উচিত কারণ-
স্থান পরিবর্তন মনকে নতুন শক্তি যোগায়
০৩
ভ্রমণের আনন্দ আমাদেরকে মুক্ত করে,
নতুন অনুভূতির জগতে নিয়ে যায়।
০৪
তুমি কতটুকু শিক্ষিত তা আমাকে বলো না,
তুমি কত জায়গা ভ্রমণ করেছো সেটা বলো। —
০৫
আমি এমন শহরগুলির ও মানুষদের প্রেমে পড়েছি যেখানে আমি কখনও যাইনি
এবং যাদের সাথে আমি কখনও দেখা করিনি। — জন গ্রীন
ভ্রমণ নিয়ে ইসলামিক উক্তি
এই ভ্রমণ মানব জীবনে এটি শুধু আধ্যাত্মিক এবং শারীরিক কার্যকলাপ নয়। যেখানে এটি একটি গুরুত্বপূর্ণ আত্মিক ও নৈতিক যাত্রা। যা নামে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ইসলামে ভ্রমণকে মহৎ উদ্দেশ্যে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে।
আরও দেখুনঃ ভ্রমণ নিয়ে স্ট্যাটাস
কুরআনে এবং বিভিন্ন হাদিসে একজন মানুষের ভ্রমণের বিভিন্ন তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। কারণ একজন মুসলিমকে জীবনে ভ্রমণের গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে। তাই যে সকল মুসলিম ভাইয়েরা অনেকটা ভ্রমন প্রিয়। তারা চাইলে ভ্রমণকে আরো আনন্দিত করতে এখান থেকে ইসলামিক ভক্তি সংগ্রহ করতে পারেন।
০১
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: “ভ্রমণ একটি প্রকারের তাফাক্কুর (বিচার-বিবেচনা),
যে ভ্রমণ করবে তার জন্য শিক্ষা লাভের সুযোগ থাকবে।” (বুখারি ও মুসলিম)
০২
সফর করুন, কারণ এতে রয়েছে জ্ঞান অর্জনের সুযোগ।
– ইমাম আলী (রা.)
০৩
প্রতিটি সফর তোমাকে আল্লাহর সৃষ্টির প্রতি আরো গভীর ভালবাসা অনুভব করাবে।
– ইমাম গাজ্জালি (রা.)
০৪
ভ্রমণ করুন, কারণ সফর আল্লাহর রাসূলদের সুন্নত।
– হযরত মুহাম্মদ (সা.)
০৫
আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ভ্রমণ করুন,
কারণ এতে রয়েছে আল্লাহর রহমত। – তিরমিজি
ভ্রমণ নিয়ে উক্তি ইংরেজিতে
ভ্রমণ আমাদের জীবনের একটি অনন্য অভিজ্ঞতা। প্রত্যেকের জীবনে ভ্রমণের অভিজ্ঞতা থাকা উচিত। হোক বাড়ির পাশে অথবা হোক দেশের গণ্ডি ছাড়িয়ে। তবে ভ্রমণ অত্যন্ত জরুরী। অনেকেই ভ্রমণ নিয়ে উক্তি অনুসন্ধান করেন ইংলিশে। তাই ভ্রমণ নিয়ে বেশ কয়েকটি উক্তি ইংরেজিতে উল্লেখ করা হয়েছে।
০১
ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে। সে জানতে পারে দুনিয়ার তুলনায় সে কত ক্ষুদ্র।’
-গুস্তাভ ফ্লুবেয়ার
০২
নতুন কোনো শহরে একাকী ঘুম থেকে জাগা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আনন্দের অনুভূতি।’
-ফ্রেয়া স্টাক
০৩
‘ভ্রমণ শেষে নিজ বাড়িতে ফেরার আগ পর্যন্ত কেউ বুঝতে পারে না ভ্রমণ কত সুন্দর ছিল।’
-লিন ইউতাং
০৪
নতুন অচেনা কোনো দেশে গেলে মানুষ শিশু বয়সের বিস্মিত হওয়ার মতা অনুভূতিটি ফিরে পায়।
’-বিল ব্রাইসন
০৫
ভ্রমণ মানুষকে জ্ঞান অজর্ন করতে সাহায্য করে।’
-জেফারসনস
পাহাড় ভ্রমণ নিয়ে উক্তি
পাহাড়ের সৌন্দর্য সত্যিই মনমুগ্ধকর। পাহাড়ের কাছে না গেলে এবং পাহাড়ে আরোহন না করলে কখনোই পাহাড়ের সৌন্দর্য কে উপলব্ধি করা যাবে না। কারণ পাহাড় প্রকৃতির এক অপরূপ মহিমা। আমাদের সামনে স্রষ্টার সৃষ্টির অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকে।
এর সৌন্দর্য সত্যিই মনমুগ্ধকর, পাহাড়ের কোল ঘেঁষে থাকা নদী, ঘন বন, এবং পাখির কলতান—সবই মিলে একটি অপরূপ পরিবেশ সৃষ্টি করে। যা আমাদের মনকে দারুন ভাবে ছুঁয়ে যায়। তাইতো পাহাড়ের ভ্রমন করতে গেলে আমাদের মনে বিভিন্ন ধরনের উক্তি চলে আসে। তাই পাহাড় ভ্রমণ নিয়ে উক্তি এখানে তুলে ধরা হয়েছে।
০১
সকালে সূর্য পাহাড়কে যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যি অসাধারণ।
— জন মুইর
০২
কেউ একটা বড় পাহাড় অতিক্রমের পর আর অনেক পাহাড় এর সম্মুখীন হবে এটা নিশ্চিত।
— নেলসন ম্যান্ডেলা
০৩
আমি পাহাড়কে ভালোবাসি কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি তাদের চেয়ে ছোট।
— মার্ক অবমাসিক
০৪
আপনি যদি পাহাড় ভ্রমণ করেন তাহলে,
অবশ্যই পাহাড়ের লতা ফুলের গন্ধে আপনার মন মুগ্ধ হয়ে যাবে।
০৫
পাহাড়েরও মন ভাঙ্গে, আর কান্নাগুলো নেমে আসে ঝর্ণায়।
— সংগৃহীত