সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল খেলা। বিশ্বের মধ্যে সব খেলার থেকে ফুটবল খেলা একটি অন্যতম। ফুটবল খেলার কথা শুনলেই যেন ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সে খেলা দেখার ইচ্ছা আকাঙ্ক্ষা জেগে ওঠে। তার মধ্যে যদি যদি জনপ্রিয় দলের খেলা হয় তাহলে তো কোন কথাই থাকে না। বর্তমান জনপ্রিয় দল গুলোর মধ্যে আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল আরো কিছু দল রয়েছে।
সবচেয়ে এই দলগুলোর সাপোর্টার বেশি হয়ে থাকে। এই কয়েকটি দলের খেলা থাকলে কেউ খেলা দেখা মিস করতে চায় না। কিছুদিন পরে ই জনপ্রিয় দলগুলোর খেলা শুরু হয়ে যাবে। বিশ্বের মধ্যে অন্যতম হলো কোপা আমেরিকা। বিশ্বকাপ খেলার পরে কোপা আমেরিকার স্থান রয়েছে। বিশ্বের সব ধরনের মানুষ আমেরিকার খেলা দেখে। সবার কোপা আমেরিকা কবে শুরু হবে এ তথ্য জানার আগ্রহী রয়েছে।
আজকে আপনাদেরকে নতুন ২০২৪ সালের কোপা আমেরিকা খেলার সময়সূচী সম্পর্কে জানাবো। অনেকেই অনলাইনের মাধ্যমে কোপা আমেরিকা সঠিক সময় সূচি খুঁজতেছেন। এজন্য আপডেট খেলার তথ্য নিয়ে এই পোস্টের মাধ্যমে শেয়ার করেছি। আপনি আমাদের এই পোস্টটি পড়ে কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি এবং ফাইনাল খেলা কবে হবে এ তথ্যগুলো জানতে পারবেন।
কোপা আমেরিকা ফাইনাল ২০২৪
প্রায় এক মাস কোপা আমেরিকা খেলা অনুষ্ঠিত হবে। এরপর নির্দিষ্ট একটি দিনে আয়োজন করে দুটি দল এর ফাইনাল খেলা হবে। অনেকেই কোপা আমেরিকা কত তারিখে ফাইনাল খেলা হবে এ তথ্য জানার চেষ্টা করতেছেন। কিন্তু সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ ২০২৪ সালের ১৪ই জুলাই কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কিন্তু বাংলাদেশের সময় ১৫ জুলাই ভোর ছয়টায় কোপা আমেরিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই এই খেলায় আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে। আর্জেন্টিনার সঙ্গী হিসেবে কলম্বিয়া আগামী ১৫ই জুলাই ভোর 6 টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি
এই নতুন বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের আটচল্লিশ তম কোপা আমেরিকা খেলা শুরু হবে। এই টুর্নামেন্টে জনপ্রিয় 16 টি দল দেখা যাবে। এবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বাস্থ্যের জনপ্রিয় দল আর্জেন্টিনা গ্রুপ এ রয়েছে। এই ১৬ টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।
প্রতিদিন পাল্টাপাল্টি দুটি দলের খেলা দেখা যাবে। সবাই অধিক আগ্রহ নিয়ে কোপা আমেরিকা দেখার জন্য বসে আছেন। অনেকেই সময়সূচি সম্পর্কে কোন তথ্য জানেন না। কোপা আমেরিকা টি ২০শে জুন থেকে শুরু হয়ে ১৪ জুলাই ফাইনাল দিয়ে শেষ হবে। দেখে নিন কোপা আমেরিকার সময়সূচী।
আরও দেখুনঃ কোপা আমেরিকা ফাইনাল কবে ২০২৪
গ্রুপ ( এ ) দলঃ
তারিখঃ | ম্যাচ | ভেন্যু (স্টেডিয়াম) |
২০ জুন, ২০২৪ | আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী | মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম |
২১ জুন, ২০২৪ | পেরু বনাম চিলি | এটিএন্ডটি স্টেডিয়াম |
২৫ জুন, ২০২৪ | চিলি বনাম আর্জেন্টনা | মেটলাইফ স্টেডিয়াম |
২৫ জুন, ২০২৪ | পেরু বনাম প্লে-অফ বিজয়ী | চিলড্রেন’স মার্সি পার্ক |
২৯ জুন, ২০২৪ | আর্জেন্টিনা বনাম পেরু | হার্ড রক স্টেডিয়াম |
২৯ জুন, ২০২৪ | প্লে-অফ বিজয়ী বনাম চিলি | এক্সপ্লোরিয়া স্টেডিয়াম |
গ্রুপ ( বি ) দলঃ
তারিখঃ | ম্যাচ | ভেন্যু (স্টেডিয়াম) |
২২ জুন, ২০২৪ | মেক্সিকো বনাম জ্যামাইকা | এনআরজি স্টেডিয়াম |
২২ জুন, ২০২৪ | ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা | লিভাই’স স্টেডিয়াম |
২৬ জুন, ২০২৪ | ভেনিজুয়েলা বনাম মেক্সিকো | সোফি স্টেডিয়াম |
২৬ জুন, ২০২৪ | ইকুয়েডর বনাম জ্যামাইকা | অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
৩০ জুন, ২০২৪ | মেক্সিকো বনাম ইকুয়েডর | স্টেট ফার্ম স্টেডিয়াম |
৩০ জুন, ২০২৪ | জ্যামাইকা বনাম ভেনিজুয়েলা | কিউটু স্টেডিয়াম |
গ্রুপ ( সি ) দলঃ
তারিখঃ | ম্যাচ | ভেন্যু (স্টেডিয়াম) |
২৩ জুন, ২০২৪ | উরুগুয়ে বনাম পানামা | হার্ড রক স্টেডিয়াম |
২৩ জুন, ২০২৪ | যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া | এটিএন্ডটি স্টেডিয়াম |
২৭ জুন, ২০২৪ | পানামা বনাম যুক্তরাষ্ট্র | মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম |
২৭ জুন, ২০২৪ | উরুগুয়ে বনাম বলিভিয়া | মেটলাইফ স্টেডিয়াম |
১ জুলাই, ২০২৪ | যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে | অ্যারোহেড স্টেডিয়াম |
১ জুলাই, ২০২৪ | বলিভিয়া বনাম পানামা | এক্সপ্লোরিয়া স্টেডিয়াম |
গ্রুপ ( ডি ) দলঃ
তারিখঃ | ম্যাচ | ভেন্যু (স্টেডিয়াম) |
২৪ জুন, ২০২৪ | কলম্বিয়া বনাম প্যারাগুয়ে | এনআরজি স্টেডিয়াম |
২৪ জুন, ২০২৪ | ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী | সোফি স্টেডিয়াম |
২৮ জুন, ২০২৪ | কলম্বিয়া বনাম প্লে-অফ বিজয়ী | স্টেটফার্ম স্টেডিয়াম |
২৮ জুন, ২০২৪ | প্যারাগুয়ে বনাম ব্রাজিল | অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
২ জুলাই, ২০২৪ | প্লে-অফ বিজয়ী বনাম প্যারাগুয়ে | কিউটু স্টেডিয়াম |
২ জুলাই, ২০২৪ | ব্রাজিল বনাম কলম্বিয়া | লিভাই’স স্টেডিয়াম |
** এই গ্রুপে প্লে অফ থেকে যুক্ত হবে কোস্টারিয়া অথবা হন্ডুরাস।
কোপা আমেরিকা কোয়াটার ফাইনাল এর সময়সূচিঃ
তারিখঃ | ম্যাচ | ভেন্যু (স্টেডিয়াম) |
৪ জুলাই, ২০২৪ | গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ | এনআরজি স্টেডিয়াম |
৫ জুলাই, ২০২৪ | গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ | এটিএন্ডটি স্টেডিয়াম |
৬ জুলাই ২০২৪ | গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপ | অ্যালিজায়ান্ট স্টেডিয়াম |
৬ জুলাই ২০২৪ | গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপ | স্টেটফার্ম স্টেডিয়াম |
কোপা আমেরিকা সেমিফাইনাল এর সময় সূচিঃ
তারিখঃ | ম্যাচ | ভেন্যু (স্টেডিয়াম) |
৯ জুলাই, ২০২৪ | কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ বিজয়ী | মেটলাইফ স্টেডিয়াম |
১০ জুলাই, ২০২৪ | কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ বিজয়ী | ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম |
তৃতীয় স্থান নির্ধারনের সময় সূচিঃ
তারিখঃ | ম্যাচ | ভেন্যু (স্টেডিয়াম) |
১৩ জুলাই, ২০২৪ | সেমিফাইনাল ‘১’ পরাজিত দল বনাম সেমিফাইনাল ‘২’ পরাজিত দল | ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম |
ফাইনাল এর সময়সূচিঃ
তারিখঃ | ম্যাচ | ভেন্যু (স্টেডিয়াম) |
১৪ জুলাই, ২০২৪ | আর্জেন্টিনা বনাম কলম্বিয়া | হার্ড রক স্টেডিয়াম |
কোপা আমেরিকা কবে শুরু হবে
বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোপা আমেরিকা খেলা নতুন বছরে কবে শুরু হবে এই তারিখগুলো সবাই জানার চেষ্টা করেন। কারণ বিশ্বের সবগুলো দেশেই ফুটবলপ্রেমী মানুষ রয়েছেন। আজকে আমরা তাদের উদ্দেশ্যেই ২০২৪ সালে কোপা আমেরিকা খেলার সময়সূচী উল্লেখ করেছি। সবাই কোপা আমেরিকা কবে শুরু হবে জানতে চাচ্ছেন। অর্থাৎ ২০২৪ সালে ২০শে জুন কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ ম্যাচ দিয়েই কোপা আমেরিকা শুরু হবে।
শেষ কথা
আপনারা যারা ফুটবল প্রেমী রয়েছেন কবে কোপা আমেরিকা হবে এই তথ্য জানার চেষ্টা করতেছিলেন। অনেকেই অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য খুঁজে পাচ্ছি না। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে ২০২৪ সালের কোপা আমেরিকা বিভিন্ন দলের সময়সূচী উল্লেখ করেছি। কবে কখন কত তারিখে কোন দলের খেলা হবে তথ্যগুলো আমাদের এই পোস্ট করে জানতে পারবেন। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এবং কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি দেখতে পেরেছেন। ধন্যবাদ
FAQ
কোপা আমেরিকা ফাইনাল কবে
বাংলাদেশী সময় ১৫ জুলাই ভোর ৬ টায় কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় ইতোমধ্যে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছেছে। সর্বশেষ উরুগুয়েকে হারিয়ে কলম্বিয়া তাদের ফাইনাল নিশ্চিত করেছে। অর্থাৎ কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা এবং কলম্বিয়া মুখোমুখি হবে।