সুন্দর উপস্থাপনা এবং কথা বলার কলা কৌশলের মাঝেই একটি অনুষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে। একটি অনুষ্ঠানের সামনে বহু মানুষ অনেক আগ্রহের সাথে ও উৎসাহের সাথে অপেক্ষা করে। অনেক সুন্দর কিছু শোনার জন্য এবং সুন্দর কিছু পাওয়ার জন্য। তবে একজন উপস্থাপক এবং উপস্থাপিকাই পারে কোন অনুষ্ঠানকে সুন্দর করে পরিচালনা করতে।
একটি অনুষ্ঠান কতটা সুন্দর হবে তা সম্পূর্ণ নির্ভর করে উপস্থাপক বা উপস্থাপিকার উপর। তবে সেই অনুষ্ঠানটি যদি উপস্থাপকের ছন্দে ছন্দে হয় তাহলে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় হয়। তবে আপনি যদি কোন সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছন্দের মাধ্যমে উপস্থাপনা করতে চান এক্ষেত্রে এই পোস্ট থেকে সাহায্য নিতে পারেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ
অনুষ্ঠানের সজীবতা বজায় রাখতে উপস্থাপকের অসাধারণ কথা বলার সুন্দর কৌশল মুখ্য ভূমিকা পালন করে। অনুষ্ঠান কতটা সুন্দর হবে তা নির্ভর করে উপস্থাপকের উপর। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা, নিত্য,কবিতা আবৃত্তি, ছন্দ আবৃতি হয়ে থাকে।
তবে পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি যদি ছন্দে ছন্দে পরিচালনা করা যায়। তাহলে সে অনুষ্ঠানটি হবে আরো সুন্দর এবং আকর্ষণীয়। তবে আপনি যদি একজন ছন্দ প্রেমিক হয়ে থাকেন তাহলেই উপস্থাপক এবং উপস্থাপিকা হিসেবে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিচালনা করতে পারবেন।
কেননা একজন দক্ষ উপস্থাপন পেই পারে অনুষ্ঠানকে সুন্দর করে পরিচালনা করতে। যদি উপস্থাপকের কথা বলার ধরন কোন রকম ভুল হয়ে থাকে তাহলে সম্পূর্ণ অতিথি অনুষ্ঠানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই একজন উপস্থাপনার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানে কি ছন্দ হতে পারে তা এই পোস্ট থেকে দেখে নিন।
কিভাবে উপস্থাপনা শুরু করতে হয়
কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা কঠিন কোন বিষয় নয়। এটি আপনার পূর্ব কোন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ঠিক বুঝতে পারবেন উপস্থাপনাটা কিরকম হতে পারে। সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনার ক্ষেত্রে নাচ গান কবিতা আবৃতি বিভিন্ন জাদু ইত্যাদি পরিচালনার বিষয়টি লক্ষণীয় হয়।
যেভাবে আপনি আপনার সংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করবেন তা হচ্ছে সবার পূর্বে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি সূচি তৈরি করা। এক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুন্দর করে তোলা জন্য প্রথমে একটি গান বাজিয়ে শুরু করা। আর ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান হলে অবশ্যই তা গজল অথবা ইসলামী সঙ্গীত ও নাসিদ দিয়ে শুরু করা।
অতঃপর আপনার সূচিতে থাকবে তারপর নিত্য, তারপর থাকবে কবিতা আবৃতি এবং তারপর থাকবে যাদু পরিবেশনা এবং তারপর থাকবে কৌতুক। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বশেষ একটি গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করবেন। ঠিক এরকম একটি অনুষ্ঠানের জন্য সূচি বা তার লিস্ট তৈরি করে নিবেন। যাতে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে সহায়তা করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা বক্তব্য
এবার আসা যাক মূল পর্বে। যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের একজন উপস্থাপক বক্তব্য দিবেন পুরো অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। তার একটি নমুনা এখানে আপনাদের কে জানানোর উদ্দেশ্য উল্লেখ করা হলো। ধরা যাক অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে…. এক্ষেত্রে একজন উপস্থাপক যেভাবে উপস্থাপন শুরু করবেন তা হচ্ছেঃ
- সুপ্রিয় দর্শক মন্ডলী হতে যাচ্ছে শিল্পকলা একাডেমীর আয়োজনে মন মুগ্ধকর আজকে যে। আজকের অনুষ্ঠানে আপনাদের আকর্ষণ করার উদ্দেশ্যে থাকছে গান, কবিতা, নৃত্য কৌতুক এবং বিভিন্ন ধরনের মোহবিষ্ট যাদু। সাথে থাকতে গীতিনাট্য ও পুতুল নাচ। সম্পূর্ণ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি সাগর। এছাড়াও যন্ত্রসংগিতে থাকছে, কিবোর্ডে লিটন,অক্টোপাসে সুমন, গিটারের রনি,তবলায় রতন।
অতএব অনুষ্ঠানের শুরুতে আপনার সূচিপত্রে যদি একটি গান দিয়ে শুরু করা হয় এক্ষেত্রে একজন উপস্থাপক এভাবে বলতে পারেন। যেমনঃ
- গান মানুষের মনকে আনন্দিত করে, সুখে দুখে বেদনায় মানুষ গান শুনতে অনেক বেশি ভালোবাসে। চলুন শুরুতেই সুরের মূর্ছনায় কিছুক্ষণের জন্য হারিয়ে যাই। এবারের অনুষ্ঠানের সংগীত নিয়ে আসছেন টিটু ভাই।
অতএব সম্পূর্ণ গান শেষে অনুষ্ঠানে সংগীত শিল্পী কে ধন্যবাদ জানিয়ে দিতে পারেন। এরপর যদি কবিতা আবৃত্তি থাকে তাহলে একজন উপস্থাপক এভাবে বলতে পারেন। যেমনঃ
- কবিতা মানুষের মনের কথা বলে, একজন মানুষের জীবনের কথা বলে। কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে,জাগিয়ে তোলে আমাদের বোথ শক্তিকে,এবারে কবিতা আবৃত্তি পরিবেশন করবেন বিপ্লব কুমার।
এছাড়া অনুষ্ঠানের মধ্যে যদি কোন আকর্ষণীয় ব্যক্তি বা শো থাকে তাহলে ফাঁকে ফাঁকে উপস্থাপক তা ঘোষণা করে দিতে পারেন দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে। এক্ষেত্রে একজন উপস্থাপক যেভাবে উপস্থাপন করতে পারেন তা হচ্ছেঃ
- আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ পুতুল নাচ, পাপেট শো এবং জাদুর খেলা। এবং পরিবেশনে থাকছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প গোষ্ঠী। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। বিশেষ আকর্ষণ দেখতে শেষ পর্যন্ত থাকুন।
অতএব এভাবে আপনি কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা খুব সুন্দর করে পরিবেশন করতে পারেন।
উপস্থাপনার কিছু ছন্দ
এছাড়া বিভিন্ন কবিতা, গান,বিভিন্ন কৌতুক ও যাদুর খেলা পরিবেশনায় ছন্দ ব্যবহার করতে পারেন। এর মধ্যে উল্লেখিত আপনাদের সুবিধার জন্য একটি ছন্দ উল্লেখ করা হলো। যে ছন্দ একজন উপস্থাপক সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- কবিতা উপস্থাপনার ক্ষেত্রে ছন্দ গুলো হতে পারে এমনঃ কবিতা আমাদের মনের কথা বলে,কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে আমাদের বোথ শক্তিকে, এবারে কবিতা আবৃত্তি পরিবেশন করবেন সজীব হোসেন।
- গান উপস্থাপনের ক্ষেত্রে ছন্দ গুলো হতে পারে এমনঃ চলুন শুরুতেই গানের মূল শোনায় হারিয়ে যাই,গান পরিবেশন করতে মঞ্চে আসছেন শিল্পী অদিতি রায়।
- নাচ উপস্থাপনের ক্ষেত্রে উপস্থাপক এভাবে বলতে পারেনঃবারে নৃত্যের তালে তালে আন্দোলিত হয়ে উঠবে আজকের সুন্দর সন্ধ্যা। চলুন কিছুক্ষণ হারিয়ে যাই নৃত্যের ঝংকারে। এবারে নৃত্য পরিবেশন করবেন অনামিকা তালুকদার
অতএব ছন্দে ছন্দে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতে হলে অবশ্যই একটি গানের আগে কি বলবেন তা সংগ্রহ করে নিন বা স্ক্রিপ্ট লিখে নিন। আবার কবিতার আগে কি বলবেন, এবং নিত্য পরিবেশন করার আগে অথবা পরে কি বলবেন তা সম্পূর্ণ একটি স্ক্রিপ আকারে লিখে নিন। এতে আপনার উপস্থাপনাটি অনুষ্ঠানের জন্য অনেক বেশি কার্যকর এবং উপভোগ্য হবে।
ইসলামি সাংস্কৃতিক উপস্থাপনার জন্য ছন্দ
প্রতিবছর বিভিন্ন জায়গায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্য করা যায়। যেখানে ইসলামের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, এবং বিভিন্ন সংগীত পাঠের বড় বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে এক্ষেত্রেও একজন ভালো উপস্থাপকের প্রয়োজন হয়। একজন উপস্থাপকেরই পারেন সামনে শ্রোতাদেরকে আকর্ষণ এবং মনোযোগী করতে।
তো ইসলামিক ভাবে সাংস্কৃতিক উপস্থাপনার জন্য যে ছন্দ গুলো আপনি প্রয়োগ করতে পারেন তার কিছু উপায় এখানে উল্লেখ করা হলো। যেমন শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে সালাম বিনিময় করতে পারেন। বিভিন্ন হাদিস সম্পর্কে আলোচনা এবং মহান আল্লাহতালার বাণী তুলে আলোচনা করতে পারেন ইত্যাদি।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে আপনার এখান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ সংগ্রহ করতে পেরেছেন। খুব সহজে এবং সংক্ষেপে আপনাদের জন্য ছন্দ গুলো উল্লেখিত করা হয়েছে। আশা করছি এই পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ