ঘাস কাটার মেশিন দাম ২০২৪

একটি ঘাস কাটার মেশিন কৃষকের খামারে অনেক বেশি গবাদি পশু পালনে সব থেকে বেশি সাহায্য করে থাকে। কারণ ছোট একটি মেশিন দিয়ে একসাথে ৩০ থেকে ৪০টি গরুর ঘাস এবং খড় কেটে ফেলা যায়। এতে করে একজন কৃষকের সময় অপচয় রোধ হয় এবং পরিশ্রম কম হয়।

তাই গরু ও ছাগলের জন্য ঘাস কাটার মেশিনগুলো বর্তমানে অনেক বেশি জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন। দিন দিন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন পাওয়া যায়। যা মডেল এবং ডিজাইন অনুযায়ী দাম কম অথবা বেশি হয়ে থাকে।

যেমন বাংলাদেশে ইন্ডিয়ান এবং চায়নার বেশ কয়েক মডেলের ঘাস কাটার মেশিন পাওয়া যায়। আর মডেল ও ডিজাইন অনুযায়ী এ সকল ঘাস কাটার মেশিন দাম নূন্যতম ১৪৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা হয়।

ঘাস কাটার মেশিন দাম

বাংলাদেশের বিভিন্ন শহরে ও জেলাতে ঘাস কাটার মেশিন পাওয়া যায়। তবে এই মেশিনগুলো সাধারণত ইন্ডিয়ান এবং চ্যানেল হয়ে থাকে। তবে আপনি চাইলে এই সকল মেশিনের সাথে বাংলাদেশের বিভিন্ন মটর ব্যবহার করতে পারেন।

যেমন আরএফএল মোটর, গাজি মটর সহ আরো ইত্যাদি। আর এই সকল ঘাস কাটার মেশিন দাম সম্পূর্ণ নির্ভর করে মটরের হর্স পাওয়ার( ঘোড়া) অনুযায়ী।

উদাহরণ হিসেবে, ভারতের টাটা কোম্পানির ঘাস কাটার মেশিনের সাথে বাংলাদেশের আরএফএল কোম্পানির ১ হর্স পাওয়ার মটর মিলে সম্পূর্ণ একটি ঘাস কাটার মেশিন এর দাম হয় ন্যূনতম ১৭ হাজার থেকে ২৫ হাজার টাকা।

এবং মোটরের ঘোড়া অনুযায়ী সর্বোচ্চ দাম ৩০ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়। তাই ঘাস কাটার মেশিন ক্রয় করার সময় অবশ্যই মেশিনটির সাথে কত ঘোড়া মোটর লাগানো আছে তা দেখে নিন।

ঘাস কাটার মেশিন দাম কত

আপনার গরু এবং ছাগলের জন্য জিরো সাইজ অথবা ১ ইঞ্চি সাইজ বা তার থেকে বড় সাইজের খর বা ঘাস কাটার মেশিন পেয়ে যাবেন মাত্র ১৭ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায়।

যদি ঘাস কাটার কাটার মেশিনে ভালো শক্তি পেতে চান। এবং আপনার ছাগল ও গরুর জন্য একদম জিরো সাইজ অথবা ইচ্ছেমতো সাইজের ঘাস কাটতে চান।

তাহলে অবশ্যই নূন্যতম ২ থেকে ৩ হর্স মটরের ঘাস কাটার মেশিন ব্যবহার করুন। যেমন বর্তমানে এই মেশিনটি পাওয়া যাচ্ছে ৩০ হাজার থেকে ৩৬ হাজার টাকায়।

যেমন এই মেশিনটি কভার সহ এবং কভার ছাড়া পাবেন। এটা কভার সহ টাটা ৭৭ মডেল। বর্তমানে এর দাম ২ হর্স মটরের সাথে ৩৩ হাজার ৫০০ টাকা।

এবং সাথে ৩ হর্স মটর দিয়ে এর দাম হয় ৩৫ হাজার থেকে ৩৬ হাজার টাকা। আবার কভার ছাড়া এই মডেলের ঘাস কাটার মেশিনের দাম হয় প্রায় ৩০ হাজার থেকে ৩৪ হাজার টাকা।

ঘাস কাটার মেশিন দাম ইন্ডিয়ান ২০২৪

মেশিন অনুযায়ী দাম কম অথবা বেশি হয়। ইন্ডিয়ান টাটার কোম্পানির বেশ কয়েক মডেলের ঘাস কাটার মেশিন পাওয়া যায়। যেমন টাটা ৬৭ কভার ছাড়া এবং কভার সহ। আবার মডেল টাটা ৬৭ গরুর মার্কা।

আবার মডেল টাটা ৭৭ কভার সহ এবং কভার বাদে। আর এ প্রত্যেকটা মডেলের সাথে ১ ঘোড়া এবং ১.৫ ঘোড়া মোটর মিলিয়ে এর দাম হয় কবার বাদে ন্যূনতম ১৭ হাজার টাকা।
এবং কভারসহ সর্বোচ্চ ২০- ২১ হাজার টাকা। তবে টাটা কোম্পানির গরু মার্কার ঘাস কাটার মেশিনের দাম সর্বোচ্চ ২৪০০০ থেকে ২৫ হাজার টাকা।

ঘাস কাটার মেশিন কোথায় পাওয়া যায়

আপনার নিকটস্থ শহরের অথবা আপনার জেলায় একটু অনুসন্ধান করলেই ঘাস কাটার মেশিন পাবেন। এছাড়া বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘাস কাটার মেশিন পাওয়া যায়।

বিভিন্ন ফেসবুক পেজ অথবা ইউটিউবে ঘাস কাটার মেশিন লিখে সার্চ করলেই অনেক বিশ্বস্ত ও পরিচিত ঘাস কাটার মেশিনের দোকান পাবেন। তাদের সাথে যোগাযোগ করে ঘাস কাটার মেশিন সাশ্রয়ী দামে ক্রয় করতে পারেন।

শেষ কথা

বর্তমানে ঘাস কাটার মেশিনের অনেক চাহিদা রয়েছে। কারণ ঘাস কাটার মেশিন একজন কৃষককে অনেক বেশি সাহায্য করে থাকেন। সময় অপচয় এবং পরিশ্রম কম হতে সাহায্য করে।

তাই আপনি যদি ঘাস কাটার মেশিন ক্রয় করতে চান। তাহলে অবশ্যই বর্তমানে ঘাস কাটার মেশিন দাম কত টাকা তা সঠিক জেনে নিবেন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top