মানুষের অন্তর কঠোর হওয়ার ফলে মহান আল্লাহ তায়ালার থেকে অনেক বেশি দূরে থাকে ওই মানুষেরা। সকল প্রকার মহান আল্লাহ তা’আলার উপকার ইবাদত বন্দী থেকে দূরে থাকে। এমনকি এই কঠিন অন্তর একজন মানুষের পরিশুদ্ধি নষ্ট করে দেয়। এছাড়াও আত্মীয়-স্বজন প্রিয় মানুষের সাথেও মূল কঠোর হওয়া ফলে তৈরি হয় বিভিন্ন দ্বিধাদ্বন্দ।
বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মন কঠোর এবং পাষাণ হয়ে যায় মন আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে। হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জেনে রেখো! শরীরের মধ্যে এমন এক টুকরা গোশত আছে, যা সুস্থ থাকলে গোটা দেহ সুস্থ থাকে, আর এটা অসুস্থ হয়ে গেলে গোটা দেহ অসুস্থ হয়ে যায়। জেনে রেখো, আর এটাই হলো অন্তর। অতএব এই পোস্ট থেকে কারো মন নরম করার দোয়া অবশ্যই গুরুত্ব সহকারে জেনে নিন।
কারো মন নরম করার দোয়া
কারো সন্তান, কারো স্বামী এবং কারো ভালোবাসার মানুষের অন্তর অনেক বেশি কঠিন এবং পাষণ্ড হয়ে যায়। তবে আত্মার পরিশুদ্ধি এবং মন নরম করতে অবশ্যই মহান আল্লাহ তাআলার বিধি নিষেধ গুলো মেনে চলতে হবে। এবং বেশি বেশি জিকিরে রপ্ত থাকতে হবে। যাদের স্বামী অনেক বেশি অবাধ্য, মহান আল্লাহ তালাতে ইবাদত থেকে অনেক বেশি দূরে। আপনার কোন রকম কথা শুনতে চাই না।
এক্ষেত্রে একটি আমল হিসেবে প্রতিদিন ১০০ বার ইয়া শাহিদু পাঠ করে আপনার স্বামীর বুকে ফু দিতে পারেন। এছাড়াও বিভিন্ন আমল এবং দোয়া রয়েছে, যে দোয়া এবং আমলের পরিপ্রেক্ষিতে একজন মানুষের অন্তর অনেক বেশি নরম হয়। তাই এই পোস্ট একদম শেষ পর্যন্ত পড়ুন এবং বিভিন্ন আমল এবং দোয়া সম্পর্কে জানুন।
যে সব আমল এবং দোয়ায় অন্তর নরম হয়
যদি কোন ব্যক্তির অন্তর নরম করতে চান, এবং মহান আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে ফিরে নিতে চান এক্ষেত্রে নিজেকে অনেকটা পরিবর্তন এবং কঠোর মনিভাব পরিবর্তন করতে হবে। তবে এর জন্য মন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। এবং কি মন নরম করতে চাইলে পাশাপাশি আপনাকে বেশি বেশি মৃ*ত্যুর কথা স্ম*রণ করতে হবে।
বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে, কবর জিয়ারত করতে হবে। ইস্তেগফার পাঠ করা, সবসময়ই জিকিরে লিপ্ত থাকা। অ*সৎ সঙ্গ ত্যাগ করা এবং সৎ লোকের সাথে বসবাস করা। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া। এক্ষেত্রে একজন ব্যক্তির মোট এবং অন্তর নরম করার জন্য মন আল্লাহ তাআলার কাছে নিচের দোয়াটি পাঠ করতে পারেন। অতএব এই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছেঃ
- আরবিতে লিখু*নঃ اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
- বাংলায় উচ্চারণঃ আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক।’
- ‘হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন।’ (মুসলিম, রিয়াযুস সালিহীন, মিশকাত)
এছাড়াও অন্তরের কঠোরতা দূর করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। যে দোয়াগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই একজন মানুষের মন পরিবর্তন করে নিতে পারেন এবং তার অন্তর নরম করতে পারেন। উল্লেখযোগ্য সেই দোয়াটি হচ্ছেঃ
- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা কালবান সা-লিমা’,
- অর্থাৎ, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে পরিশুদ্ধ অন্তর কামনা করছি।’ (মুসনাদে আহমদ : ১৭১১৪)।
অন্তর পবিত্র করার দোয়া
একজন ব্যক্তির মতো অন্তরের পরিশুদ্ধি লাভ হয় মন আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে এবং তার ইবাদত করে। তবে সর্বোপরি আত্মার পরিশুদ্ধি জন্য আল্লাহতালার কাছে সাহায্য চাইতে হয়। তবে অন্তরের পবিত্রতা ও পরিশুদ্ধির জন্য রাসুলুল্লাহ (সা.) নিয়মিত দোয়া করতেন। তবে এর মধ্যে উল্লেখিত অন্তর পবিত্র করার দোয়া গুলো হচ্ছেঃ
- ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা কালবান সা-লিমা’
- ইয়া মুকাল্লিবাল কুলুব! সাব্বিত কালবি আলা তাআতিকা’,
মানুষের মন নরম করার দোয়া ও আমল
বিভিন্ন দোয়ার পাশাপাশি আমল করা অনেক গুরুত্বপূর্ণ অন্তরকে নরম করার জন্য। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে আমলগুলো একজন ব্যক্তির করা প্রয়োজন সেই আমলগুলো হচ্ছেঃ মহান আল্লাহকে ভয় করা, তার বেশি বেশি ইবাদত করা। সর্বোপরি জিকিরে লিপ্ত থাকা, কবর জিয়ারত করা। ইস্তেগফার পাঠ করা এবং বেশি বেশি দোয়া করা।
এবং আল্লাহ তায়ালার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। অতএব এসব আমল গুলোই আপনাকে আপনার নরম করতে অনেক বেশি সাহায্য করবে। অতএব আমল করার পাশাপাশি বিভিন্ন দোয়া করতে হয়। ইতিমধ্যে কয়েকটি দোয়া উপরে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো একটি দোয়া নিচে থেকে দেখে নিনঃ
- আরবীতে লিখু*নঃ اللهم اغسل قلبي بماء الثلج والبرد، ونق قلبي من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس، وباعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب
- বাংলা লিখু*নঃ আল্লাহুম্মাগসিল কলবি বিমাইস সালজি ওয়াল বারাদি, ওয়া নাক্কি কালবি মিনাল খাতায়া, কামা নাক্কাইতাস সাওবাল আবয়াদা মিনাদ দানাসি, ওয়া বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বায়াদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি।’
অতএব এসব দোয়া ও আমল গুলো দ্বারা নিজের কঠোর মন ও অন্তর পরিবর্তন করতে পারবেন। এমনকি অন্য কারোর মন এবং অন্তর নরম করতে চাইলে তাকে এসব পরামর্শ হিসেবে উপায় এবং দোয়া গুলো তাকে গুলো জানিয়ে দিতে পারেন।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে আজকের এই আলোচনা থেকে আপনারা কারো মন নরম করার দোয়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যাদের অন্তর অনেক বেশি কঠিন। এমন কি নিজ আত্মীয় এবং প্রিয় মানুষ রয়েছেন যাদের মন অনেক বেশি কঠিন। তাই আল্লাহর রহমতে তাদের অন্তর করতে ইতিমধ্যে হয়তো দোয়া ও আমল সংগ্রহ করতে পেরেছেন। এই পোস্ট উপকৃত মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ