পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে ২০২৪

এটি একটি সরকারি হাসপাতাল। এখানে সকল ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয়। আধুনিক যন্ত্রের মাধ্যমে নির্ভুল ভাবে রোগ নিরাময় করতে আপনারা এই হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। এখানে দিন রাত ২৪ ঘণ্টা রোগীদের রোগ নিরাময় করা হয়। এছাড়া এখানে জরুরি বিভাগ রয়েছে। পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে তা জেনে আপনার যেকোনো প্রয়োজনে এখানে রোগী ভর্তি করাতে পারবেন।

পিজি হাসপাতাল শাহবাগ মোড়ে পশ্চিম পার্শ্বে অবস্থিত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের রাষ্ট্রিয় সম্মানি ভাতাভুগীগন জরুরী  কোন মেজর চিকিৎসার প্রয়োজন হলে পিজি হাসপাতালে গমন করিবেন। এই হাসপাতাল টি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় নামেও পরিচিতি। নিচে এই হাসপাতালের বন্ধের দিনের তালিকা ও কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে

এটি একটি উন্নতমানের হাসপাতাল। এখানে প্রতিদিন অনেক রোগীর চিকিৎসা দেওয়া হয়। অনেকে এই হাসপাতালে রোগী ভর্তি করাতে চাচ্ছেন। তাই জানতে চাচ্ছেন পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে। বন্ধের দিনে এখানে কোনো রোগী ভর্তি করাতে পারবেন না। তাই সঠিক তথ্য জেনে এখানে আসবেন। সাধারণত এই হাসপাতালের জন্য নির্ধারিত কোনো ছুটি নেই। তবে সপ্তাহের প্রতি শুক্র বার পিজি হাসপাতাল বন্ধ থাকে। আবার কিছু সময় সরকারি ভাবে পিজি হাসপাতাল বন্ধ থাকে। এর মধ্যে বিভিন্ন জাতীয় উৎসব, ধর্মীয় উৎসব ইত্যাদি।

পিজি হাসপাতালে মাসিক ছুটি কয়দিন

এই হাসপাতাল টি সরকার দ্বারা পরিচালিতও। তাই এখানে সরকারি ভাবে ছুটির আদেশ দেওয়া না থাকলে, হাসপাতাল টি বন্ধ থাকে না। আপনারা জানেন প্রতি মাসেই সরকারি ছুটি পাওয়া যায় না। শুধু মাত্র নির্ধারিত কয়েকটি দিন সরকার অনুমোদিত ছুটি দেওয়া হয়। সেই মাসে যে কয় দিন সরকারি ছুটি থাকে, ঠিক সেই কয়দিন পিজি হাসপাতালে মাসিক ছুটি পাওয়া যাবে। এছাড়া প্রতি সপ্তাহের শুক্র বারে হাসপাতাল টি বন্ধ থাকায়, প্রতি মাসে মোট ৪ দিন এর কার্যক্রম বন্ধ থাকে। তাই ধরা যায় পিজি হাসপাতালে মাসিক ছুটি কয়দিন ৪ দিন।

পিজি হাসপাতাল কখন খোলা থাকে

প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতি এই ৬ দিন করে মাসে মোট ২৬ দিন পিজি হাসপাতাল খোলা থাকে। যখন এই হাসপাতাল টি খোলা থাকে, তখন দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়া হয়। তাই আপনারা যেকোনো সময় চাইলে এখানে যোগযোগ করতে পারবেন। এই হাসপাতালের নার্স ও ডাক্তার আলাদা আলাদা ভাবে অফিস টাইমে কাজ করে। ১২ ঘণ্টা করে মোট ২৪ ঘণ্টার জন্য নার্স ও ডাক্তারের রোগী দেখার সময় বিভিক্ত করা হয়েছে। তাই সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যাতিত যেকোনো সময়েই পিজি হাসপাতাল খোলা পাওয়া যাবে।

পিজি হাসপাতালে কেবিন ভাড়া কত

এখানে অনেক গুলো কেবিন রয়েছে। তাই রোগী বর্তির সময় কেবিন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখানে প্রতিটি কেবিনের জন্য দৈনিক ভাড়া রয়েছে। আপনি এক কেবিনে যত দিন থাকবেন, সেই হিসেবে ভাড়া পরিশোধ করতে হবে। ভর্তির সময় আপনাকে কেবিনের নাম্বার ও রুম নাম্বার দিয়ে দেওয়া হবে। নির্ধারিত সিট টি আপনাকে গ্রহণ করতে হবে।

পিজি হাসপাতালের বেডের উপর নির্ভর করে এর ভাড়া নির্ধারন করা হয়। এখানে আপনি ৪ ধরনের সিট পেয়ে যাবেন। একটি হচ্ছে জেনারেল ওয়ার্ড। যারা প্রতিদিনের ভাড়া ৬০০ টাকা। এখানে সাত থেকে ১০ টি বেড থাকবে। আরেকটি হচ্ছে ডাবল বেড কেবিন। এখানে সব সিট গুলো উন্নতমানের। একটি রুমে মাত্র ২ টি আসন পাওয়া যাবে। এর কেবিন ভাড়া ১০২৫ টাকা।

আরেকটির নাম হচ্ছে কেবিন, এখানে শুধু মাত্র একটি সিট আছে। তাই এর কেবিন ভাড়া অনেক বেশি। এই কেবিনের জন্য আপনাকে প্রতিদিন ২০৫০ টাকা দিতে হবে। কেবিনের চেয়ে আরেকটি উন্নতমানের রুম আছে যার নাম হচ্ছে ডিলাক্স রুম। হাসপাতালের কেবিন ভাড়ার মধ্যে এর ভাড়া সর্বচ্চ। এই ডিলাক্স রুমের প্রতিদিনের ভাড়া ৩০০০ টাকা।

পিজি হাসপাতালে রোগী বর্তি করানোর নিয়ম

অনেকের মনে প্রশ্ন থেকে থাকে, কিভাবে পিজি হাসপাতালে রোগী ভর্তি করাবেন। বর্তমান সময়ে যেকোনো হাসপাতালে রোগী ভর্তি করানো অনেক সহজ। পিজি হাসপাতাল উন্নত হওয়ায়, এখানে কোনো ধরনের ঝামেলা ছারাই রোগী ভর্তি করানোর মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন। দুইটি পদ্ধতিতে এই হাসপাতালে রোগী বর্তি করানো যাবে। একটি হচ্ছে সরাসরি, অন্যটি হচ্ছে পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং এর মাধ্যমে। অনলাইনে ভর্তি করানোর মাধ্যমে কম সহজেই সিট বুকিং পাওয়া যাবে। খরচ একটু বেশি হবে। অনেক ওয়েবসাইট আছে, যারা এই হাসপাতালের টিকিট বিক্রি করে থাকে। এছাড়া তাদের অফসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারবেন। পিজি হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা bsmmu.edu.bd

পিজি হাসপাতালের যোগযোগের নাম্বার

পিজি হাসপাতালের হেড অহিসের একটি নাম্বার রয়েছে। সেখানে যোগযোগ করে আরও বিভিন্ন তথ্য জানতে পারবেন। এখানে কি কি চিকিৎসা দেওয়া হয় এই বিষয়ে এখান থেকে জানতে পারবেন। ইমারজেঞ্চি চিকিৎসার প্রয়োজন হলে এই নাম্বারে কল করে তাদের কাছে সিত বুকিং নিতে পারবেন। তাদের কয়েকটি যোগযোগের নাম্বার আছে। নিচে সব গুলো নাম্বার দেওয়া আছে। এর যেকোনো একটিতে কল করলেই তাদের সাথে কথা বলতে পারবেন।

  • + 8-02-961051-58,
  • + 8-02-961058-60,
  • + 6-02-614545-49
  • + 6-02-612550-54

শেষ কথা

যেকোনো জরুরি চিকিৎসা পেতে এই হাসপাতালে রোগী ভর্তি করাতে পারেন। ইমারজেঞ্চি চিকিৎসার প্রয়োজন হলে এই পোস্টে দেওয়া নাম্বারে কল করবেন। সর্বপরি কবে হাসপাতাল খলা থাকবে তা জেনে এই হাসপাতালে রোগী নিয়ে আসবেন। আশা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভালোলেগেছে এবং এখান থেকে পিজি হাসপাতাল কবে বন্ধ থাকে ও কখন খোলা থাকে তা জানতে পেরেছেন। এই রকম আরও তথ্যবহুল পোস্ট পেতে আমার সাথেই থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top