আজকের সয়াবিন তেলের দাম কত ২০২৪

প্রত্যেকটা ফ্যামেলিতে রান্না করার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সয়াবিন তেল। কারন তেল ছাড়া কখনো সুন্দর ভাবে রান্না করা যায় না। পরিবারে ভালো কিছু রান্না করতে চাইলে তখনি সয়াবিন তেল এর প্রয়োজন হয়। প্রায় সব মানুষ আগে সরিষার তেল দিয়ে রান্না করতো। বর্তমান সময়ে সবাই সয়াবিন তেল দিয়ে সব কিছু রান্না করে। এই জন্য সয়াবিন তেলের চাহিদা বেশি হয়ে গেছে। এবং সয়াবিন তেলের দাম দিন দিন বৃদ্ধি পেতে চলেছে। 

আমাদের মত নিম্ন শ্রেনির লোক বাজারে গেলে তাদের মাথা ঘুরে যায়। কারন বাজারে প্রায় সব জিনিসের দাম বেশি। তার মধ্যে সয়াবিন তেলের দাম অনেক উর্দ্ধগতী। কারন আমাদের রান্নার জন্য সয়াবিন তেল প্রতিনিয়ত কিনতে হয়। এই পোষ্ট এ আপনাদের কে জানাবো আজকের সয়াবিন তেলের দাম কত? আরো জানাবো ১ লিটার বোতল ও ৫ লিটার বোতল কত টাকা দিয়ে কিনতে পারবেন এবং আপনারা লুজ তেল কত টাকা দিয়ে কিনবেন? এই সবগুলার সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। 

সয়াবিন তেলের দাম বেশি হওয়ার কারণ 

বর্তমান সময়ে বিভিন্ন রকমের জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। সয়াবিন তেলে উৎপাদন এর পন্যগুলোর দাম বেশি হওয়ার কারনে তাদের খরচ বেশি হয়ে গেছ। তাদের আগের তুলনায় এখন উৎপাদন খরচ বেশি। এই কারনে তারা বাজারে বেশি দামে সয়াবিন তেল দিয়ে থাকে। পাইকারি ও খুচরা ব্যবসায়িরা তারা সাধারণ মানুষের কাছে বেশি দাম এ বিক্রি করে। মানুষের এখন সয়াবিন তেলের চাহিদা টা বেড়েই চলেছে। মানুষ এখন সবাই রান্নার জন্য সরিষার তেল না কিনে সয়াবিন তেল কিনে থাকে। এজন্য সয়াবিন তেলের দাম প্রতিনিয়ত দাম বেশি হচ্ছে। আজকে আপনাদের কে জানাবো ১ কেজি থেকে শুরু করে ৫ কেজি সয়াবিন তেলের দাম। 

বর্তমান সয়াবিন তেলের বাজার দর 

সয়াবিন তেলের দাম বেশি হওয়ার কারনে সবাই অনলাইনে খুেঁজে থাকেন, বর্তমান সয়াবিন তেলের বাজার দর ? কিন্তু সব সময়ে সঠিক তথ্য খুজে পান না। আজকে আপনাদেরকে সঠিক তথ্য জানাবো। অনেকেই আছেন খোলা তেল কিনে থাকেন আবার অনেকেই বোতল এর তেল কিনে থাকেন । আবার অনেকেই পামওয়েল তেল কিনে থাকেন। বর্তমান বাজারে এই সব রকমের তেল কত করে লিটার বিক্রি হচ্ছে তা নিচে জানিয়ে দিব। 

১ লিটার সয়াবিন তেলের দাম 

অনেকেই আছেন ছোট ফ্যামিলির জন্য ১ লিটার তেল কিনে থাকেন । কিন্তু সঠিক দাম জানেন না। কিছু দোকানে তেল কিনতে গেলে দাম বেশি বলে। আপনারা অনলাইনে ১ লিটার তেলের দাম খুঁজে থাকেন। আপনাদের সঠিক তেলের দাম জানাবো। আজকে বাজারে ১ লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬১ থেকে ১৬৬  টাকা। এবং ১ লিটার বোতল বিক্রি হচ্ছে ১৭৯ থেকে ১৮৮ টাকা। অন্যান্য কম্পানি সয়াবিন তেল দাম একটু বেশি বিক্রি হয়ে থাকে। আপনি যদি রুপচাঁদা ১ লিটার সয়াবিন তেল কিনতে চান তাহলে আপনাকে ১৮২ থেকে ১৯২ টাকা বাজেট রাখতে হবে। 

২ লিটার সয়াবিন তেলের দাম

অনেকেই আছেন তাদের সয়াবিন তেলের চাহিদা বেশি। তারা রান্নার জন্য ২ লিটার তেল খুজে থাকেন। আজকে আপনাদের কে জানাবো ২ লিটার তেলের দাম। আজকের বাজারে ২ লিটার খোলা তৈল কিনতে পারবেন ৩২১ থেকে ৩৩২ টাকা এবং ২ লিটার বোতল কিনতে গেলে ৩৫২ টাকা থেকে ৩৫৮ টাকা দিয়ে কিনতে হবে। এবং আপনি যদি ভালো অন্যান্য কম্পানির তেল কিনতে চান তাহলে আপনাকে এর থেকে টাকা বেশি বাজেট রাখতে হবে। সয়াবিন তেলের মধ্যে আপনি যদি তীর সয়াবিন তেলের ২ লিটার বোতল কিনতে চান তাহলে আপনাকে ৩৬৫ থেকে ৩৭৫ টাকা বাজেট রাখতে হবে। 

৫ লিটার সয়াবিন তেলের দাম 

যাদের ফ্যামিলি তে লোক সংখ্যা একটু বেশি তারা একবারে বেশি তেল কিনে থাকে। আবার কিছু সময় ছোট অনুষ্ঠানের জন্য ৫ লিটার তেলের প্রয়োজন হয়। তখন অনলাইনে খুজে থাকেন ৫ লিটার তেলের দাম কত? এখন জানাবো বিভিন্ন কম্পানির ৫ লিটার বোতল এর দাম এবং ৫ লিটার খোলা তেলের দাম। ও অনেকেই পিঠা তৈরি করার জন্য  পামওয়েল তেল খুজে থাকেন তাদের কে ৫ লিটার পামওয়েল তেলের দাম জানিয়ে দিবো  

তেলের নাম তেলের দাম
সয়াবিন তেল (খোলা) ৫ লিটার ৮০৫ থেকে ৮১০ টাকা 
সয়াবিন তেল (বোতল) ৫ লিটার  ৮৩৬ থেকে ৮৫০ টাকা 
পামওয়েল সয়াবিন তেল (খোলা) ৫ লিটার ৬০০ থেকে ৬২৫ টাকা 
পামওয়েল সুপার সয়াবিন তেল ৫ লিটার ৬৫০ থেকে ৬৭৫ টাকা 
রুপচাঁদা সয়াবিন তেল ৫ লিটার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে
বসুন্ধরা সয়াবিন তেল ৫ লিটার ৯৪৬ টাকা নির্ধারন করা হয়েছে 
তীর সয়াবিন তেল ৫ লিটার ৮৮৫ টাকা নির্ধারন করা হয়েছে
তীর সয়াবিন তেল ৮ লিটার ১,৩২০ টাকা নির্ধারন করা হয়েছে

শেষ কথা 

আশা করি, আপনি আমাদের পোষ্ট পড়েছেন। আমরা আপনাকে সয়াবিন তেলের বিভিন্ন তথ্য জানিয়েছি। আপনি সম্পূর্ণ পোষ্ট পড়ে বিভিন্ন রকম সয়াবিন তেলের দাম এবং সকল তথ্য জানতে পেরেছেন। ইতি মধ্যেই আপনি আমাদের উপরেউল্লেখিত সম্পূর্ণ লেখাটি পড়ে সয়াবিন তেলের সঠিক দাম জানতে পেরেছেন ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top