কাতার ভিসা চেক অনলাইন

বর্তমানে অসংখ্য বাংলাদেশী উচ্চ শিক্ষা, উন্নত চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসা সহ বিভিন্ন উদ্দেশ্যে কাতার যায়। বিশেষ করে কাজের জন্য কাতার সেরা একটি দেশ।

বৈধ ভাবে কাতার প্রবেশ করার জন্য ভিসা প্রয়োজন। বর্তমানে সরকারি ও বেসরকারি ভাবে কাতার ভিসা তৈরি করা যায়।

কাতার ভিসা চেক করার নিয়ম দুইটি। একটি অনলাইনের মাধ্যমে এবং অপরটি এজেন্সির মাধ্যমে। তবে কাতার ভিসা চেক অনলাইন এর মাধ্যমে দ্রুত সময় ঘরে বসে ভিসার বর্তমান অবস্থা জানা যায়।

অন্যান্য দেশের মতো আবেদনের পর কাতার ভিসা প্রসেসিং এর জন্য কিছু দিন সময় প্রয়োজন হয়। ভিসা নাম্বার ও পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়।

কাতার ভিসা চেক

বর্তমানে বাংলাদেশের অনেক বেকার যুবকেরা আপনার কাজের দেশে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এজন্য তারা অনেক এজেন্সি কর্তৃক ভিসা আবেদন করে থাকে। আপনি যদি কাতার যাওয়ার ভিসাও পেয়ে থাকেন তবুও সেটি চেক করে নেয়া জরুরী। কেননা অনেক অসাধু দালাল রয়েছে যারা আপনাকে ডুপ্লিকেট ভিসা প্রদান করতে পারে। তাই অনলাইন থেকে খুব সহজেই কাতার ভিসা চেক করে নিন।

কাতার ভিসা চেক অনলাইন

ভিসা পাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হয়। কাতার ভিসা তৈরি হতে ন্যূনতম ৭ দিন থেকে ১২ দিন সময় লাগে।

ভিসা প্রসেসিং এর সময় ভিসার বর্তমান অবস্থা জানার জন্য অনেকে এজেন্সির সাথে যোগাযোগ করে। যাতে অনেক কষ্ট এবং সময় ব্যয় করতে হয়।

কাতার ভিসা অফিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিসার বর্তমান সকল তথ্য অতি সহজে পাওয়া যায়।

ভিসা অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম

অনলাইনের মাধ্যমে ভিসার আপডেট তথ্য পাওয়া যায়। এক্ষেত্রে ভিসা আবেদনের পর প্রাপ্ত ভিসা নাম্বার ও ভিসা আবেদন ফরমে প্রধানকৃত পাসপোর্ট নাম্বার প্রয়োজন হবে।

  • কাতার ভিসা চেক করার জন্য প্রথমে একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ দিতে হবে।
  • অতঃপর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে Moi Visa Inquiry লিখে সার্চ করতে হবে।
  • চার্জ রেজাল্টে প্রথমেই কাতার ভিসা অফিসের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে।
  • অতঃপর ওয়েবসাইটে প্রবেশ করলে Visa Inquiry & Printing পেইজ পাওয়া যাবে।
  • Visa Inquiry & Printing পেইজে ভিসা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার এর অপশন রয়েছে।
  • অতঃপর আপনার ইচ্ছা অনুযায়ী ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার প্রদান করতে হবে।
  • ভিসা অথবা পাসপোর্ট নাম্বার প্রদান করে পরবর্তী স্টেপে ন্যাশনালিটি অপশনে বাংলাদেশ সিলেক্ট করতে হবে।
  • ন্যাশনালিটির পরবর্তী স্টেপে একটি ক্যাপচা কোড থাকবে যা যথাযথ ভাবে হুবহু পূরণ করতে হবে।
  • ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ভিসার বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।

কাতার ভিসার বৈধতা বোঝার উপায়

অনেক অসাধু দালাল ও এজেন্সি টাকা নিয়ে অবৈধ ভিসা তৈরি করে দেয়। তাই ভিসা আবেদনের পর অবশ্যই ভিসা নম্বরটি সঠিক কিনা তা যাচাই করে নিতে হবে।

কাতার ভিসা অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে ভিসা নাম্বার প্রদান করলে ভিসার বর্তমান তথ্য পাওয়া গেলে ভিসা নাম্বারটি বৈধ। কেননা অবৈধ ভিসা নাম্বার দিয়ে ভিসার বর্তমান তথ্য জানা যায় না।

বর্তমানে অসংখ্য বাংলাদেশী কাতার প্রবাসী রয়েছে এবং অনেকে নতুন করে কাতার ভিসার জন্য আবেদন করছে। বর্তমানে ভিসা তৈরির ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়ে থাকে। তাই বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য এজেন্সি থেকে ভিসা তৈরি করতে হবে এবং আবেদনের পর ভিসার বৈধতা যাচাই করে নিতে হবে। দুর্নীতির শিকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top